
পর্ব তিন
দুই সন্তানের জননী নিগুঢ় নাহার একসময় মুশফিকের ক্লাসমেট ছিলেন। তাদের মধ্যে ছিলো মধুর সম্পর্ক তখনও মুশফিক এটাকে প্রেম বলে জানতো কীনা! এ বিষয়ে সন্দেহ রয়েছে নিগুঢ়ের মনে।
নিগুঢ় চেয়েছিলো তার মালিকানাহীন এবং অবারিত আকাশে পাখি উড়ুক। মেঘ বাদল ঝড় বৃষ্টি ভেঙে ঘরে ফিরুক সব পাখিরা। তাই বলে কী আমি আমার আকাশ সাজাবো না।
কিন্তু মুশফিক সেই আকাশে উড়ার কোন ব্যস্ততা কোনদিন দেখায়নি। সে যেন এক নিভৃত কৃষক তারমন শুধু নিবিষ্ট ছিলো, কচি ধানের পাতায়। নিগুঢ়ের বাবা নিরিহ মানুষ ও দরিদ্র কৃষক।
কন্যার বিয়ে নিয়ে সে সর্বক্ষণ উৎকন্ঠায় থাকতেন। তাই নিগুঢ় ক্লাস নাইনে উঠার পরেই হুটহাট করে বিয়ে দিয়ে দেয় এক শহুরে ধনী ছেলের সাথে।
ছেলেটা নিগুঢ়ের বাবাকে অনেক টাকা পয়সা দেয় বাড়িতে ভালো ভালো বাজার করে নিয়ে আসে এবং তার অসহায় শ্বশুরকে হালের গুরু ও কিছু চাষের জমি কিনে দেয়।
এতে নিগুঢ়ের বাবা অনেকটা আশ্বস্ত হোন। মা-মরা মেয়েটাকে ভালো ঘরেই বিয়ে দিয়েছেন ভেবে মনে মনে অনেক খুশি হোন তিনি।
মুশফিকের হয়তো তখন নিগুঢ়ের বিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিলো না। কিন্তু মুশফিক বিয়ের আগে, একদিন নিগুঢ় নাহারকে বলেছিলো, “আমার গল্প আমি যেভাবে লিখেছি তোমাকে সেভাবেই ফিরে আসতে হবে নিগুঢ়। তবে আমি ইচ্ছে করে এমন গল্প লিখিনি। এই গল্পটা আমাকে দিয়ে লেখানো হয়েছে।”
নিগুঢ় মুশফিকের কথার কোন মানে বোঝে না। কীসের গল্প ? অতীতের এক মিষ্টি বাতাস গমের শীষের মতো তাকে কোথাও হেলিয়ে নামায়। নিগুঢ়ের অনুভূতি ধাবমান হয় এবং অনুভব করে এমন একটা গল্পের কথা কে যেন তাকে বলেছিলো, কিন্তু তা গল্প ছিলো না। তা ছিলো বাস্তব।
কিন্তু বিষয়টি পুরোপুরি মনে করতে ব্যর্থ হয় নিগুঢ়। কিছু আবছা মনে পড়ে এবং আবার ভুলে যায় রাতে দেখা স্বপ্নের সকালের ভাবনার মতো। এই ভাবনায় কেটে যায় তার প্রহর এবং ভাবতে-ভাবতে হোঁচট খেয়ে পড়ে যায়। কিন্তু তার কোন অন্তকূল সে খোঁজে পায় না।
পরপর দুটো বাচ্চা হওয়ার পর। ছেলেটার কোন হদিস পাওয়া যায়নি কিছুদিন। তার কিছুদিন পর পত্রিকায় একটা নিউজ হয়, ক্রসফায়ারে মাদক ব্যবসায়ী নিহত। তাতে ছেলেটার পরিচয় মিলে।
এরপর জানা যায় যে, শহরে তার আরেকজন স্ত্রীও আছে, তাদেরও আছে চার সন্তান। নিগুঢ়ের মুখ কালো হয়ে যায়। মরা নদীর মতো শুকনো জল খেলা করে তার চোখে।
মা-মরা একমাত্র মেয়ের এমন কষ্ট সইতে পারেনি নিগুঢ়ের বাবা। এরপর তিনি বাড়ির পশ্চিমের মাঠে বসে কাঁদতেন কড়া রোদ মাথায় নিয়ে। এর কিছুদিন পর একদিন ভর-,দুপুরে হিটস্ট্রোকে মারা যান তিনি । দুটো সন্তান নিয়ে বড়ো অসহায় হয়ে পরে বেচারি নিগুঢ়।
১০টি মন্তব্য
বন্যা লিপি
যদিও আগের পর্বগুলো পড়িনি।
নিগুঢ় নাহার নাম? একটু বেশ আনকমন লাগলো নামটা। শেষষাংশে এসে বোঝা গেলো না, মাদক ব্যাবসায়ীর কাহিনীটুকু। নিগুঢ়ের স্বামীই কী তবে মাদক ব্যাবসায়ী ছিলেন? তবে…..এখানে মুশফিকের এই উপস্থাপনটুকু ভালো লেগেছে…….”মুশফিকের হয়তো তখন দিলারার বিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিলো না। কিন্তু মুশফিক বিয়ের আগে, একদিন নিগুঢ় নাহারকে বলেছিলো, “আমার গল্প আমি যেভাবে লিখেছি তোমাকে সেভাবেই ফিরে আসতে হবে নিগুঢ়। তবে আমি ইচ্ছে করে এমন গল্প লিখিনি। এই গল্পটা আমাকে দিয়ে লেখানো হয়েছে।”
শুভ কামনায় অপেক্ষা রইলো, বাকি পর্বের।
দালান জাহান
সুন্দর মন্তব্য অনিঃশেষ ধন্যবাদ আপি
আরজু মুক্তা
গল্প এবার টার্ন নিয়েছে।
চলুক…..
দালান জাহান
ধন্যবাদ কবি শুভেচ্ছা
হালিমা আক্তার
বাকি পর্বের অপেক্ষায় রইলাম।
দালান জাহান
ধন্যবাদ আপু ভালো থাকুন সবসময়
মোঃ মজিবর রহমান
দালান ভাই, খুব চমৎকার উপ্যন্যাস। আমি গতপর্ব পড়িনি পড়তে হবে। এগিয়ে যাক।
দালান জাহান
ধন্যবাদ ভাই। দ্বিতীয় পর্বের লিংক
https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%82%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf-2/
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার ভাবে এগিয়ে নিচ্ছেন। পাশে আছি। মুশফিকের রহস্য ভেদ হবে আস্তে আস্তে সেই অপেক্ষায় রইলাম। অফুরন্ত শুভকামনা রইলো
দালান জাহান
আপনার সুন্দর মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হই