
কবিতা!
শুনতে পাচ্ছিস?
এমন করে ডেকে সারা হচ্ছি!
ট্রেনের বগির সাথে পাল্লা দিয়ে শব্দগুলো পালাচ্ছে,
আমি অসহায় চোখে তাকিয়ে আছি!
চিরচেনা মাঠ-ঘাট,সরষে ক্ষেত, গরুর পাল, কৃষকের নাঙ্গল।
হারানো শৈশব-কৈশোর__
সাথে অশোকের ঝুলে দোল!
চোখদুটো হাত বাড়িয়ে ছোঁয়ার তরে ব্যাকুল!
কবিতা!
জানিসতো তুই দুরপাল্লার পথে ছায়া সঙ্গী।
নিবিড়ভাবে জড়িয়ে গেছি আমরা__
যাকে বলে অঙ্গাঅঙ্গি।
জীবন এখন কাঠখোট্টা নিঃসঙ্গ মধ্যাহ্নে দাঁড়িয়ে,
কবিতা!
তুই কিন্তু এড়িয়ে যাসনে!
ওরে উন্মনা নেশা।
জানিসতো তুই-ই শেষ উষা, বাকি সব দুরাশার খোয়াশা।
আরক্ত দুঃখ যখন স্রোতস্বিনী খরস্রোতা__
তোর কাছেই জমা রাখি জীবনের যতো তিক্ত খেরোখাতা।
তোর মধ্যেই প্রিয়ের চোখে চোখ রাখি,
কপোলে চুমু আঁকি।
তোর মধ্যেই সীমান্ত পাড়ি দিয়ে অদেখা বিশ্ব দেখি।
তোর জন্যেই সুপ্ত ইচ্ছেরা দেয় উঁকিঝুঁকি!
কবিতা!
ট্রেন ছুটছে!
খসে পড়ছে অনুভূতির পলেস্তারা,
যাসনে! ওরে একটু দাঁড়া,
আমিও যাবো তোর সাথে।
বেশি কিছু চাই না, কেবল কয়েকটি শব্দের ইতিউতি।
জানিসতো তুই-ই চিরসাথী!
অন্ধকার নিশীথে এক ঝলক বিজলি বাতি!
কবিতা!
২৮টি মন্তব্য
হালিমা আক্তার
কবিতারা যাবে না। ওরা ফিরবে ভালোবাসার টানে। শুধু কিছুটা সময়ের অপেক্ষা। আবার খাতার পাতা ভরবে কবিতার কবিতায়। শুভ কামনা অবিরাম।
খাদিজাতুল কুবরা
ভালোবাসা এবং কৃতজ্ঞতা এতো সুন্দর করে উৎসাহিত করার জন্য। ভালো থাকবেন আপু
বন্যা লিপি
আমায় নিয়ে যাস, যাবি যেথা সাথে করে….
যেখানেই যাস! আমায় না হয় সঙ্গে নিস!
অমেকদিন পরে তোমাকে দেখে ভীষণ ভালো লাগছে।
আঁকড়ে ধরো শব্দের পলেস্তারা। শব্দেই খেঁজো জীবনের খেরোখাতার মলাট।
ভালবাসা রইলো নিরন্তর💜💜
খাদিজাতুল কুবরা
“তুমি যাবে ভাই যাবে মোর সাথে!”
আমরাতো একই আকাশের ভিন্ন নামের তারা, তাই ঘুরে ফিরে এখানেই ফিরবো।
অনেক ভালোবাসা আপু
সুরাইয়া পারভীন
কবিতায় যখন একমাত্র সঙ্গী
তখন কবিতার কায়ায় ফুটে উঠুক
প্রিয়তমের ছায়া-প্রচ্ছায়া
কবিতাকে শক্ত করে ধরে রাখুন
চাইলেও সে যেনো কখনো ছেড়ে যেতে না পারে
চমৎকার লিখেছেন আপু
খাদিজাতুল কুবরা
হ্যাঁ একদম ঠিক বলেছেন তাই করতে হবে।
আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো। সাবধানে থাকবেন।
রিতু জাহান
জীবন এখন কাঠখোট্টা নিঃসঙ্গ মধ্যাহ্নে দাঁড়িয়ে,
এ লাইনটা দারুন লেগেছে।
শব্দেরাও অভিমান করে,, এটা সত্যি।
খাদিজাতুল কুবরা
এমন মন্তব্যই ফিরিয়ে দেয় আপনার ঠিকানা।
ভালো থাকবেন। প্রথম বার পরিচিত হয়ে ভালো লাগলো। অনেক ধন্যবাদ।
আরজু মুক্তা
জীবন জীবনের মতো চলুক।
আপনাকে সোনেলায় দেখে ভালো লাগছে।
শুভ কামনা সবসময়
খাদিজাতুল কুবরা
ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানবেন আপু।
সাবধানে থাকবেন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
কবিতার শক্তি অপরিসীম। কবিতা আপনাদের লেখনীকে আরও সমৃদ্ধ করুক এ প্রত্যাশা রইল।
খাদিজাতুল কুবরা
সুন্দর মন্তব্যে উৎসাহিত হলাম। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা
ছাইরাছ হেলাল
পালানোর পথ নেই জেনেই
আবার বাতাস বইয়ে দিচ্ছে কবিতা,
বেঁচে থাকা রোদের হাত বাড়িয়ে,
হাজারো শব্দে শব্দে একাকার
জীবনের উড়াল-পাখি কবিতার বেশে।
আল্লাহ আপনাকে ভাল রাখুন।
খাদিজাতুল কুবরা
খুব ভালো লাগলো ছোট্ট চরণ গুলি। সাবধানে থাকবেন এসময়। আন্তরিক শুভেচ্ছা
রোকসানা খন্দকার রুকু
আমরা এতো করে ডেকেও পেলাম না অবশেষে কবিতাই পেলো। যাক! অনেক অনেক ভালো লাগছে পেয়ে। ভালোবাসা নিও।
খাদিজাতুল কুবরা
আমার ও ভালো লাগছে ফিরতে পেরে। ভালোবাসা তোমার জন্য ও।
সুপর্ণা ফাল্গুনী
কবিতা আছে বলেই আজ আবারো আপনাকে প্রিয় আঙ্গিনায় ফিরে পেলাম। তাই কবিতাকে অসংখ্য ধন্যবাদ আপু। কবিতার টানে, কবিতার আবেশে আবার ভরিয়ে তুলুন ডায়েরীর খেরোখাতা, সোনেলার পাতা। ঈশ্বর সহায় হোন। অনেক দিন পর আপনার কবিতা পেয়ে দারুন লাগছে। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা নিরন্তর
খাদিজাতুল কুবরা
হ্যাঁ দিদি ভাই ফিরে এসেছি আমার প্রাণের আঙিনায়। আপনাদেরকে মিস করতাম সবসময়।
এতো সুন্দর অনুপ্রেরণা দায়ক মন্তব্যে মন ভালো হয়ে গেল। ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন এসময়।
অনেক ভালোবাসা রইল।
সঞ্জয় মালাকার
পালানোর পথ নেই জেনেই
আবার বাতাস বইয়ে দিচ্ছে কবিতা,
কবিতায় যখন একমাত্র সঙ্গী
তখন কবিতার কায়ায় ফুটে উঠুক
প্রিয়তমের ছায়া-প্রচ্ছায়া।
চমৎকার সব শব্দে অসাধারণ কবিতা,।
খাদিজাতুল কুবরা
দাদা, এ চরণ ক’টি সুরাইয়া পারভীন মন্তব্যে লিখেছেন।
পড়ার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন।
জিসান শা ইকরাম
কবিতা যাবে কোথায় আর? হয়ত বিশ্রাম নিচ্ছে কিছুটা।
ফিরে আসবেই তোমার কাছে।
অনেকদিন পরে তোমার কবিতা পড়লাম।
নিয়মিত লিখো এখানে।
শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
লিখবো ভাইয়া, এটা আমার খুব ভালো লাগার জায়গা। আপনাদের এতো ভালোবাসা সত্যি ভাগ্যগুণে পেয়েছি।
আমার বিনম্র শ্রদ্ধা জানবেন প্রিয় ভাইয়া। সাবধানে থাকবেন এসময়।
দালান জাহান
শব্দচাষী! তার শব্দের খাতায় বসে সবসময় চায়
আরও শব্দের জন্ম হোক….
খুব সুন্দর লিখেছেন কবি। অভিনন্দন…
খাদিজাতুল কুবরা
একদম যথার্থ বলেছেন। কখনো কখনো এমন হয় যা লিখতে চাই তা কিছুতেই অবয়ব পাচ্ছেনা। আপনার মতো গুনীজনের মন্তব্য অনন্য অনুপ্রেরণা।
ভালো থাকবেন সাবধানে থাকবেন।
অনেক ধন্যবাদ।
তৌহিদুল ইসলাম
কিছু সময় কোনকিছুতে বিরতি এলেও তা প্রকাশিত করার বাসনা রয়ে যায় মনের ভেতর। লেখাটি যেন তারই বহিঃপ্রকাশ। অনেকদিন পরে আপনার লেখা পড়ে ভালো লাগলো আপু। শুভকামনা জানবেন।
খাদিজাতুল কুবরা
একদম তাই ভাইয়া।
কবিতাটি মার্চের বাইশ তারিখ ট্রেনে বসে লিখেছিলাম।
অনেক দিন পর ব্লগে এসে আমার ও খুব ভালো লাগছে। আন্তরিক শুভেচ্ছা সবসময়। সাবধানে থাকবেন এসময়।
সাবিনা ইয়াসমিন
চিরসাথী কখনো দূরে সরে যায়না, অভিমান ফুরিয়ে গেলে আবারও এসে জাপটে ধরবে, শুধু নিজে নিজে না ছাড়লেই হয়।
অনেক দিন পর কিছু লিখলেন! আপনার লেখা মিস করছিলাম।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
খাদিজাতুল কুবরা
সে-ই তো।লেখাটি মার্চ মাসে ট্রেনে বসে লিখেছিলাম। লিখতে পারি বা পারি আপনাদের সবার লেখা পড়বো।
অনেক ভালোবাসা রইলো