
সবাই যদি অপেক্ষায় থাকি তবে এ জীবনেও আর
ব্লগার্স-প্রোফাইল লেখার যে উদ্যোগ নিয়েছেন ব্লগ কতৃপক্ষ সেটা সফল হবে বলে মনে হয় না। তাই লেখা শুরু করা উচিত মনে করে লিখতে বসলাম। কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হবে।
-ব্লগার্স-প্রোফাইল! তুমি লিখবে?
~হ্যাঁ লিখবো।
-সত্যিই!
~তো কি মিথ্যে বলছি?
-বাপ্রে! পারবে?
~ দেখিই না চেষ্টা করে।
-বেশ তো। কাকে নিয়ে লিখবে?
(নিজের সাথে নিজের কথোপকথন)
ব্লগার্স-প্রোফাইল লিখতে বসেছি। কিন্তু কাকে নিয়ে লিখবো তা ভাবতে ভাবতেই হঠাৎ করে যে নাম চোখের সামনে ভেসে এলো তা দেখে আমি নিজেই চমকে উঠলাম, বাব্বাহ সাহস তো কম নয়! একি শুধুই সাহস! ভয়াবহ দুঃসাহস বলতে এক মূহূর্ত বিলম্বিত হলো না। দুঃসাহস হোক বা ভয়াবহ দুঃসাহস, আমি লিখবো তাঁকেই নিয়ে যাঁর কবিতার পাঠ উদ্ধার করতে গিয়ে নাকানিচুবানি খেতে হয়। কয়েক বার পাঠ করতে হয় এবং খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিটি শব্দ মস্তিষ্কে গেঁথে নেওয়ার চেষ্টায় থাকি। কোনো রকমে একবার তাঁর কবিতার পাঠ উদ্ধার করতে পারলে যা তৃপ্তি পাই তা আর বলে বোঝানো যাবে না। তাঁর লেখা আমার কাছে যতোই কংক্রিটের মতো শক্ত মনে হোক না কেনো তবুও তা চম্বুকের মতো আকৃষ্ট করে আমাকে। বার বার পড়তে ইচ্ছে করে। আর মন্তব্য করতেও। তাই অনেক সময় না বুঝেও বোকার মতো মন্তব্য করে বসি। আর সেই বোকা বোকা মন্তব্যের যখন প্রসংশা পাই তখন কি যে আনন্দিত হই। একজন লেখকের স্বার্থকতা তখনই হয় যখন তা কোনো পাঠককে চুম্বুকের মতো আকৃষ্ট করে। সে হিসেবে উনি অবশ্যই একজন স্বার্থক লেখক
এতোক্ষণে হয়তো সবাই বুঝে গেছেন কোন ব্লগারের কথা বলছি। হ্যাঁ ঠিক ধরেছেন। শতসহস্র শব্দ ভাণ্ডার যাঁর দখলে, ইস্পাতের মতো শক্ত শব্দ যাঁর কাছে পানির মতো সহজ, কথায় কথায় যিনি কবিতা লিখতে পারেন, যাঁর লেখা পড়তে বাংলা অভিধানও অনেকে সাথে রাখেন, যিনি কবি’র রাজা নামে সুপরিচিত সমস্ত ব্লগারদের কাছে তিনি আমাদের কবিতার রাজা ব্লগার ছাইরাছ হেলাল । আর উনি হলেন ব্লগের মহারাজ” এ উপাধি সোনেলা ব্লগ দিয়েছেন তাঁকে।
এবার আসি তাঁর প্রফোইলে। শুরুতেই তিনি লিখে রেখেছেন
‘লেখালেখি আমার কম্ম নয় – সে আমি বুঝেছি জেনেশুনে বেশ আগে এবং ভালভাবেই, তবে পাঠক হওয়ার অদম্যতা দমনে অপারগ আমি বরাবরই।’
এখন অব্দি ব্লগে তিনি ৭২১ টা লেখা লিখেছেন। কি জানি আরও কতো কতো কবিতা রয়েছে তাঁর তার ডায়রীতে, নোট প্যাডে, মস্তিষ্কে! অথচ তিনিই লিখে রেখেছেন লেখালেখি তাঁর কম্ম নয়- এতেই বোঝা যায় তিনি কতো বড় মাপের কবি/লেখক।
তিনি কেবল দুর্দান্ত লিখেন তাই নয়, সবসময় চমৎকার মন্তব্য দানে আরও আরও বেশি উৎসাহিত করেন আমাদের মতো ক্ষুদ্র ব্লগারদের। আমরা সবসময়ই উনার থেকে উৎসাহিত মন্তব্যে পেয়ে একটু একটু করে সাহস পাই লেখার। আমি যখনই কোনো পোস্ট করি তখনই উনার মন্তব্যের জন্য অপেক্ষা করি। কারণ তাঁর মন্তব্য পেলে তবেই যেনো মনে হয় লেখাটা লেখা হয়েছে। উনি সবার পোস্টেই মন্তব্য করেন। ইতোমধ্যে ২১৪১৫ মন্তব্য করেছেন। একজন লেখক এবং লেখক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন তিনি। সাহিত্য চর্চাতে ব্লগের কয়েকজন ব্লগারকে আমার আদর্শ মানি। তার মধ্যে উনার অবস্থান সবার উপরে। আমাকে যদি কেউ বলে কার মতো লেখতে চান? আমি একবাক্যে বলে দেয় ব্লগার ছাইরাছ হেলালের মতো লিখতে চাই। এমন অনেক মন্তব্যের প্রতি-মন্তব্যে লিখেছি আমার তখনই নিজেকে লেখক মনে হবে যখন তাঁর লেখা গটগট করে পাঠ উদ্ধার করতে পারবো আর এমন করে লিখতে পারবো। উনার কবিতা পড়ে বুঝতে পেরেছি সহজ সাবলীল কবিতা পাঠে যতোটা আনন্দিত হয় মন, তার চেয়ে কয়েকশ গুন বেশি আনন্দ হয়/পাই কঠিন কঠিন শব্দের জালে জড়ানো কবিতা বুঝে।
উনার মতো একজন লেখকের সান্নিধ্য পাওয়াকে আমার জীবনের পরম পাওয়া মনে করি সবসময়। উনার সাথে কথা বলার, অনেক সুন্দর সুন্দর কথা শোনা, একসাথে খাবার খাওয়ার সৌভাগ্য হয়েছে কেবল সোনেলাতে এসেই। এজন্য অবশ্যই কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো আমার সোনেলার জন্য❤️❤️
এমন একজন লেখকের লেখা সম্পর্কে যথার্থ যোগ্য শব্দ আমার জানা নেই তবুও তাঁর ব্লগার্স-প্রোফাইল সম্পর্কে লেখার যে ধৃষ্টতা দেখিয়েছি তা সত্যিই দুঃসাহসের বটে। যদি কোন ভুল হয়ে থাকে তা অনাকাঙ্ক্ষিত। আর এই অনাকাঙ্ক্ষিত ভুলভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থী🙏🙏
৩১টি মন্তব্য
রেজওয়ানা কবির
প্রথম হলাম আর পড়ে মনে মনে ভাবছি যে হেলাল ভাইয়ের যে প্রোফাইল আমার তার লেখা পড়ে মনে আঁকা হয়েছে ঠিক সেইসব বিষয়, কথা সব আপনি আপনার লেখায় তুলে ধরেছেন যা মিরাকেল হলেও সত্যি। শুভকামনা দুজনের জন্য।
সুরাইয়া পারভীন
প্রথম হবার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু🌹🌹
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
বন্যা লিপি
বাপরে!!!! তোর সাহস তো কম না সুরু!!
( ব্লগে তুই তোকারি চলেনা। আমার কাছে ব্লগিয় নিয়মও চলে না😊😊😊😊 আমি তুই/ তুমি করেই যাব। দেখি কে কি বলে?)
মহারাজরে নিয়া লিখছিস? বাহবা তোর প্রাপ্য👏👏👏। ওনার সম্পর্কে আমার তো কিছু বলার নাই। সবাই বলুক, আমি শুনি।
সুরাইয়া পারভীন
আমি কি কইবো তুমি না আপনি?
তুমি বললে সোনেলার নিয়ম ভাঙা হবে
আর আপনি বললে তোমার চোখ রাঙানি
কি যে করি!?
তাহলেই ভাবো তোমার বোনের দুঃসাহস
আচ্ছা তুমি/আপনি শুনতে থাকো/থাকুন 😁😁
লাভ ইউ ♥️♥️♥️
মনির হোসেন মমি
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শুভ কামনা হেলাল ভাইজান।
সুরাইয়া পারভীন
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
রিতু জাহান
বাপ্রে!!
বেশ তো লিখেছেন। ব্লগিংটা আসলে অন্যরকম একটা অনুভীতির নাম।
হেলাল ভাইকে আমরা বলতাম গুরুজি।
তার অন্য ব্লগারদের উৎসাহ দিয়ে লিখিয়ে নেবার প্রয়াস অভাবনীয়।
সুরাইয়া পারভীন
একদম ঠিক বলেছেন আপু
ভাগ্যিস এসেছিলাম ব্লগে
তাই তো ভাইয়ার মতো উচ্চ মানের সাহিত্যিকের সান্নিধ্য পেয়েছি
ভালো থাকুন সবসময়
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো
ইঞ্জা
ওরে বাবা, সত্যি কুবিরাজকে নিয়ে লিখেই ফেললেন?
ও বাবাগো উনার কুবিতায় যে আমার কয়টি দাঁত ভাঙ্গিয়েছে তার ইয়ত্তা নেই।
খুব ভালো ভাবেই আমাদের কুবিরাজকে নিয়ে লিখলেন আপু, খুব ভালো লাগলো।
সুরাইয়া পারভীন
যা বলেছেন ভাইয়া। আমার অবশ্য দাঁত ভাঙ্গেনি
তবে ভাঙার উপক্রম হয় সবসময়
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
ইঞ্জা
ভালো থাকবেন আপু।
ছাইরাছ হেলাল
একটু সময় চাচ্ছি/নিচ্ছি।
সুরাইয়া পারভীন
সময় নিয়ে লিখেও ফেললেন
সত্যিই বিস্মিত আমি
মহান রাব্বুল আলামীন আমাকেও এতোটা পড়ার ধৈর্য্য দান করুন আমীন।
ছাইরাছ হেলাল
৭২১ নম্বরটি আমার মনে হয় কারিগরি দুষ্টতা!! আবার এটি একটি ষড়যন্ত্র মুলক সংখ্যা অ হতে পারে,
ইচ্ছে করে ভরকে দেয়ার জন্য, অবশ্য সব্বাইকে কী আর ডর-ভয় দেখানো যায়, ডর পালিয়ে বাঁচতে চাইবে ভয়ে।
আসলে লেখা-ভাবনাকে আপন ভাবলে আপনি নিজের মনে আনন্দে-বেদনায় লিখে যাবেন/ফেলবেন। নো ভাবাভাবি করেই।
আল্লাহর কাছে শোকর, এ বয়সে পড়তে পারি, যখন যা খুশি লিখতে পারি, লিখিও। লিখে-ফিখে উল্টিয়ে ফেলব এ ভাবনা
আসেই না। আর কী!! ভাল যেনে অনেক অনেক প্রশংসা করা জন্য অবশ্য ই ধন্যবাদ।
আপনার সবাই আমার প্রেরণা। তাও লিখি আর লিখি।
আপনি ও লিখুন, যা মনে আসে।
অনেক অনেক ধন্যবাদ।
সুরাইয়া পারভীন
আমিও সেটাই ভাবছি ভাইয়া। এখনো এতো পড়ার ধৈর্য্য আপনার আসে কোথা থেকে!? আমি আবারও বলতে চাই আমি আপনার মতো এভাবেই সারাজীবন পড়তে-লিখতে চাই। আর গট গট করে যা খুশি তাই লিখতে চাই-ই-চাই
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো ভাইয়া
ভালো থাকুন সবসময়
আরজু মুক্তা
যার কথায় কলম উঠে আর বসে তাঁর জন্য শুভ কামনা।
আর আপনার জন্য এক ঝুড়ি লাল গোলাপ শুভেচ্ছা থাকলো।
সুরাইয়া পারভীন
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
মহারাজের জন্য কিছু বলার সাধ্য কারো নেই। তবুও মাঝেমধ্যে সাহস দেখাইতে হয়। ওনার লেখা যেন কলমের মাথায় অবিরত জমা থাকে আর পড়াশোনা! এখনো যে ধৈর্য্য নিয়ে পড়ে যাচ্ছেন আমাদের মতো সাধারণ মানের লেখা, মন্তব্য করে যাচ্ছেন এটা ওনার বিনয়ী ছাড়া আর কিছু নয়। ঈশ্বর সহায় হোন। ওনার হাজারী লেখা পড়ার অপেক্ষায় । আপনার সাহস আছে বৈকি।
সুরাইয়া পারভীন
একদম সঠিক বলেছেন দিদিভাই। ভাইয়ার ধৈর্য্য দেখে আমি বিস্মিত। ক্যামনে সম্ভব এতো পড়া-লেখা করা। চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা রইলো দিদিভাই
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় ❤️
নিতাই বাবু
কবি রাজ, মহারাজ, ব্লগ রাজের দীর্ঘায়ু কামনা করে পবিত্র ঈদুল আজহা’র শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি এই সময়ে সপরিবারে ভালো থাকবেন।
সুরাইয়া পারভীন
আপনাকেও অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি দাদা। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
রোকসানা খন্দকার রুকু
আপনার সাহস আছে বলা যায়। সোনেলার মহারাজকে নিয়ে লেখা চাট্টিখানি কথা নয়,দুসাহসিক এক ব্যাপার। যা যা লিখেছেন সবই ঠিক আছে।
এমন সাহস দেখাবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
সুরাইয়া পারভীন
সে আমি বরাবরই সাহসী 😃😃
কাউকে না কাউকে এই দুঃসাহসিক কাজটা করতেই হতো। তাই আগপাছ না ভেবে আমিই করলাম
অনেক অনেক কৃতজ্ঞতা সহ ঈদের শুভেচ্ছা রইলো আপু ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
জিসান শা ইকরাম
আপনার দৃষ্টিতে ব্লগার ছাইরাছ হেলাল কেমন তা জানলাম।
আপনার তো ম্যালা সাহস তাঁকে নিয়ে লিখছেন! তাঁকে নিয়ে লেখার মত সাহস আমার নেই, তাঁর লেখার বিশালতা স্পর্শ করার জ্ঞান কৈ আমার?
তারপরেও চেষ্টা করবো ছাইরাছ হেলালকে নিয়ে ব্লগার্স প্রফাইল লেখার।
লেখায় আপনি অনন্য, যে কোনো সময় যে কোনো বিষয়ে লিখতে পারেন আপনি- এই পোষ্ট তাঁর প্রমাণ।
অনেকে কেবল চিন্তা করছে কি লিখবো কি লিখবো? আপনি যা ভাবলেন তাই লিখলেন।
আপনি ইচ্ছে করলে একই ব্লগার নিয়ে একাধিক পোষ্ট দিতে পারেন।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
বরাবরই একটু বেশিই সাহসী আমি😃😃
লিখবো ভাইয়া আরও অনেক ব্লগারকে নিয়ে লেখার ইচ্ছে আছে। খুব শীঘ্রই শুরু করে দেবো ইনশাআল্লাহ
আপনাদের এই উৎসাহিত করা মন্তব্যগুলো আমার লেখার অনুপ্রেরণা। তাই আগপাছ কিছু না ভেবেই যা পাই তাই লিখে যাই।
চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা সহ ঈদের শুভেচ্ছা রইলো ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সাবিনা ইয়াসমিন
তিনি মহারাজ, বিরাজ করেন পাঠকের মননে, লেখকের কলমে 🙂
মহারাজকে যথার্থ রুপেই তুলে ধরেছেন।
শুভেচ্ছা ও শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো আপু। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
দালান জাহান
আমার কাছে মনে হয়েছে
ছাইরাছ হেলাল ভাই অনুভূতি প্রবল মানুষ। তার লেখায় আমরা এই পরিচয় পাই তার পর্যবেক্ষণ ক্ষমতা লেখা পড়ে বোঝা যায় কতোটা প্রকট। আর তিনি লেখার খুব কাছাকাছি এসে মন্তব্য করতে পারেন। আমার জানামতে এ শক্তি সবার থাকে না।
সুরাইয়া পারভীন
একদম সঠিক বলেছেন
অনেক অনেক ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
তৌহিদুল ইসলাম
হেলাল ভাইকে নিয়ে লেখার জন্য আপনাকে ধন্যবাদ আপু। আমি হয়তো এতো সুন্দর করে লিখতে পারতাম না। আপনারা দুজনাই নিজেদের জায়গায় এক অনন্য স্থানে অবস্থান করছেন।
শুভকামনা রইলো।
সুরাইয়া পারভীন
কি যে বলেন ভাইয়া
আপনি অবশ্যই আমার চেয়ে কয়েকশ গুন ভালো লিখতে পারতেন। অনেক অনেক কৃতজ্ঞতা রইলো
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়