ঠিক এগারো মাস ছাব্বিশ দিন আগে ব্লগে তার প্রথম পোস্ট মন্দাকিনী মেয়ে এইতো সেদিন এলেন আমারই অনুরোধে। সময় কিভাবে বয়ে যায়! ভাবতেই অবাক লাগছে তিনি এতো এতো ব্যস্ততার মাঝেও সোনেলায় লিখে যাচ্ছেন গত প্রায় বছর খানেক। তার একটি লেখা খুঁজতে গিয়ে তাজ্জব বনে গেলাম । বছরপূর্তি আগত সেইসাথে হাফ সেঞ্চুরি পার করলেন ‘ ‘ইতি পিতাঃ একটি চিঠি! পোস্টের মাধ্যমে। তার প্রতিটি লেখার ভাব, আবেগ, শব্দচয়ন, অলংকরণ, উপস্থাপনার বহিঃপ্রকাশে মুগ্ধ হয়নি এমন পাঠক কমই আছে। তার অনেক লেখা, গুনের সাথে আমার সাক্ষাৎ হয়েছে সৌভাগ্যের জোরে। কি কবিতা, কি গল্প, কি ছবি আঁকা, কি ফটোগ্রাফী! সবকিছুতেই তার অবাধ বিচরণ এবং সেটা পরিপূর্ণতার সাথেই এগিয়ে নিয়ে যাচ্ছেন।

কেন লিখি তার কোন বিশেষ কারণ নাই। ইচ্ছা হয় তাই লিখি! এটি তার প্রোফাইলের স্ট্যাটাস। তিনি কারণ ছাড়াই লিখে যান তবুও প্রতিটি লেখা যেন প্রাণবন্ত, অসাধারণ!

সৌবর্ণ বাঁধন
নিবন্ধন করেছেনঃ ১১ মাস ২৬ দিন আগে
পোস্ট লিখেছেনঃ ৫০টি
মন্তব্য করেছেনঃ ৩৯৫টি
মন্তব্য পেয়েছেনঃ ৬১১টি

আগত বর্ষপূর্তির জন্য অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা রইলো। তার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।

 

ছবি-গুগল

৬৮২জন ৪২৯জন
0 Shares

৩৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ