
ঠিক এগারো মাস ছাব্বিশ দিন আগে ব্লগে তার প্রথম পোস্ট মন্দাকিনী মেয়ে এইতো সেদিন এলেন আমারই অনুরোধে। সময় কিভাবে বয়ে যায়! ভাবতেই অবাক লাগছে তিনি এতো এতো ব্যস্ততার মাঝেও সোনেলায় লিখে যাচ্ছেন গত প্রায় বছর খানেক। তার একটি লেখা খুঁজতে গিয়ে তাজ্জব বনে গেলাম । বছরপূর্তি আগত সেইসাথে হাফ সেঞ্চুরি পার করলেন ‘ ‘ইতি পিতাঃ একটি চিঠি! পোস্টের মাধ্যমে। তার প্রতিটি লেখার ভাব, আবেগ, শব্দচয়ন, অলংকরণ, উপস্থাপনার বহিঃপ্রকাশে মুগ্ধ হয়নি এমন পাঠক কমই আছে। তার অনেক লেখা, গুনের সাথে আমার সাক্ষাৎ হয়েছে সৌভাগ্যের জোরে। কি কবিতা, কি গল্প, কি ছবি আঁকা, কি ফটোগ্রাফী! সবকিছুতেই তার অবাধ বিচরণ এবং সেটা পরিপূর্ণতার সাথেই এগিয়ে নিয়ে যাচ্ছেন।
কেন লিখি তার কোন বিশেষ কারণ নাই। ইচ্ছা হয় তাই লিখি! এটি তার প্রোফাইলের স্ট্যাটাস। তিনি কারণ ছাড়াই লিখে যান তবুও প্রতিটি লেখা যেন প্রাণবন্ত, অসাধারণ!
সৌবর্ণ বাঁধন
নিবন্ধন করেছেনঃ ১১ মাস ২৬ দিন আগে
পোস্ট লিখেছেনঃ ৫০টি
মন্তব্য করেছেনঃ ৩৯৫টি
মন্তব্য পেয়েছেনঃ ৬১১টি
আগত বর্ষপূর্তির জন্য অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা রইলো। তার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।
ছবি-গুগল
৩৯টি মন্তব্য
হালিমা আক্তার
অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো ব্লগার সৌবর্ণ বাঁধনের প্রতি। শুভ কামনা অবিরাম।
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক অভিনন্দন আপনাকে প্রথম মন্তব্যের জন্য। ধন্যবাদ আপু ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর
সৌবর্ণ বাঁধন
অনেক অনেক শুভকামনা সতত প্রিয় ব্লগার।
রেজওয়ানা কবির
শুভেচ্ছা এবং অভিনন্দন।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপনাকে। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা
সৌবর্ণ বাঁধন
শুভকামনা অনিঃশেষ।
আরজু মুক্তা
ওনার শব্দচয়ন আমাকে বরাবরি মুগ্ধ করে। থাকলো তার জন্য শুভ কামনা।
আর আপনাকে ও অফুরন্ত শুভেচ্ছা।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
সৌবর্ণ বাঁধন
সবসময় উৎসাহ দেয়ার জন্য অনেক বেশি কৃতজ্ঞতা। আপনার সাহিত্যের জ্ঞানের প্রতি মুগ্ধতা রইল আপু।
নিতাই বাবু
পঞ্চাশতম পোস্টের জন্য ব্লগার “সৌবর্ণ বাঁধন”কে শুভেচ্ছা ও অভিনন্দন। সেইসাথে পোস্ট প্রেরণকারী “সুপর্ণা ফাল্গুনী” দিদিকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি। শুভ ব্লগিং।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা। পাশে থাকার জন্য কৃতজ্ঞ। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা রইলো
সৌবর্ণ বাঁধন
অনেক অনেক শুভকামনা জানবেন।
প্রদীপ চক্রবর্তী
বাঁধন দাদার প্রতি একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
এছাড়া উনার লেখার উত্তরোত্তর সফলতা কামনা করি।
.
ধন্যবাদ জানাই সুপর্ণা দিদিকে এত সুন্দর করে শুভেচ্ছা পোস্ট জানানোর জন্য।
সুপর্ণা ফাল্গুনী
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পাশে থাকার জন্য কৃতজ্ঞ। অফুরন্ত শুভকামনা রইলো
সৌবর্ণ বাঁধন
শুভকামনা সবসময়।
মনির হোসেন মমি
মাত্র ১১ মাসে হাফ সেঞ্চুরী।অভিনন্দন এবং শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
সেটাই ভাইয়া, আমি নিজেই অবাক হয়ে গেছি। মনে হলো সেদিনই তো এলো। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। পাশে থাকার জন্য কৃতজ্ঞতা
সৌবর্ণ বাঁধন
শুভকামনা জানবেন প্রিয় ব্লগার।
ছাইরাছ হেলাল
অবশ্যই অবশ্যই শুভেচ্ছা তাঁকে।
আপনাকেও অভিনন্দন সুন্দর করে জানানোর জন্য।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া আমি চেষ্টা করেছি তার জন্য শুভেচ্ছা বার্তা তৈরি করার জন্য। কতটা ভালো হয়েছে জানিনা। আপনার অনুপ্রেরণা ও আশীর্বাদে সিক্ত হলাম নতুন করে। অফুরন্ত শুভকামনা রইলো
সৌবর্ণ বাঁধন
অনেক ধন্যবাদ জানবেন শ্রদ্ধেয় ব্লগার। শুভকামনা জানবেন সতত।
সুরাইয়া পারভীন
অর্ধশত পোস্টের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো সেই সাথে শততম পোস্টের আগামী অভিনন্দন জানিয়ে রাখছি।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই
এভাবেই সবাইকে সোনেলায় বেঁধে রাখুন❤️❤️
সৌবর্ণ বাঁধন
অনেক অনেক ধন্যবাদ জানবেন সুপ্রিয় ব্লগার।
সুপর্ণা ফাল্গুনী
আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে। পাশে থাকার জন্য কৃতজ্ঞ। অফুরন্ত শুভকামনা রইলো
সৌবর্ণ বাঁধন
অনেক ধন্যবাদ সুপর্ণা দিদিকে। সবাই বলে আমি নাকি সহজে বিস্মিত হইনা, তবে আজকের এই পোস্টে সত্যিই অভিভূত হলাম। এখানের যারা লিখেন, লেখাগুলো পড়েন তাদের সবার মাঝেই আবহমান বাংলার চিরন্তন সারল্য, আতিথেয়তা বোধ, স্নেহপরায়ণতা আমাকে মুগ্ধ করেছে অনেক। এই ব্লগটাকে দেখে আমার মনে হয়েছে আমাদের শ্বাশত সংস্কৃতির ক্ষুদ্র কিন্তু পূর্নাংগ সংস্করণ। এখানে বাংলাকে খুঁজে পাওয়া যায়, তার ভাষার প্রবাহমানতাকে অনুভব করা যায়, সর্বোপরি এই হাজার বছরের জনপদের চিরায়ত মানুষগুলোকে চেনা যায়। সোনেলার প্রতি অনিঃশেষ ভালোবাসা রইল।
সুপর্ণা ফাল্গুনী
তোমাকে অভিভূত করাতে পেরে খুব ভালো লাগছে ভাই। এ আমার পরম পাওয়া। আশা করি খুব শীঘ্রই শততম পোস্ট এর শুভেচ্ছা বার্তা দিতে পারবো। ঈশ্বর মঙ্গল করুন। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো
সাবিনা ইয়াসমিন
সৌবর্ণ বাঁধন এর পঞ্চাশতম পোস্টের জন্য অনেক অনেক অভিনন্দন। তিনি সোনেলা উঠোনের নিভৃতচারী ব্লগার, কিন্তু তার প্রতিটি কবিতায় শব্দের বৃষ্টি ঝরে।
নিরন্তর শুভেচ্ছা ও শুভ কামনা রইলো।
আপনাকে ধন্যবাদ সুপর্ণা। ব্লগ /ব্লগারদের প্রতি আপনার আন্তরিকতা সত্যিই অতুলনীয়।
ভালো থাকুন, শুভ কামনা অনেক অনেক 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। আপনাদের অনুপ্রেরণা ও ভালোবাসা ই আমার সবথেকে বড় পাওয়া। অফুরন্ত শুভকামনা রইলো
সৌবর্ণ বাঁধন
অনেক অনেক ধন্যবাদ জানবেন আপু। একটা অদেখা স্নেহে জড়িয়ে রেখেছেন ব্লগকে আপনারা।
রোকসানা খন্দকার রুকু
শুভেচ্ছা জানাতে অনেক দেরী করে ফেললাম প্রিয় ব্লগারকে। মাঝে মাঝে আমি অবাক হই একজন ডাক্তার অথচ তার সাহিত্যে কি অসাধারণ টান, অনুরাগ যা বরাবরই শ্রেষ্ঠ।
ভালো লাগা থাকে বলেই শতব্যস্ততার মাঝেও লিখে যাচ্ছেন। আমাদের সমৃদ্ধ করছেন এ জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। লিখুন মন খুলে। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ঠিক বলেছেন আপু ডাক্তার হয়েও সে সাহিত্য-সংস্কৃত অঙ্গনে অসাধারণ, অনবদ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য। অফুরন্ত শুভকামনা রইলো
সৌবর্ণ বাঁধন
একরাশ শুভকামনা ও অশেষ কৃতজ্ঞতা।
জিসান শা ইকরাম
ব্লগার সৌবর্ণ বাঁধনকে পঞ্চাশতম পোষ্টের মাইল ফলক স্পর্শের জন্য আন্তরিক শুভেচ্ছা।
তাঁর প্রতিটি লেখাই অত্যন্ত মান সম্পন্ন।
এমন একজন গুনী লেখক সোনেলায় আছেন, এটি অবশ্যই আমাদের গর্ব।
তিনি যে নিজের মনের আনন্দের জন্য লিখছেন, তা আমি বুঝতে পারি।
আশা করবো, তিনি যেন খুব দ্রুতই শততম পোষ্টের মাইলফলক স্পর্শ করেন।
শুভ কামনা।
সৌবর্ণ বাঁধন
অনেক শ্রদ্ধা জানবেন শ্রদ্ধেয়জন। যে অশেষ স্নেহ আপনারা দেখিয়েছেন তার জন্য কৃতজ্ঞ। শুভকামনা রইল।
জিসান শা ইকরাম
তোমাকে ধন্যবাদ ছোটদি, সহ-ব্লগারকে নিয়ে এমন পোষ্ট দেয়ায়।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা ভাই। হ্যাঁ ওর লেখা অনেক উচ্চ মানের এবং ওযে মনের আনন্দে লেখে এটাই ওর লেখার সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দেয়। ভালো থাকুন সুস্থ থাকুন। ঈদের শুভেচ্ছা রইল
দালান জাহান
এগিয়ে যান। অভিনন্দন ও শুভকামনা রইলো আপনার জন্য।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। অফুরন্ত শুভকামনা রইলো
সৌবর্ণ বাঁধন
শুভকামনা জানবেন সবসময়।