
ভালোবাসা, প্রেম, ভক্তি ভালো কিন্ত আপনি যদি কাউকে অতি ভালোবাসেন তার ভোগান্তিও কিন্তু অনেক। মন পোড়াবেন, দেহ পোড়াবেন, কষ্ট- যন্ত্রনা সব পাবেন তবুও ভালোবেসেই যাবেন। আমি কিছু মানুষকে এমন ভালোবাসি বলে নিজের উপর মাঝে মাঝে বিরক্ত হই তবুও এ কাজটিই মনোযোগ দিয়েই করি।
সাধারণত গ্রাম/ মফস্বলের বাড়িতে নিজেদের খাওয়ার জন্য ফলমূলের গাছ থাকেই। আমাদেরও মোটামুটি সব ফলের গাছই আছে। সারাবছর এগুলো ছেলেমেয়ের বাড়িতে পাঠানো মায়ের কাজ। আর এ দায়িত্ব নিষ্ঠার সাথে আমাকেই বহুবছর যাবত পালন করতে হচ্ছে। দায়িত্ব মাঝে মাঝে কষ্টকরও হয় তবুও মাকে ভালোবাসি মুখে না বলতে পারি না।
সিলেটে আম পাঠানো শেষ এবার মা ছেলের বাসায় আম পাঠাবেন। কিন্তু আম ছিঁড়ে দেবে এমন লোক নেই। খলিল ভাই দুদিন কাজে আসে না। মা অস্থির হয়ে অবশেষে আমাকেই গাছে ওঠার নির্দেশ দিলেন। মায়ের কথা অমান্য করার সাধ্য আমার নেই। তাছাড়া গাছে উঠে হাত ভাঙ্গার রেকড্ও আমার আছে। এখন বয়স হয়েছে তবুও ছোট গাছ দেখে বিসমিল্লাহ বলে উঠলাম।
আম ছেঁড়ার প্রায় শেষের দিকে ঘাড়ে কি যেন কামড় দিলো। খেয়াল করলাম আমি মৌমাছির চাকে গুতা মারছি এবং তারা আমার দিকেই ধেয়ে আসছে। নামতে নামতেই পরপর তিনটা মাছি কামড় দিলো। আমি কোনমতে নেমে ও বাবা গো, মা গো অবস্থা।
যাই হোক, ব্যথার ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছি। সকাল বেলা উঠে দেখি কান, মাথা, গাল ফুলে চোখ বন্ধ হবার অবস্থা হয়েছে। আপনারা বুঝতেই পারছেন চেহারা দেখার মতো হয়েছিলো। আমি ছোট আয়নায় নিজেকে করুন হয়ে ঘুরে ফিরে দেখছি। তাছাড়া আমার বাইরে যাওয়াও ভীষন জরুরী।
আমার এমন অবস্থা অথচ মা মিটিমিটি হাসছে! চা খেতে খেতে শুনলাম তিনি আমেনা বুয়াকে বলছেন, ‘ উমম, স্টাইল আর ফ্যাসানের বারোটা বাজছে। মুখ দেখানোর জো নেই। অনেকদিন বাইরে যেতে পারবে না।’
আমি তার দিকে তাকাতেই বললো, ‘ ঠিক হবে সমস্যা নেই। সুরা পড়ে দিচ্ছি। কেউ কারও দুরাবস্থায় এমনে মজা নেয় এবং এটাও যে ভালোবাসা ভেবেই হাসলাম।
কুমিলার লোক আনস্মার্ট, চাষা শুধু ভাত পছন্দ করে। এজন্য মোটা, ফলমূলসহ ভালো খাবার খাওয়া শেখেনি। বিরাট বড় ভূল হয়েছে কুমিল্লার মানুষ বিয়ে করা। তার বাপ এমন ছিলো, সেও এমন শুধু ভাত খায়- এগুলো মায়ের কথা। আমাকে শুনিয়ে শুনিয়ে প্রায়ই বলে। মূলত আমরা কুমিল্লার মানুষ। দাদা রংপুরে বিয়ে করেছে বলে আমরা এদিকে সেটেল। তো আমি তার মতো চুকুর- মুকুর খাবার সবসময় খাই না। তিনি ভাত দেখলেই কাঁদেন কিন্তু অন্য জিনিসে সারাদিন চলেন। আর এসিডিটির ওষুধ খেতেই থাকেন।
যাই হোক মায়ের এমন অপমানের কারন আম কম খাচ্ছি। খাবো ক্যামনে আমে যে পোকা। তবুও মায়ের কথা এবং আমি মোটামুটি কানা মানুষ তাই চশমা পরেই আম খাচ্ছি।
মা হঠাৎ বললো, ‘ খাবারের সময় চশমা পরার কি দরকার। চোখের একটা আরামের ব্যাপার আছে না।’
কথা ঠিক। মা কেটে দিচ্ছেন আমি চশমা খুলে আম খাচ্ছি। হঠাৎ ঠোঁটের পাশে সুরসুর করছে। কি ঘটনা, হাতে নিয়ে দেখি জলজ্যান্ত আমের সাদা পোকা ঠোঁটের পাশে হেঁটে বেড়াচ্ছে।
মুহুর্তেই আমার বমি শুরু হলো। আমি বমি করছি আর মা বলছে, ‘ ঈশ্ চশমা খুলে খাওয়ার বুদ্ধি দিলাম যাতে চোখে না দেখে পোকা সহ খায়। ক্যামনে যে টের পাইলো। আর আম খাওয়ানো গেলো না।‘
প্লান পুরাই ফেল হবার চিন্তায় তিনি অস্থির আর আমি বমি করে অস্থির। ভাবছি, আমার মতো একটা তরতাজা আধবুডো মেয়েকে নিয়ে তার কতো চিন্তা। শুধু আমি না সব ছেলেমেয়েকে নিয়েই তিনি ভাবেন। আমরা কখন শুকাই, কখন কালো হই, কখন ফ্যাকাশ হই তাই নিয়ে উদ্বিগ্ন থাকেন। অথচ তাঁর নিজের শরীরে যে শুধু হাড্ডি আর চামড়া তার বিন্দুমাত্র খোঁজ নেই!
ছোট বেলা থেকেই মা আমাদের ভাত কম স্বাস্থ্যসম্মত খাবারের ব্যাপারে সচেতন ছিলেন। যেমন- দুধ, কলা, ডিম এবং এমন গান, কবিতা শুনিয়ে ঘুম থেকেও ওঠাতেন। “বাবা- মাঁই ওঠো দুধ বাতাসা পিয়া কারো, যুগ যুগ জিয়া কারো।”
আমরাও চাই হাজার বছর বাঁচুক এবং ভালো থাকুক পৃথিবীর সকল মমতাময়ী, স্নেহময়ী মায়েরা।যাঁরা আমাদের আগলে রাখেন ছোট্ট বুকের ভেতর আজীবন! আর আমরাও সবাই যেন শেষ বয়সে তাদের মা- বাবা হয়ে উঠি। সবাইকে শুভ রাত্রি!!!!
ছবি- নেটের
১৫টি মন্তব্য
আরজু মুক্তা
আমার কিন্তু হিংসা হচ্ছে। কখন আবার বাসে চড়ে আপনার বাসায় চলে গিয়ে ভাগ বসাই।
সব মা ই এমনি।
ভালো থাক আপনার মা এবং আপনি। শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু
চলে আসেন কোন সমস্যা নেই। আমার মা আমার ফ্রেন্ডরা এলেও এমনি করে। শুভ কামনা ও ভালোবাসা রইলো।
ছাইরাছ হেলাল
মায়েরা বেঁচে বর্তে থাকুন হাজার বছর,
মৌমাছি-কামড় ফলাফলের ছবি না-দেখলে বানিয়ে বলা গল্প গল্প ভাব থেকেই যাবে!!
রোকসানা খন্দকার রুকু
হুম মানসম্মানটা খোয়াই আরকি! কি যে অবস্থা ছিলো। কেউ বানিয়ে বলা মনে করে নিলেও ছপি দিমুনা।
জিসান শা ইকরাম
মৌমাছির কামড়ে চোখ মুখ ফুলে ঢোল হয়ে যায়, আমার অভিজ্ঞতা আছে এর কামড় খাবার।
মা এর কথায় মজা পেয়েছি খুব।
পোকা সহ আম খাওয়ানোর পরিকল্পনা বাস্তবায়ন মা করতে পারলেন না, হা হা হা হা।
মা এর আচরণে শ্নেহের পরশ।
পৃথিবীর সমস্ত মা ভালো থাকুক।
শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু
মা খুব মজার এবং হাসির কান্ড করে। ধন্যবাদ ভাইয়া।
সুপর্ণা ফাল্গুনী
ইস রে এই ল্যাদা পোকা আমি অসম্ভব ভয় পাই আর ঘেন্নাও লাগে। আমি হলে সহজে আর কিছু মুখে দিতে পারতাম না, কিছু খেতে গেলেও খালি ওটার কথা মনে হতো। এসব কেন যে বিধাতা সৃষ্টি করলো?? মৌমাছির কামড় খেয়ে ঢোল হওয়াটা দেখতে ইচ্ছে করছে। একবার পিচ্চিকালে বাড়িতে গিয়ে জামরুল খেতে গিয়ে জামরুলে থাকা মাইজলির কামড় খেয়ে আমার গালের একপাশ ফুলে গেছিলো , সবাই কত হাসাহাসি করেছে। 😭😭😭😭এখনো মনে পড়ে। এমন দুষ্টু-মিষ্টি মায়েরা ভালো থাকুক।
রোকসানা খন্দকার রুকু
এই পোকা আসলেই জঘন্য। সাদা সাদা ঘুরে বেডায় আমের ভেতর। ধন্যবাদ দি ভাই।।।
তৌহিদুল ইসলাম
মৌমাছির কামড়ের যে কি জ্বালা তা আমি জানি। আপনি বড্ড দস্যি মেয়ে কিন্তু! ভালো থাকুক পৃথিবীর সকল মায়েরা।
কুমিল্লার দিকের আপনারা?
রোকসানা খন্দকার রুকু
হ্যাঁ ভাইয়া দাদাবাডি কুমিল্লা কিন্তু দাদী রংপুরের মেয়ে বলেই আমরা এদিকে। ধন্যবাদ ও শুভকামনা।
তৌহিদুল ইসলাম
এইবার বুঝলাম
হালিমা আক্তার
গাছে ওঠা। আম পাড়া। মৌমাছির কামড় খাওয়া। মায়ের মমতা। ভালো লাগলো। কুমিল্লার লোক আনস্মার্ট এটা মানতে পারলাম না।যদিও আমি কুমিল্লার নই। তবে কুমিল্লার লোক পরিশ্রমী। শুভ কামনা অবিরাম।
রোকসানা খন্দকার রুকু
মা খ্যাপায় বুঝলেন। ধন্যবাদ ও ভালোবাসা রইলো আপু।
মনির হোসেন মমি
পরিবারে সন্তানদের সাথে মা বাবার বন্ধুত্বসুলভ আচরণ সন্তানদের মানষিক শক্তি বৃদ্ধি করে।আসলে আমাদের পোকা খেলেও হজম হয় সমস্য্যা হয়না। চমৎকার ।।
রোকসানা খন্দকার রুকু
হা হা হা। পোকা খেলেও হজম হয় তাহলে তো খুবই ভালো।
ধন্যবাদ ও শুভকামনা ভাইয়া।