লিখে রেখেছি/ফেলেছি অজস্র শব্দ
অক্ষরে অক্ষরে, আর-ও কত কী লিখতে
থাকবো বুননে বুননে, কে জানে!!

কাঁচ দেয়ালের আরশিতে রোদ বৃষ্টির আনাগোনা
মেঘেদের উঁকিঝুঁকি নিরন্তর,
জানালায় পাখি-ফুলের মনোরম কোলাহল
খুনসুটি, টানা বৃষ্টির মুখোমুখি;

মরুকরণের বিষণ্ণ নীরবতা এখানে ছুঁয়ে যায় না,
পাখিদের শিষে ঝুলে থাকে অ-নীরব কথামালা
ঘুঙুরের শব্দে শব্দে;

তবুও মানুশখেকো হারামি স্মৃতির শাপলারা
কড়া নাড়ে, দুলে ওঠা নোনা জলের ঘ্রাণে ঘ্রাণে;

ছবি নেটের।

৭৭২জন ৬৩৯জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ