
ছেলেটি কিছু বলতে চায়, কিন্তু কিসের যেন বাঁধ ঠোঁটের প্রাচীর ঘিরে রাখে!
অন্তরিন্দ্রিয়ের বালুকাবেলায় নূপুরের ঝঙ্কার ঘুমন্ত আকাঙ্ক্ষার জাগরণ ঘটায়;
ক্ষুধার্ত নিদ্রাদেবী আলস্যতা কেটে বেড়িয়ে আসতে চায়
তোমার প্রেমের সুধায়।
অনামিকার বন্ধনে আবদ্ধ হতে চায় অনন্ত-যাত্রায়- তোমার আমন্ত্রণপত্রের আহ্বানে;
তোমার ঠোঁটের নিষেধাজ্ঞা ভেঙে সমন জারি করতে চায়-অধরের আলিঙ্গনে একত্রিত হবার।
তোমার চারপাশের ব্যারিকেড জ্বালিয়ে তোমাতেই বন্ধন পেতে চায়;
দশ নম্বর মহাবিপদ সংকেত ডিঙ্গিয়ে বাসনার সুনামিতে হারিয়ে যেতে চায়-
তোমার শাড়ির অগোছালো আঁচলে নীলপদ্ম হয়ে জড়াতে চায়।
তোমার দূরন্ত, এলোমেলো মেঘের ঘনঘটায় বৃষ্টির ফুল হয়ে ফুটতে চায় জেদী প্রেমিক।
মেয়ে , তুমি তোমার দু’হাত পাখির ডানার মতো প্রসারিত করে বরণ করে নাও- তাকে।
ছবি-গুগল
১৪টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর অব্যক্ত ভালোবাসা
যা গড়ে অন্তরে বাসা
জীবনটা করে রাখে স্বপ্ন আশায় খাসা।
সুন্দর কথাকলি ও উপমার সামহারে হৃদয়ছোঁয়া নিবেদন।
মুগ্ধতায় শুভ কামনা রেখে গেলাম চিরন্তন।
সুপর্ণা ফাল্গুনী
প্রথম মন্তব্যের জন্য অফুরন্ত অভিনন্দন ও শুভকামনা রইলো। অসংখ্য ধন্যবাদ কবি।
আলমগীর সরকার লিটন
অসাধারণ এক রোমান্টিক মনভাব প্রকাশ কবি দিদি অনেক শুভেচ্ছা রইল
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ কবি ভাইয়া। ভালো থাকুন নিরাপদে থাকুন
রোকসানা খন্দকার রুকু
আহা এমন করে যদি সত্যিই কেউ চায়? তবে কার সাধ্য তাকে ফেরানোর!!! রোমান্টিক কবিতা। মেয়ে রাজী হয়ে যাক তারাতারী। আর রোমান্টিক কবির জন্য ভালোবাসা ও শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা। সুন্দর মন্তব্যের জন্য অফুরন্ত ভালোবাসা
আরজু মুক্তা
এমন চাওয়া চালু থাক। আর মেয়ে রাজি না হয়ে যায় কোথায়?
রোমান্টিক কবিতায় মুগ্ধতা রেখে গেলাম
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
হালিমা আক্তার
এতো সুন্দর রোমান্টিক আহবানে নিশ্চয়ই সাড়া দিবে। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। পাশে থাকার জন্য কৃতজ্ঞ। ভালো থাকবেন সবসময় শুভ কামনা নিরন্তর
জাহাঙ্গীর আলম অপূর্ব
ভালোবাসার কথা বলা অতি সহজ নয়।
শুভকামনা রইল
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
ছাইরাছ হেলাল
হ্যা হ্যা, লকডাউনে হাত এমন করেই প্রসারিত করতে হবে।
তবে সামান্য নিয়ম মেনে।
আর লেখা তো খুঁজে পাচ্ছি না!! ঘটনা কী!!
সুপর্ণা ফাল্গুনী
আপনি ও তো ফাঁকি দিচ্ছেন ইদানিং। এটা কি ঠিক? লকডাউনে হাত সংকুচিত করতে বলা হচ্ছে , নিয়ম মেনে কতক্ষণ আর এসব মানা যায়? ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম