
ব্যস্ত শহর! ঠাস বুনোটের ভীড়ে স্বপ্ন খুঁজে ফেরা এই আমি;
জন্মান্ধ বিকেলটা আমায় করে স্মৃতিকাতর,
একাকী নির্জনে হারিয়ে যেতে মন চায় শঙ্খচিলের ডানায়।
ঘাসফড়িংয়ে সবুজের পতাকা ঢেকে দেয় আজন্ম কুসংস্কার;
বেঁচে থাকার লড়াইয়ে অবতীর্ণ হয়েছে পাপ-পূণ্য;
মনের কেনাবেচায় আটপৌরে কথোপকথন কয়েদখানায় বন্দী।
স্বপ্নবিলাসী আমি পথ খুঁজে ফিরি অচেনা আঁধার-সজ্জায়;
বাতিঘর হয়ে ঠাঁয় দাঁড়িয়ে আছে প্রাচীন জ্যোৎস্না-স্নাত চন্দ্রক।
হেম-পেয়ালায় চুমুক দিয়ে আসঙ্গ খুঁজে ফেরা এই আমি;
মিথ্যা বাসনায় পথ-হারা পথিক- তন্ন তন্ন করে নীলপদ্ম খুঁজে ফিরি মনের আকন্ঠ অমৃত সুধায়।
ঝরা-পাতায় বিচ্ছেদের অনল দহনে অভিলাষী অন্তরিন্দ্রিয়;
মেঠোপথ ধরে লাশের মিছিল অজ্ঞাতনামার পোস্টাল কোডে।
ছবি-গুগল
২৮টি মন্তব্য
জাহাঙ্গীর আলম অপূর্ব
অসাধারণ লিখেছেন কবিতা খানি।।
শুভকামনা রইল।।।
সুপর্ণা ফাল্গুনী
প্রথম মন্তব্য করার জন্য অভিনন্দন ও ধন্যবাদ। ভালো থাকুন সুস্থ থাকুন
আরজু মুক্তা
এভাবে খুঁজতে খুঁজতে হয়তো মিলিবে।
শুভ কামনা।
কবিতা আগের মতো লিখছেন না কেনো?
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। আপু একটু ব্যস্ত সময় পার করছি। লেখার জন্য সময়টা গোছাতে পারছি না।
সাবিনা ইয়াসমিন
বেঁচে থাকার লড়াইয়ে স্বপ্ন গুলোই একমাত্র অবলম্বন।
স্বপ্নের মেদুরতা সময়কে আগুপিছু করে দেয়, ভাবায় আর ভাবনায় ডুবিয়ে রাখে ক্ষনিকের পাপপুণ্য রোজনামচা থেকে।
শুভ কামনা রইলো, আরও লিখুন 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার মন্তব্য এর জন্য অজস্র ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ❤️❤️। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
হালিম নজরুল
চমৎকার শব্দমালার চমৎকার বুনন।
সুপর্ণা ফাল্গুনী
ওমা এ কার মন্তব্য!!! ভাইয়া অ-নে-ক অনেক দিন পর আপনার মন্তব্য পেলাম, ব্লগে ফিরে পেয়ে কি যে ভালো লাগছে। অনেক অনেক মিস করি আপনার লেখা, আপনার মন্তব্য। ভালো আছেন নিশ্চয়ই। অফুরন্ত ধন্যবাদ ও শুভকামনা
হালিম নজরুল
ভীষণ ব্যস্ততায় কাটে দিন। আপনাদেরকে খুব মনে পড়ে। চেষ্টা করব সাথে থাকার।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন
স্বপ্নীল মেঘ
ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ।
এই টানাপোড়েনের সংসারে নির্জনতা এক বিরাট বড় মনের খোরাক।
এতে নিজেকে চেনা যায়। নিজের অপূর্ণতা দিয়ে সাজিয়ে তুলা যায় এক সমুদ্র দুঃখের পাহাড়। আত্ম-আলাপচারিতায় সময় বয়ে যায় পাখির মতোন।
ভালো থাকুন। খুব বেশি মন খারাপ হলে নির্জনতা অবলম্বন করুন। শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
আপনার সুন্দর মতামতের জন্য অজস্র ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর
প্রদীপ চক্রবর্তী
ফেরারি স্বপ্নে অনেক স্মৃতি ফুটে উঠে।
অথচ সে স্বপ্নে আর ফেরা হয় না।
সবকিছু আজকাল ব্যস্ততায় ঘিরে ধরেছে।
.
যথার্থ লেখনী, দিদি।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা অবিরাম
পপি তালুকদার
ব্যস্ত শহর ব্যস্ত শহরের মানুষগুলো তারি মাঝে অস্থির চোখ দুটি খুঁজে ফিরে স্বপ্নময় ভুবন!
হঠাৎ হয়তো মিলে যাবে সেই স্বপ্ন……….. ….
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
হালিমা আক্তার
ব্যস্ত শহর ব্যস্ত আমরা। হাজারো ব্যস্ততার মাঝে স্বপ্নের পাপড়ি গুলি কখনো হয়ে যায় দিশেহারা। আমরা সেই স্বপ্নকে খুঁজে ফিরি। স্বপ্ন আমাদেরকে বাঁচিয়ে রাখে। বাঁচার নতুন স্বাদ জাগে। শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার মন্তব্যের জন্য কৃতজ্ঞ। ভালো থাকবেন নিরাপদে থাকবেন। অবিরাম শুভ কামনা রইলো
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর উপমায় সেলাইয়ে নকশিকাঁথা বুনন প্রিয় কবি।
অনন্য সুধার ধারা।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা সতত
জিসান শা ইকরাম
নীল পদ্ম যেন খুঁজে পায় কবি,
সুন্দর কবিতা।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
অজস্র ধন্যবাদ দাদা ভাই। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর
রোকসানা খন্দকার রুকু
ব্যস্ততার মাঝেওসুখ খুঁজে ফেরাই জীবন। তাতেই আনন্দ।
সুন্দর কবিতা দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
অজস্র ধন্যবাদ আপু 💓🌹। ভালো থাকুন নিরাপদে থাকুন। শুভ সকাল
ছাইরাছ হেলাল
একটুখানি লুকিয়ে আলতো করে
অপলক দেখা, নির্জনতার গভীরে,
আনন্দ ভ্রমণ আলিঙ্গনের শাখা সমুদ্রে;
জীবনের অজস্র প্রস্রবনের দুঃখ-কাতরতার
ঘৃণা-বধিরতায় যদি ধরা দেয়, মন্দ কী তাতে!!
সুপর্ণা ফাল্গুনী
কি চমৎকার মন্তব্য করেছেন। খুব ভালো লাগে এমন মন্তব্য। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
উর্বশী
জীবন নামের সংগ্রাম তরী নিয়ে বেয়ে চলার গতি ঠিক করে দেয় স্বপ্ন। লক্ষ্যে পৌঁছাতে সুখ দুঃখের ঘাটে ভিড়তেও হয়। তবুও স্বপ্ন সুখের ঠিকানা খুঁজে পাওয়াই আনন্দ।ভাল লাগলো। অসংখ্য শুভ কামনায় ভাল থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ধন্যবাদ আপনাকে অনুপ্রেরণায় রাখার জন্য নিয়মিত। ভালো থাকুন নিরাপদে থাকুন