
ওপড়ানো চোখের ভিক্ষুক ঠিকঠাক হেঁটে যায়
সময়ের প্রান্ত ধরে নির্বিঘ্নে, গলি, রাজপথ, আলপথ,
জীবনের অলিন্দ-নিলয়ে;
এ যেন তার পূর্ব পুরুষদের ভিটেমাটি,
চেনা মেঠোপথ।
এ যেন রূপ-কথার ডালিম কুমারের চির চেনা হাঁটা-পথ-ঘাট,
ঘুম এখানে নির্বিষ, রাক্ষস খোক্ষসের বাস এখানে নেই,
ছদ্মবেশী এক মুখো দু’মুখো সাপ-কোপ!
নাহ্, তা-ও এখানে নেই।
নীরবতার অন্ধ-প্রদীপ পান করে, আঁজলা আঁজলা সুখন পানি।
আলাদীনের প্রদীপ হাতে শূন্য যতি চিহ্নে।
ছবি নেটের।
১৭টি মন্তব্য
জাহাঙ্গীর আলম অপূর্ব
অসাধারণ লিখেছেন একান্ত অনুভূতি খানি।
শুভকামনা রইল।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ।
কামাল উদ্দিন
অতোটা সহজই যদি হতো দুনিয়া তাহলে তো কথাই ছিল না বড় ভাই, শুভ রাত্রী।
ছাইরাছ হেলাল
আসলেই আমরা এখন কঠিন সময় পার করছি,
ভাল থাকবেন আমাদের সাথে নিয়ে।
কামাল উদ্দিন
ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি বড় ভাই নিরন্তর……..
আরজু মুক্তা
বামন চিনতে পৈতা লাগে না। তবে, আলাদীন এর প্রদীপের মালিকও এখন চালাক। নাক ডেকে ঘুম দিয়েছে।
ছাইরাছ হেলাল
আপনি ঠিক বলেছে, আমাদের ডাক কেউ শুনছে-না,
তাই একটু ভিন্ন ভাবে ………………….”বক্ষ স্থিত অন্তরই অন্ধ হয়” বিধাতার কাছে আলোর প্রার্থনা করছি।
22:46
أَفَلَمْ يَسِيرُوا فِى الْأَرْضِ فَتَكُونَ لَهُمْ قُلُوبٌ يَعْقِلُونَ بِهَآ أَوْ ءَاذَانٌ يَسْمَعُونَ بِهَا ۖ
فَإِنَّهَا لَا تَعْمَى الْأَبْصٰرُ وَلٰكِن تَعْمَى الْقُلُوبُ الَّتِى فِى الصُّدُورِ
তারা কি এই উদ্দেশ্যে দেশ ভ্রমণ করেনি, যাতে তারা সমঝদার হৃদয় ও শ্রবণ শক্তি সম্পন্ন কর্ণের অধিকারী হতে পারে? বস্তুতঃ চক্ষু তো অন্ধ হয় না, কিন্তু বক্ষ স্থিত অন্তরই অন্ধ হয়।
ভাল থাকবেন আপনি সব সময়। আমাদের দোয়ায় রেখে।
হালিমা আক্তার
ডালিমকুমার আছে রাক্ষস খোক্ষস নেই্। ভালোই হলো রাজকন্যা কে জয় করার সহজ হয়ে গেল।
ছাইরাছ হেলাল
তা মন্দ বলেন-নি, সব কিছুই জয়ের আওতায় এসে যাবে।
ভাল থাকুন।
রোকসানা খন্দকার রুকু
আলাদিন, রাক্ষস, খোক্কস ভালোই।
শুভ কামনা সবসময়।
ছাইরাছ হেলাল
আপনার জন্য ও শুভ কামনা।
তৌহিদুল ইসলাম
চেনা বামুনের পৈতা লাগে না এটাই সত্য। যার মানে তারা মানবিক যারা মানে না তারা অমানবিক। সহজ হিসাব আমার কাছে।
দোয়া রাখবেন ভাইয়া।
ছাইরাছ হেলাল
পৈতা আসলেই ফ্যাক্টর!! চেনা বা অচেনায়।
ভাল থাকবেন ভাই।
সাবিনা ইয়াসমিন
অন্ধের কাছে পুরো জগতটাই পরিচিত
নিজ ঘরের মতো, চিরচেনা পথের মতো।
আলাদিনের প্রদীপ ঘসেও লাভ নেই, প্রদীপের দৈত্য অন্ধ চোখে ধরা দেয় না।
ছাইরাছ হেলাল
আপনি কৈতে চান, অন্ধ হৈলে দৈত্য চান্স নেই!!
ভাল থাকুন, রোজায় দ্বীনের পথে ( রোজা হাল্কা না হয়) থেকে।
সুপর্ণা ফাল্গুনী
কঠিন সময়ে কঠিন কবিতা। আলাদীনের প্রদীপ হাতে পেলেও লাভ নেই, নীরবতাই এখন সর্বশ্রেষ্ঠ পন্থা। ঈশ্বর সহায় হোন, সবার শুভবুদ্ধির উদয় হোক। শুভ কামনা নিরন্তর
ছাইরাছ হেলাল
যে যা বলুক আলাদীন আমাদের চাই ই।
সময় কঠিন লেখা তুলা তুলা।
ভাল থাকবেন।