অপেক্ষা

কামরুল ইসলাম ১৯ এপ্রিল ২০২১, সোমবার, ০৯:৩৫:০৫অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

 

চৈত্রের শেষ বিকেলে ও আমি

তোমার অপেক্ষায় ছিলাম

এভাবেই কেটে গেছে দুই যুগ

 

তবুও  অপেক্ষা কাটেনি এই আমার

হাজার বিকেলের স্মৃতিতে হয়েছি সমৃদ্ধ

সুর্যাস্তের মতো ডুবেছে অজস্র স্বপ্ন

তবুও থামেনি বুকের গহীনে স্বপ্নের চাষ

আমি ক্লান্ত হই,  আবার নির্যাস রাখি নতুনের প্রত্যাশায়

ছুটে চলি সম্ভাবনার উন্মাদনায়

বার বার আবৃত হই মরিচিকার মায়া জালে

গোধুলীর রং মাখি,  পরম বিষণ্ণতায়

তুমি আসবে বলেই,  আজও

অপেক্ষায় থাকি,  সকাল সন্ধ্যা দুপুর

প্রতিক্ষার ডানা ঝাপটিয়ে বিশ্বময় ।

 

রচনা কাল ঃ ১৩/০৪/২০২১

নারায়ণ গঞ্জ

১০৩৮জন ৯৫৫জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ