
স্তব্ধতার বাণ-ডাকা সময়ে এখন আর ভ্যাবাচেকা খাই না,
মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে শিখে গেছি প্রায়!
সুখ-দুঃখের বিকার-কে না-বলে-বলে।
কারণে অকারণে তন্ময়তাটুকু কেটে গেলে
হা-পিত্যেস করি না, চিৎকার চেঁচামেচি-ও-না
ধস্ততায় আকুল হতে হতে ঘাড় বেঁকিয়ে ভাবি
স্মরণে থাকুক, স্মরণে রাখুন, হে বিধাতা;
ঐ দূর-দূরান্তের নীলাকাশ আমার হবে,
আমিও নীলাকাশের, ব্যাঘ্র অসন্তোষগুলো গুলে খেয়ে।
ছবি নেটের।
১৮টি মন্তব্য
আরজু মুক্তা
বিপদ আমাদের অনেক কিছুই শেখায়।
ছাইরাছ হেলাল
অবশ্যই, এভাবে আল্লাহ আমাদের পরীক্ষা নেন।
ধন্যবাদ।
আরজু মুক্তা
অসন্তোষ মাটি চাপা পরুক। নীলাকাশ আরও স্বচ্ছ হোক।
আশায় আমাদের বাঁচিয়ে রাখে।
শুভ কামনা
ছাইরাছ হেলাল
চাপা পড়ে মরে যাক অসন্তোষ; আমরা ছবোরর চেষ্টা করতে থাকি।
নিরাপদে থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
আশা নিয়ে বাঁচি, আশা-ই বাঁচিয়ে রাখে। স্বচ্ছ নীলাকাশ ছুঁয়ে যাক সবার জীবনে। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন নিরাপদে থাকুন
ছাইরাছ হেলাল
ঠিক বলেছেন আশা-ই বাঁচিয়ে রাখে, আমরা বাঁচি।
আপনার লেখার অপেক্ষায় আছি।
ভাল থাকুন।
পপি তালুকদার
আসলে হাপিত্যেশ করেই লাভ কি? জীবন জীবনের নিয়মে চলে যায়…. ……….
কখনো কখনো মেনে নিতে হয় জীবনের কঠিন বাস্তবতা।
একমাত্র মহান সৃষ্টিকর্তাই ভরসা।
ছাইরাছ হেলাল
দেখুন ইচ্ছে করে হাপিত্যেশ করার কিছু নেই, এসে যায় নিজ নিয়মে।
হাহাকার বেড়িয়ে আসে নিজের অজান্তে।
তাই আমদের একমাত্র ভরসা, বিধাতার কাছেই সাহায্য চাই।
অনেক ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
সুবহানাল্লাহ, আপনি দেখি সে-ই রকম বিদ্যা শিখে যাচ্ছেন! আলহামদুলিল্লাহ শুনে খুশি হলাম। ইনশাআল্লাহ আকাশটা একদিন আপনার হবে, যেভাবে চান তেমন করেই পেয়ে যাবেন। দ্রুত আপনি সর্ব বিদ্যায় সার্টিফিকেট নিয়ে নিন। শিক্ষা চালু রাখুন মহারাজ।
আমাদেরও স্বরণে রাখুন, স্বরনীয় সব বর্ণ-বর্ননায়।
ছাইরাছ হেলাল
সব ই আপনি/আপনাদের সঙ্গ গুণ, শিখতেই আছি, দোলনা থেকে শুরু, শেষেও।
আপনাদের স্বরণ না করে উপায় তো দেখছি না।
দোয়ায় রেখে ভাল থাকুন।
ধন্যবাদ।
তৌহিদুল ইসলাম
মানুষ যখন ধাক্কা খেতে খেতে দেয়ালে পিঠ ঠেকে যায় তখন মন আপনাআপনি প্রতিকূলতার বিরুদ্ধে কঠোর হতে শিখে যায়। সৃষ্টিকর্তার দেয়া সব কিছুকেই তখন সহজভাবে গ্রহণ করতে পারি আমরা।
শুভকামনা ভাই।
ছাইরাছ হেলাল
সেটাই আসল কথা, আমরা যেন সব সহজ/কঠিন মেনে নিতে পারি, এটাই তাঁর কাছে প্রার্থনা।
ভাল থাকুন।
রোকসানা খন্দকার রুকু
অল্পতেই খুশি থাকা ভালো। এ মানুষরাই সুখী হয় বেশী। ভেবে নিতে দোষ কি নীল আকাশ আমার!!!
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
শুধু ভাবতে চাই, নিজের করেও পেতে চাই, ঐ ঐ নীলাকাশ।
শুভেচ্ছা আপনাকে।
হালিমা আক্তার
জীবন জীবনের মতো করে চলবে। হতাশ হয়ে কোন লাভ নেই। যা আছে তাই নিয়ে আলহামদুলিল্লাহ। শুভকামনা ।ভালো থাকবেন।
ছাইরাছ হেলাল
অবশ্যই আমাদের আলহামদুলিল্লাহ বলতে হবে, জীবন যখন যেমন।
ভাল থাকবেন।
জিসান শা ইকরাম
সব কিছুতেই সন্তুষ্ট হয়ে আলহামদুলিল্লাহ বলা খুবই কঠিন আসলে,
এখন হতে চেষ্টা করা হবে,
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
সময় সংকীর্ণ, ট্রাই করা শুরু করে দিন। যদিও খুব-ই কঠিন।
ধন্যবাদ।