
ইচ্ছে মত তেড়ে আসছে, যখন-তখন, হা রে রে করে,
ঘৃণা বিদ্বেষের বড় বড় লাল চোখে,
খেয়ে ফেলবে, খেয়ে দেব, এই মুহূর্তে, এই ক্ষণে;
লুটপাট হয়ে যাচ্ছে/করে নিচ্ছে, জীবন আর জীবিকা,
প্রকাশ্যে দিবালোকে ঝাঁপিয়ে পড়ে, করোনা-খেলার ভেক ধরে।
হাত ধুচ্ছি, হাত ধুচ্ছি, ধুচ্ছি আগে-পরে,
যদিও বন্ধ ছোঁয়া-ছুঁয়িই, ভেতরে বাহিরে;
একটু অক্সিজেন পেলে বেঁচে যাব, তাও পাচ্ছি না,
জীবাণু না অণুজীব! এখন একটু এগিয়ে জানছি, এ নাকি বাতাসি!!
তবুও চোখ বুজে মটকা মেরে ভাবি, ও-কিছু-না!
দেব/দিচ্ছি এক আয়েশি ঘুম, ঘুমে ঘুমে স্বপ্ন দেখি,
নাকে-মুখে-হাতে নল গুজে বসে আছি এম্বুলেন্সে,
এ হাসপাতাল থেকে অন্য হাসপাতালে, প্রবল কষ্ট-বুকে;
যদি মেলে ঠাই একটু আই ছি ইউতে, কারো তড়িৎ মৃত্যুতে!
আশে পাশে শুধুই ধর্ম-হুংকার, বণ্টন করে দিচ্ছে
নহর আর আগুনে কুপ, একচ্ছত্র আধিপত্যে;
আমরা যেন খেলাম কুচি, হাতের মোয়া ছুঁড়ে ফেলা
খেয়ে ফেলা, ব্যাপার-না-কোন, বিধাতা দেখেন সব-ই।
অসহায় দিন যায়
মৃতেরা সংখ্যা বাড়ায়;
২০টি মন্তব্য
তৌহিদুল ইসলাম
প্রতিদিন করোনায় মৃতের সংখ্যা দেখে ভয়ই লাগছে ভাই। স্বাস্থ্যবিধি মেনে চলার পরেও অজানা এক আশংকা মনে ভর করে থাকে। মনে হয় এরপরে কার পালা?
দোয়া রাখবেন ভাই।
ছাইরাছ হেলাল
আমাদের এখানেও অবস্থা ভয়াবহ,
সাবধানে থাকবেন, ভাই।
আমাদের ও দোয়ায় রাখবেন।
সুপর্ণা ফাল্গুনী
আগেরবার ভয় লাগেনি কিন্তু এবার আর নিজেকে স্বাভাবিক রাখতে পারছিনা করোনার নতুন থাবায়। মনে হচ্ছে যেকোনো সময় নাই হয়ে যেতে পারি। ভুলত্রুটি হলে ক্ষমা করে দিবেন সবাই। ভালো থাকবেন সতত শুভ কামনা নিরন্তর
ছাইরাছ হেলাল
ধুর!! কি না কী কন!!
বুড়োদের সিরিয়াল আগেভাগে তো।
পূজো দিন, তবে প্রসাদ বিতরণে আমাদের ও রাখবেন। ওই যে ব্রাম্মণ ভোজন।
ভাল থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
আজকাল বুড়োরা আগে মরে না , আশেপাশে প্রায়ই অল্পবয়সীরা চলে যাচ্ছে। হুম পূজো দিয়ে যদি মৃত্যুর আগমন আটকানো যেতো তাহলে তো কথাই ছিল না। তবুও পূজো দিবো। ব্রাহ্মণ ভোজন তো করাতেই হবে। আশীর্বাদ করবেন। আপনি ও ভালো থাকবেন সাবধানে থাকবেন
ছাইরাছ হেলাল
ভোজনের তালিকায় দু’একটি নামের জায়গা ফাঁকা রাখবেন। ব্রাহ্মণ যেত বাদ না পড়ে যায়।
ভাল থাকবেন।
সাবিনা ইয়াসমিন
হাসপাতালের দুয়ারে শুয়ে অপেক্ষা করছি কেউ একজন মরে যাক, তাহলেই ঐ জায়গা আমার!
আমার শেষ নিঃশ্বাসের অপেক্ষায় আছে অন্যকেউ!!
বেডরুমের নিরাপত্তা প্রহরীরা সাফ জানিয়ে দিয়েছে
দরজা জানালায় পেরেক ঠুঁকেও লাভ নেই,
নিতে হবে ফ্রী-ফ্রীতে-ই
বাতাসটা যে আমারই চাই!!
ছত্রভঙ্গ পঙ্গপাল খেয়ে দিলো/দিচ্ছে শান্তিচুক্তির যাবতীয় সনদ,
সাক্ষ্য সময়ে ফিরতে হবেই সম-সংখ্যায়, জোড়-বে-জোড়ে।
❝বিধাতা গ্রহণ করুন অসহায় আর্তি, সহায় হোন❞
ছাইরাছ হেলাল
কতটা ভয়াবহ অবস্থা ভাবতেই ভয়ে গা শির শিরে লাগে,
আমার বাঁচার জন্য অন্যের মৃত্যু কামনা করছি।
আমার পরিচিত একজন মারা গেল, কেউ কাছে থাকেনি, শুধু একজন মৃত্যু পর্যন্ত ছিল!!
আল্লাহ আর কত পরীক্ষা নেবেন এই অসহায় বান্দার!!
ভাল থাকুন, নির্মল বাতাস খাওয়ার ভান করে হলেও।
ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
বাতাস কেই এখন ভয়, এই গরমে উদার হওয়ার উপায় নেই। বাতাসি বান্ধব থেকে দূরে থাকার তরিকা বাৎলে দিন। আস্বস্ত হই 😇
ছাইরাছ হেলাল
সব তরিকা সবার জন্য না, তবে সাবধানতা লাগবে অবশ্যই।
নিরাপদে থাকুন।
সৌবর্ণ বাঁধন
অসহায় দিন যায়
মৃতেরা সংখ্যা বাড়ায়;- কয়েকটি শব্দে সমগ্র পৃথিবীর সাম্প্রতিক শিরোনাম দিয়ে দিয়েছেন। অসাধারণ মুন্সিয়ানা।
ছাইরাছ হেলাল
প্রকৃতি আমাদের কঠিনতম সময়ের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে।
ভাল থাকুন।
আরজু মুক্তা
না, মনে হয় এই বুঝি আমার পালা। খাঁচার বন্দি পাখি আমরা। অসহায়ত্ব আল্লাহ্ বুঝিয়ে দিচ্ছেন। সবকিছুই তাঁর কাছে হার।
হে আল্লাহ, সব ভালো কাজের বিনিময়ে এটা দূর করে দাও।
ছাইরাছ হেলাল
আমি বিধাতা কে বলি, কোন ভাল কাজ করিনি, তাও ক্ষমায় রাখুন।
তাঁর ইচ্ছাই কার্যকরী সবসময়।
ভাল থাকবেন।
হালিমা আক্তার
এ মিছিলের শেষ কোথায় জানিনা। প্রকৃতির কাছে আজ আমরা কত অসহায়। করোনা বুঝিয়ে দিল তা।
ছাইরাছ হেলাল
সত্যি ই আমারা অসহায়, তা হাড়ে হাড়ে তা আমাদের বুঝিয়ে দিচ্ছেন বিধাতা।
ভাল থাকুন।
নার্গিস রশিদ
খোদা রক্ষা করো মানব জাতিকে । আমিন ।
ছাইরাছ হেলাল
আমরা তাঁর ই সাহায্য প্রার্থনা করি।
আপনি নিরাপদে থাকবেন।
পপি তালুকদার
ভয় না পেয়ে বেশি সচেতন ও সর্তক হই সবাই। বাকি টা আল্লাহ ভরসা।
ছাইরাছ হেলাল
ভয়কে জয়!! কঠিন!! তবুও আমাদের সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে
ভাল থাকবেন।