
আকাশ-মেঘে লেখা থাকে বৃষ্টির ঠিকানা,
কোথায় কোন দূরে, কাছে, কখন কোথায়
কতটুকু ঝরবে,অঝোর হলেও।
এই/এর প্রতিলিপি দেখা যায়, পড়া যায়,
মুখস্থ বা লিখে রাখা যায় না।
কিলবিল করা কীটেরা শুধুই স্বার্থ-ছিদ্র খুঁজে বেড়ায়
নিজের/নিজেদের অনুকূলে;
পঙ্খিরাজ ভেবে ডানা মেলে আকাশের গায়ে।
আকাশ! সে তো দুরস্ত, সাবধানতা গুড়ো করে
বিছানো শুধুই চারিদিক জুড়ে;,
ঝর্ণার মত উচ্ছলতায় অমর বুদবুদ,
জোনাকির ঝাঁক, ধ্রুবতারার মত জ্বলে থাকে,
অকস্মাৎ মেঘেরা নেমে আসে
আগুনে বারুদ হাতে, বজ্রের বেশে;
উঁকি দেয় চাঁদ, সুখ-স্নানে।
ছবি নেটের।
১২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
স্বার্থ খুঁজে বেড়ায়, আমরা দিন দিন বিবেক, মনুষ্যত্ব হীন হয়ে যাচ্ছি। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম। পহেলা বৈশাখের শুভেচ্ছা অফুরন্ত
ছাইরাছ হেলাল
আপনাকেও ডবল শুভেচ্ছা, চাকুরির সুখবর আর নব বর্ষের।
স্বার্থপরতার নিকুচি করে সময়ের আনন্দে আমারা হব বলিয়ান।
ভাল থাকুন।
অভিজ্ঞতা শোনার অপেক্ষায় আছি।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনাদের আশীর্বাদ ও শুভকামনা অবিরাম এভাবেই চালু থাকুক। অবিরাম শুভকামনা রইলো
ছাইরাছ হেলাল
অবশ্য অবশ্যই আপনার জন্য শুভকামনা।
ভাল থাকবেন আপনি।
সাবিনা ইয়াসমিন
আকাশ তো চাঁদের-ই। সবকিছু ঝেড়েমুছে সে হাসবেই জ্বলজ্বলে জোছনা ছড়িয়ে।
মাহে রমজানের শুভেচ্ছা নিন মহারাজ।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দিন।
ছাইরাছ হেলাল
আকাশ চাঁদের, চাঁদ ও আকাশের, তবে মেঘে ঢেকে গেলে আর জ্বলজ্বলে থাকে না।
মাহে রমজান।
সবাইকে নিয়ে ভাল কাটুক সব মলিনতা ধুয়ে-মুছে।
ভাল থাকুন, নিরাপদে-ও।
রোকসানা খন্দকার রুকু
চাঁদ উঁকি দিক সকল ধারায়।শুভ কামনা ভাইয়া।
ছাইরাছ হেলাল
চাঁদ উঁকি দিয়ে ধারা দিক এ আশা আমাদের সবার।
ভাল থাকবেন আপনি।
আরজু মুক্তা
মেঘ কাটিয়ে বারবার রূপালী চাঁদ উঠুক।
শুভ কামনা
ছাইরাছ হেলাল
চাঁদ চাঁদার মত উঠলে সমস্যা নেই, মেঘে ঢেকে না গেলেই হয়।
পড়ার জন্য ধন্যবাদ।
জিসান শা ইকরাম
আকাশ শুধু মেঘেদের!
অবশ্য মেঘ থাকেই আকাশে, যা আমরা দেখতে পাইনা, প্লেনে উঠলে দেখতে পাই।
মেঘ থেকে বজ্র যেমন আসে, তার চেয়ে বেশি আসে সুশীতল বৃষ্টি।
ছাইরাছ হেলাল
বজ্র থাকে, থাকে সুশীতল বৃষ্টি সাথে পেল্লাই শিলার বৃষ্টি।
ধন্যবাদ।