
আমি এখনো তোমায় বোঝাতে পারিনি-
তোমায় আমি কতখানি ভালবাসী,
আমি এখনো তোমায় বোঝাতে পারিনি-
আমার কাছে কত দামী তোমার হাসি।
আমি এখনো তোমায় বোঝাতে পারিনি-
তোমার জন্য কত ভালবাসা বুকেতে জমা,
আমি এখনো তোমায় বোঝাতে পারিনি-
তোমার জন্য মনটা কত কাঁদে প্রিয়তমা।
আমি এখনো তোমায় বোঝাতে পারিনি-
তুমি ভালবাসলে থাকেনা মনে কোন কষ্ট,
আমি এখনো তোমায় বোঝাতে পারিনি-
তোমার একটু অবহেলায় জীবন হবে নষ্ট।
আমি এখনো তোমায় বোঝাতে পারিনি-
তুমি ছাড়া জীবনটা মরুভূমি,
আমি এখনো তোমায় বোঝাতে পারিনি-
আমার সব কিছুতেই তুমি শুধু তুমি।
আমি এখনো তোমায় বোঝাতে পারিনি-
তোমার একটু বিশ্বাসে,একটু ভালবাসায়,
দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ হব আমি,
তা না পেয়ে যদি মরে যাই তবে-
দুঃখ থাকবে একটাই যে আমার ভালবাসা-
আমি তোমায় বোঝাতে পারিনি।
১১টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
যে না বুঝে কোনটা সত্যিকারের ভালোবাসা তাকে বোঝাতে চাওয়াটাই বোকামি। তবুও বলবো আপনার ভালোবাসা পূর্ণতা পাক। ভালো থাকুন নিরাপদে থাকুন
শামীনুল হক হীরা
তা আর হবেনা।।
মন্তব্যের জন্য ধন্যবাদ।।
আরজু মুক্তা
ভালোবাসা পূর্ণতা পাক।
শামীনুল হক হীরা
জীবনেও না।।ধন্যবাদ প্রিয়।
রোকসানা খন্দকার রুকু
ইশ্ কেন যে বোঝে না। আমারও এমন একটা প্রেম হয়েছে যা বোঝাতে চাই তা বোঝে না আর যা চাই না তাই বুঝে থাকে তাই ভাবছি বাদ দেয়াই ভালো। খুব জ্বালায়।
শামীনুল হক হীরা
তবে তো মিলেই গেল,
দেখুন ভাববার অপশনতো আছে।
ধন্যবাদ সতত।
ছাইরাছ হেলাল
ভালোবাসায় বোঝাবুঝি একটি ব্যাপার,
না বুঝলে বা না বোঝাতে পারার হ্যাপা অনেক।
শামীনুল হক হীরা
ধন্যবাদ সতত
পপি তালুকদার
ভালোবাসা বোঝাতে ব্যর্থ হলে ভালোবাসা স্হায়ী হওয়া টা নিয়ে শংকা থেকে যায়!
পূর্নতা পাক আপনার ভালোবাসা।
শুভকামনা ও শুভেচ্ছা রইলো।
শামীনুল হক হীরা
ঠিক বলেছেন।।ধন্যবাদ অনন্ত।
রেজওয়ানা কবির
আমি এখনও বোঝাতে পারি নি আমিটাই কেমন তোমার কাছে?
আমি এখনও বোঝাতে পারি নি কত অনুভূতি, অভিমান জমা হয়ে আছে,আমার কাছে।।।
শুভকামনা।