
আমার পাখি,
আমার জন্য তোমার আর কিছুই অবশিষ্ট নেই। ফুরিয়ে গেছ, তাই বলতে পারলে জন্ম-জন্মান্তরের শর্ত নিয়ে আসনি। আমি সাধারণ, জন্ম-জন্মান্তর বুঝিনা। শুধু বুঝেছি চলে যেতে হবে আমায় ! আমাতে তোমার দম বন্ধ হয়ে আসছে। তুমি স্বাধীনতা চাও, মুক্তি চাও। তোমার পিছুটান, বন্ধন ভালো লাগেনা।
চলে যাব বলে নিজেকে বেশ গুছিয়ে নিলাম। বারবার মন বলছে তুমি যদি বল ‘থাক,যেও না’। আমি তখুনি থেকে যাব। আডচোখে কতবার তাকালাম তোমার দিকে তুমি কিছুই বললে না। আমি কি করে বোঝাই তোমাকে না দেখলে আমি থাকতে পারি না। মন চায়, সারাক্ষন তোমাকে ঘিরে থাকি। তোমার তো পছন্দ না তাই সারাক্ষন তোমাকে না পাবার ব্যথা মন জুড়ে থাকে।
আমি কাল যেতে পারিনি তুমি ফিরে এসে অবাক হয়েছিলে। আমি ভেবেছিলাম হয়ত খুশি হবে। আচ্ছা, তুমি আমার কিছুতেই খুশি হওনা কেন? সবাই কি এমন বিরক্ত হয়? একটা সময় এসে বউদের অসহ্য মনে হয়?
আমি হাঁসফাঁস করি তোমাকে সম্পূর্ন পাই না বলে আর তুমি হাঁসফাঁস কর আমার থেকে মুক্ত নও বলে! কি অদ্ভুত না, দিনে দিনে তোমার প্রতি আমার ভালোবাসা, মুগ্ধতা বিন্দু বিন্দু করে পাহাড় সমানে পৌঁছেছে। আর এতবছরে আমার প্রতি তোমার ভালোবাসার জন্মই হয়নি। তাই এতবছর ধরে এই ভয়েই ছিলাম, এই বুঝি তুমি আমায় ফেলে চলে যাবে।
তোমার আর যাবার দরকার হলনা আমিই যাচ্ছি। শুধু বারবার মন বলছে কেমন করে তুমি চলবে।তোমার কষ্ট হবে; আমি তো তোমার কষ্ট সইতে পারি না। যে ভূলোমনা তুমি। চা, কফি কিছুই তো বানাতে পারোনা আবার যেমন তেমন খেতেও পার না।পাতে খাবার তুলে না দিলে ভালো করে খেতেও পারো না। বিছানা না ঝেরে দিলে ঘুম হয় না।পড়তে পড়তে মশারী না খাটিয়েই ঘুমিয়ে পর। তোমাকে মশা কামড় দেয়, ফুলে ফুলে ওঠে ঘা হয়ে যায়, আমি কিছুতেই নিতে পারি না।
আমি যাব যাব করে গত তিনদিন যাইনি বলে তুমি ভীষন ক্ষেপে আছ। ভাবছ কি রকম বেহায়া আমি এত অপমানেও যাই না। জানো,তুমি সারাদিন প্রয়োজন ছাড়া কথা বল না। শিল্পীরা কথা বেশি বললে আঁকতে পারেনা বলেই আমি ধরে নেই। তাই আমার একটুও খারাপ লাগেনা। তোমাকে দেখতে পাই এতেই আমার শান্তি। একা একা কথা বলি তোমার সাথে। তোমাকে আদর করি, গল্প করি, ছুঁয়ে দেই, নাক টানি, কানে ফুঁ দেই। সারাক্ষন একা একা খুনশুটিতে মেতে থাকি।
তুমি যখন থাক না আমি তোমার কাপড় থেকে সমস্ত গায়ের গন্ধ শুকে আবেগে একাকার হই। আমি এমন করেই থাকতে চেয়েছিলাম তাও দিলেনা। কিছুই নেইনি কারন এ সংসারে আমার তো কিছু নেই। শুধু তোমার একটি টি শার্ট চুরি করেছি। তুমি তো থাকবে না আমি এটাকে জডিয়ে ঘুমাবো, আদর করব, ভালোবাসব, গান শুনাবো, নেচে দেখাবো, গল্প করব।
আর কোনদিন তোমার সাথে দেখা হবে না, তোমাকে দেখতে পাব না এটা ভাবতেই আমার গা গুলিয়ে উঠছে। আমার যাবার জায়গা হয়ত অনেক কিন্তু আমি তোমাকে ছেড়ে শুধু ওপারেই যেতে পারব।
“ তুমি একবারও আমার কষ্টগুলো ছুঁয়ে দেখনি,
তোমার বিরহে কতরঙ্গ,রুপ,গন্ধে ভরে ওঠে সেগুলো।
লতার মত পেঁচিয়ে রাখে আমায়,
আমি নির্ঘুম আর্তনাদে মুক্তি চাই;
মুক্ত কি হতে পারি?
শুধু কিছুটা সময় দেয় নতুন করে তৈরি হবার!
আমিও তৈরি হই নতুন করে, নতুন কষ্ট পাবার আশায়।
বলতে পারো মানুষ ভালোবাসে কেন?
শুধুই কি কষ্ট পেতে?”
আমার পাখিটা, তুমি এতটুকু শুধু প্রার্থনা কর, আমার আজই যেন জীবনের শেষ দিন হয়। তোমাকে ছাড়া আমি বাঁচতে চাই না। তুমি অনেক অনেক ভালো থেক। নিজের খেয়াল রেখ!!!!
——আমি কুনোব্যাঙ!
(নীল শাড়িতে মরে পড়ে থাকা একটি মেয়ে, যার ছোট্ট ব্যাগে পাওয়া এই চিঠি আর বুকে জড়ানো একটি টি শার্ট।)
ছবি- নেট
২৪টি মন্তব্য
আশরাফুল হক মহিন
চমৎকার অনুভূতি
রোকসানা খন্দকার রুকু
প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ।
কিন্তু ভাইয়া চমৎকার অনুভূতির ব্যাখ্যা দিলে অধমের উপকার হত। কতটা খারাপ,ভালো পরামর্শ জানা যেত। শিখতে চাই একটু বিস্তারিত মন্তব্য করে সাহায্য করবেন আশা করি।
ভালো থাকবেন।
বোরহানুল ইসলাম লিটন
অত্যন্ত হৃদয়ষ্পর্শী লেখা।
বন্ধন যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা
চাইলেও ফেলে চলে যাওয়া যায় না।
’আমার যাওয়ার জায়গা হয়তো অনেক কিন্তু
আমি তোমাকে ছেড়ে শুধু ওপারেই যেতে পারবো।’
এরই নাম হয়তো হৃদয়ের গহীনে লালিত পবিত্র ভালোবাসা।
ভীষণ ভীষণ মুগ্ধতায় শুভেচ্ছা ও শুভ কামনা রেখে গেলাম চিরন্তন।
রোকসানা খন্দকার রুকু
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। পাশে থাকবেন।
শুভকামনা আপনার জন্যও।
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর লেখেছেন আপু
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ লিটন ভাই।
ফয়জুল মহী
বৈচিত্রময় ও চিন্তাশীল উপস্থাপন ।
পড়ে মুগ্ধ ও বিমোহিত হলাম।
শুভেচ্ছা শুভ কামনা অহর্নিশ ।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।
ছাইরাছ হেলাল
অ-ব্যাখ্যাত ভালোবাসার প্রকাশ চিঠিতে।
এমন একমুখী ভালোবাসা মৃত্যুতে গিয়ে ঠাই পেয়েছে।
রোকসানা খন্দকার রুকু
অল্পকথায় পুরো চিঠির সারমর্ম লিখে ফেললেন।
ধন্যবাদ ভাইয়া।
রেজওয়ানা কবির
অনেক বেশি কষ্ট পেলাম। ভালোবাসার মানুষকে ভালোবাসার পর ও, এভাবে একসাথে থাকার পরও যদি কিছুই পাওয়া না যায় তবে ভিষন কষ্ট হয়,আর চলে যাওয়া যদি শেষ যাওয়া হয় তবে তার চেয়ে না পাওয়া আর কিছু হয় না।অনেক মন খারাপ লাগল চিঠি পড়ে, এই খারাপ লাগাতে পারাও লেখকের স্বার্থকতা।
রোকসানা খন্দকার রুকু
মনের মত একটা জবাব পেলাম। অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল আপুনি। ভালো থেক।
সুপর্ণা ফাল্গুনী
একপক্ষীয় ভালোবাসার পরিণতি গুলো হয় মৃত্যু নয়তো জীবন্মৃত। একপক্ষ শুধু দিয়েই যাবে অন্যপক্ষ নিয়েই যাবে কিছুই না দিয়ে। এ হলো উলুবনে মুক্তো ছড়ানোর মতো অবস্থা। তবুও মন ভালোবেসে যায়। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন
রোকসানা খন্দকার রুকু
আপনার জন্যও শুভকামনা ও ভালোবাসা রইল।
হালিমা আক্তার
হৃদয়ের গহীনে লুকিয়ে থাকা নিষ্পাপ ভালোবাসা | জানি মোরে ভালোবাসে না , তবু তার ভাবনায় দিন কাটে মোর |
অনেক ভালো লাগলো | শুভ কামনা |
রোকসানা খন্দকার রুকু
একপেশে ভালোবাসা হারিয়ে কেউ সারা জীবন কাদে।
ধন্যবাদ আপু।
আরজু মুক্তা
একপেশে ভালোবাসা। তাই মনোব্যথায় মৃত্যু।
কষ্টকর চিঠি একটা।
রোকসানা খন্দকার রুকু
অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।
সামশুল মাওলা হৃদয়
ছেড়ে যাওয়া এই শব্দটা বিশ্লেষণ আমার কাছে নাই।এই ছেড়ে যাওয়া যন্ত্রণা টা কত ভয়াবহ, কত কষ্ট তা যদি অপর মানুষ টি বুঝতো তাহলে ভালোবাসা গুলো পূর্ণতা রূপ নিতো।
রোকসানা খন্দকার রুকু
যে ছেড়ে যায় সে সত্যিই বোঝে না। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল।
পপি তালুকদার
ভালোবাসা বিষয় টা বড়ো অদ্ভুত! হারিয়ে ফেলে খুঁজে ফিরে পাওয়ার জন্য।কষ্ট পেলাম এমন হৃদয়স্পর্শী চিঠিটা পড়ে।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য । ভালোবাসা রইল।
হৃদয়ের কথা
এমন আবেগময় চিঠি প্রকাশ করে তো আমার মন খারাপ করে দিলেন। বিনা কারণে অপ্রকাশিত আবেগ অনেক সময়ই বিচ্ছিন্ন করে দেয় প্রিয়জন থেকে। তাহসান এর একটি গান এর কথা মনে পরে গেলো ‘ জন্মান্তর যদি মিথ্যে হয়, এ-দেখাই শেষ দেখা আমাদের। ‘ খুবই সুন্দর উপস্থাপনা।
রোকসানা খন্দকার রুকু
তাহসানের গানটি সুন্দর। আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম। শুভ কামনা সবসময়।