
প্রতিদিন দেখা হয়, কথা হয় অথবা সে আছে এমন উপলব্ধ হওয়া মানুষটি যদি হঠাৎ নিখোঁজ হয়ে যায় কেমন লাগে আমাদের?
যদি রাগ করে থাকে, অপেক্ষা করি তার রাগ কমে গেলেই ফিরে আসবেন
যদি অভিমান করে, তাহলে চেষ্টা করি তার মান ভাঙাতে,
যদি ব্যস্ত থাকে তাহলে ধৈর্য ধরি, জানি তার ব্যস্ততা কমে এলে তিনি নিশ্চিত ফিরবেন,
যদি অসুস্থ হয়ে পড়েন, আশ্বাস দিয়ে পাশে থেকে তাকে মানসিক শক্তি দেই। আল্লাহ তায়ালা তাকে বেশিদিন অসুস্থ রাখবেন না, এই বিশ্বাসে তাকে বিশ্বস্ত হতে উদ্ভুদ্ধ করি।
কিন্তু সে যদি এমন কোথাও চলে যায় যেখান থেকে আর ফেরা যায় না, তখন?
তখন শুধু ভারাক্রান্ত মন ছটফটিয়ে উঠে, তিনি নেই, আসবে না আর। কোন অনুরোধ, অপেক্ষা, প্রতীক্ষাই আর কাজে লাগবে না বুঝে যাওয়ার পর কীভাবে মনকে সান্ত্বনা দেয়া যায়?
আমি জানি না, হয়তো কারো কাছেই এর সঠিক উত্তর নেই।
শামসুল আলম (এফ এফ) ভাইয়া তেমনই একজন ছিলেন। ফেসবুকের মাধ্যমে তার সাথে আমার পরিচয় ঘটে প্রায় আড়াই বছর আগে। ছোট ছোট মেসেজ, পোস্টে কমেন্ট, লেখালেখি নিয়ে টুকটাক কিন্তু মুল্যবান পরামর্শ দিয়ে যিনি আমার সাথে আত্মার আত্মীয়তা গড়ে ছিলেন। কাল রাতে হঠাৎ যখন তার স্ট্রোক করার খবর পেলাম, তখন থেকে শুধু দোয়া করেছি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন। শেষ খবর যখন পেলাম তখন জানলাম তিনি মোটামুটি ঠিক হচ্ছেন।
কিন্তু সকালে অনলাইনে এসে জানা হলো তিনি আর আমাদের মাঝে নেই! গতরাত আড়াইটার দিকে তিনি সবাইকে ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মর্মান্তিক এই সংবাদে নিজেকে স্থির করতে সময় লেগেছে। সোনেলায় এসে যাদের নিরবিচ্ছিন্ন ভালোবাসা, স্নেহ পেয়েছি তিনি তাদের মাঝে অন্যতম একজন ছিলেন।
তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা, সু লেখক। ঝালকাঠির কীর্তি সন্তান। সম্পুর্ন নিরহংকারী অমায়িক এই মানুষটি কখনো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির কাছে মাথা নত করেননি। ফেসবুকে তার যত পোস্ট সবই ছিলো মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার পক্ষে। তিনি ব্লগেও লিখেছেন। ব্যস্ত এবং অসুস্থতার কারনে ব্লগে খুব বেশি সময় দিতে পারতেন না, এইজন্য প্রায়ই দুঃখ প্রকাশ করতেন। সোনেলা গ্রুপের প্রায় সবার পোস্টেই লাইক/ কমেন্ট দিতেন।
জেলার দল মত নির্বিশেষে সর্বস্তরের জনগন তাঁর নামাজে জানাজায় অংশ গ্রহন করেছেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় ভাবে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনার প্রদান করা হয়েছে।
আজ তার মৃত্যুতে আমরা শোকাহত। সোনেলা ব্লগের পক্ষ থেকে এই বীর মুক্তিযোদ্ধা, দেশের কীর্তি সন্তান শামসুল আলম ভাইয়ার বিদেহী আত্মার প্রতি সালাম ও শ্রদ্ধা নিবেদন করছি। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।
২৭টি মন্তব্য
খাদিজাতুল কুবরা
শামসুল ইকরাম ভাইয়াকে যতোটা জেনেছি এবং আপনার লেখা পড়ে এটুকু নিশ্চিত বুঝতে পারছি উনার সহোদর শামসুল আলম সাহেব ও খুব ভালো মানুষ ছিলেন। আল্লাহ পাক উনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।
যখন মৃত ব্যক্তির প্রতি মানুষের ভালো মনোভাব থাকে অর্থাৎ সবাই যাকে ভালো বলেন আল্লাহ পাক তাঁর গোনাহ লাগব করেন।
শোকসন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা রইল
সাবিনা ইয়াসমিন
উনি নিঃসন্দেহে একজন বড়ো মনের মানুষ ছিলেন। তার আত্মার মাগফিরাত কামনা করি।
সুপর্ণা ফাল্গুনী
ভালো মানুষগুলো বেশীদিন আমাদের মাঝে থাকে না। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। গভীর সমবেদনা জানাই তার পুরো পরিবারের প্রতি। যেখানেই থাকুন ভালো থাকুন।
সাবিনা ইয়াসমিন
ভালো থাকুন তিনি ওপাড়ে। সৃষ্টিকর্তা তাকে তার উপযুক্ত মর্যাদা দিন এই দোয়াই করি।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিকতায় সিক্ত হলাম।
প্রিয় মানুষকে হারানোর ব্যথা কাটিয়ে উঠা অনেক কষ্টকর জানি
তারপরও চিরন্তন সত্য মেনে নিয়েই জীবনের পথ চলা।
মরহুমের আত্মার মাগফেরাত কামনায় নিরন্তর দোয়া রইল।
মহান আল্লাহ তায়ালা যেন উনাকে রহমতের ছাঁয়াতলে আশ্রয় দান করেন।
সাবিনা ইয়াসমিন
আমিন। আল্লাহ তায়ালা আমাদের সকলের দোয়া কবুল করুন।
ইঞ্জা
শামসুল আলম ভাইজানের সাথে আমার গ্রুপেই যত কথা, ব্লগে উনার মন্তব্য সবসময় আমাকে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাতো, তার অকাল চলে যাওয়াকে এখনো মেনে নিতে পারছিনা।
আল্লাহ কারিম উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, আমীন।
সাবিনা ইয়াসমিন
তিনি ভালো মানুষ ছিলেন ভাইজান। আল্লাহ তায়ালা তাকে জান্নাতবাসী করুন। আমিন।
ইঞ্জা
সুম্মা আমীন।
শামীনুল হক হীরা
নিয়তির কাছে সবকিছুই একদিন হার মানবে।
আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক।
আমিন।।।
সাবিনা ইয়াসমিন
আমিন,
আল্লাহ তায়ালা তাকে চির শান্তিতে রাখুন।
তৌহিদ
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজউন। বড় ভাইয়ের এই অকাল মৃত্যুতে শোক প্রকাশ করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
একজন মুক্তিযোদ্ধা এবং ব্লগার হারিয়ে সোনেলা পরিবার ভীষণ শোকাহত। আল্লাহ তাকে জান্নাত নসীব করুন।
সাবিনা ইয়াসমিন
আমাদের সবাইকেই একদিন যেতে হবে, সব জেনেও প্রিয়জন হারানোর ব্যথা আমাদের মর্মাহত করে। সোনেলার সবাই তাকে কমবেশি চিনতো, জানতো।
আল্লাহ তায়ালা তাকে জান্নাতবাসী করুন। আমিন
ছাইরাছ হেলাল
তিনি আমার একান্ত স্বজন ছিলেন,
তার আত্মার শান্তি কামনা করি।
আপনাকে ও ধন্যবাদ, এমন করে মনে করার/রাখার জন্য।
আল্লাহ আমাদের সবার সহায় হবেন।
সাবিনা ইয়াসমিন
ইনশাআল্লাহ তিনি পরম করুণাময় আমাদের সহায় হবেন, ইহকাল পরকালেও।
ভালো থাকুন মহারাজ।
মনির হোসেন মমি
ভাষা হারিয়ে ফেলেছি।অনলাইনে তেমন একটা থাকতে না পারার কারনে খবরটি জানতে পারি গতকালই বই মেলায় ব্লগার মজিবর ভাইয়ের কাছে।বিশ্বাস হচ্ছিল না।ফেবুক খোললে সত্য জেনে চোখে জল এসে যায় ।স্মৃতিরা কাদায়। একবার এক চ্যাটিংয়ে সোনেলাকে আমাকে আজীবন আকড়ে রাখার আবদার করলে আমি কথা দেই-যত ঝড় ভুলবুঝাবুঝিই হউক সোনেলাকে কখনো পর করব না।সোনেলার জন্য নিবেদীত এমন ব্যাক্তির প্রান বিয়োগ সোনেলার অপূরণীয় ক্ষতি।দেশ হারাল তার জন্মদাকে আমরা হারাম এক দেশপ্রেমিক।
পরপারে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকসপ্ত পরিবারের প্রতি রইল সমবেদনা।
সাবিনা ইয়াসমিন
আল্লাহ তায়ালা তাকে চির শান্তিতে রাখুন।
আপনিও ভালো থাকবেন মমি ভাই।
রোকসানা খন্দকার রুকু
আল্লাহর কাছে চাই এমন মানুষকে জান্নাতবাসী করুক। আর হ্যা একজন মুক্তিযাদ্ধা যার মৃত্যু স্বাধীনতার ৫০ তম বছরে কি অদ্ভুত বিষয়টি। তিনি ওপারে ভালো থাকুন এই দোয়া করি। আমিন।
সাবিনা ইয়াসমিন
ব্যপারটি আসলেই অদ্ভুত। যে স্বাধীনতার জন্য তিনি যুদ্ধ করেছেন পঞ্চাশ বছর পর সেই স্বাধীনতা দিবসেই তিনি পৃথিবী ত্যাগ করেছেন। আল্লাহ তায়ালা ইচ্ছে আমাদের বোঝার শক্তি নেই।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
পুষ্পিতা আনন্দিতা
জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম এর প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। পরকালে তিনি যেন ভালো থাকেন এই প্রার্থনা করি।
আপনার লেখাটি হৃদয় ছুয়ে গেলো সাবিনা ইয়াসমিন।
সাবিনা ইয়াসমিন
তার বিদেহী আত্মার প্রতি সালাম ও শ্রদ্ধা।
আপনি ভালো থাকুন, শুভ কামনা অবিরাম 🌹🌹
রেজওয়ানা কবির
আমিন, আল্লাহ ভাইয়াকে জান্নাত নসিব করুক।
সাবিনা ইয়াসমিন
আমিন।
আপনিও ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
ভালো থাকুন ওপারে। তাঁর আত্মার শান্তি কামনা করছি।
সাবিনা ইয়াসমিন
আমিন।
ভালো থাকুন সারাক্ষণ, শুভ কামনা 🌹🌹
পপি তালুকদার
কারো চিরতরে চলে যাওয়া নিঃসন্দেহে অনেক কষ্টের…
তার প্রতি রইলো গভীর শ্রদ্ধা। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন এই দোয়া রইলো।
সাবিনা ইয়াসমিন
আমিন।
ধন্যবাদ ও শুভ কামনা আপনার জন্য 🌹🌹