
দেখেছো কি সেই চর!
যেখানে অভাগা বালুকার বুকে
বিশ্বাসে বাঁধে ঘর!
চৈত্র মাসের কাঠ ফাটা রোদে
শীতল পরশ পেতে,
ব্যাকুল প্রকৃতি মৃদু সমীরণে
বারে বারে উঠে মেতে।
তবুও কি কারো অকুলের পথে
প্রীতি হয়ে ভাসে ভেলা!
অলিরা খুশিতে গুঞ্জনে করে
কাননেরই বুকে খেলা!
অম্বুদ বিনে গগনের সাজ
জমে না মনের মতো,
তা বলে কি সেথা আষাঢ়ের ধারা
ঘিরে থাকে অবিরত!
ছবি : সোনেলা গ্যালারী থেকে।
১০টি মন্তব্য
পপি তালুকদার
শুভ সকাল। ভালোবাসা ও বিশ্বাসের দ্বারা বাধা ঘর বড়োই মজবুত হয় ….দমকা হাওয়া কিংবা অজানা ঝড় তা ভেঙে দিতে পারেনা।
সকাল সকাল কবিতা টি পরে ভালো লাগলো।
ভালো থাকুন, নিরাপদে থাকুন।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
কৃতজ্ঞতায় ধন্যবাদ রইল নিরন্তর।
সুস্থ থাকুন ভালো থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
ভুল মানুষকে ভালোবেসে বালুচরে বাঁধি ঘর। সে-ই ঘর যখন তখন কর্পূরের মতো উবে যেতে পারে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
বোরহানুল ইসলাম লিটন
মূল্যবান মন্তব্যে অতিশয় প্রীত হলাম।
কৃতজ্ঞতায় ধন্যবাদ রইল নিরন্তর।
সুস্থ থাকুন ভালো থাকুন।
হালিমা আক্তার
বিস্বাসে বাঁধা ঘর ঝড়ে উড়ে গেলো ও বিশ্বাস তো বাঁধা পরে থাকে প্রাণের মাঝে | আবার তাই বালুকাতেই ঘর বাঁধে | খুব ভালো লাগলো কবিতা | শুভ কামনা |
বোরহানুল ইসলাম লিটন
গঠনমূলক মন্তব্য পেয়ে অতিশয় তুষ্ট হলাম।
বিশ্বাস টিকে থাকে বলেই বারে বারে বালুচরে ঘর বাঁধে মন।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল অপরিসীম।
সুস্থ থাকুন ভালো থাকুন।
ছাইরাছ হেলাল
বিশ্বাস ই আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা। অজস্র বিপত্তির মাঝেও।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন ভালো থাকুন।
আরজু মুক্তা
মেঘ অবিশ্বাস বালুকাবেলা সব উড়ে যাক। বিশ্বাস মজবুত হোক।
কবিতা খুব ভালো লাগলো।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে অতিশয় প্রীত হলাম।
আন্তরিক ধন্যবাদ জানবেন নিরন্তর।
সুস্থ থাকুন ভালো থাকুন।