
মহামূল্যবান যা-যা-কিছু ভেবেছি,
জেনেছি-বুঝেছি আনন্দ-উচ্ছ্বাসে,
(বসন্ত)শেষে দেখেছি/দেখছি
ভস্ম-লীলা, নাট্যজনের মত;
এই হাওয়া দেয়া-নেয়া বসন্ত
শহুরে গা ঘেঁষাঘেঁষি,সবই (মেকি)
ঝরা ফুল, মলিন পালকে পালকে;
মহল্লা-স্বর্গের কিনারে ঝুলে আছে
শিথিল অনুরাগে, অভেদ্য রাত্রির মত।
প্রাণের প্রাণে ছড়িয়ে/জড়িয়ে থাকা হৃদয়টুকু
চোখ রাখছে অলিখিত সরোবরের খোঁজে।
ছবি নেটের।
৩১টি মন্তব্য
কামাল উদ্দিন
রোল নং ১ 🙂
ছাইরাছ হেলাল
বিশ্বাস হয় না।
কামাল উদ্দিন
নকল করে 😀
ছাইরাছ হেলাল
ব্যাপার না।
কামাল উদ্দিন
“এই হাওয়া দেয়া-নেয়া বসন্ত
শহুরে গা ঘেঁষাঘেঁষি,সবই (মেকি)”
কয়েক দিন আগে অ্যাপল কম্পিউটার প্রতিষ্ঠাতা স্টিভ জবস এর শেষ সময়ের কিছু কথা পড়েছিলাম আপনার কবিতার এই চরণ টুকু যেন সেই কথারই প্রতিধ্বনি।
ছাইরাছ হেলাল
কিসের মধ্যে কী?
কোথায় রাজ-রাজরা আর কোথায় বুড়ো হাবড়া !!
পথ ভুলে, শিওর!
তবুও ধন্যবাদ।
কামাল উদ্দিন
পথ ভুলে আপনার এখানে আসার মধ্যে ভালো ভাইটামিন আছে, হে হে হে 🙂
ছাইরাছ হেলাল
তাই ভাইটামিনের গ্রুপ কিন্তু বলেন নি।
লেখা কৈ?
কামাল উদ্দিন
সম্ভবত আপনিই ঠিক।
কামাল উদ্দিন
লেখা একখান দিয়াছি আজকে বড় ভাই।
ছাইরাছ হেলাল
সুন্দর ছবি-লেখা পড়ে এসেছি।
পপি তালুকদার
ঝরা ফুলের পালক দেখে অভিমানী ভালোবাসার কথা মনে পরে।মনে পরে প্রিয় সে হাত যা এখনো খুঁজা হয় নিরবে নিবৃত্তে………
আজকাল শহুরের বসন্ত লীলা সত্যিই মেকি মনে হয়।
মনে হয় নিস্তেজ প্রাণে অযাচিত আনন্দ খুঁজা।
ছাইরাছ হেলাল
মেকিত্বের ভীড়ে প্রান আজ নিস্তেজ নিঃস্বপ্রায় নিষ্প্রাণ,
তবুও আমরা খুঁজি মুক্তির সরোবর।
ধন্যবাদ আপনাকে।
মোঃ মজিবর রহমান
ভালোইতো হাওয়া দেওয়া /নেওয়া চলছে চলুক
বসন্তে বসন্তে ভরিয়া নাও প্রিয় ভালবাসাটুকু সর্বত থাকুক।
ছাইরাছ হেলাল
অনেক দিন পর আপনাকে দেখলাম,
বসন্তের শুভেচ্ছা।
মোঃ মজিবর রহমান
হ্যাঁ মহারাজ। সময় ও মন সায় দেয়না। মনের উপর লিখার জোর পাইনা। তারপর আসি আপনাদের ভালোবাসায় ও আশির্বাদ নিতে।
তই সঙ্গে আছি অবিরত.
ছাইরাছ হেলাল
ব্যাপার না, সব আকাল কাটিয়ে আমারা আবার
আনন্দে ফিরে আসব এ আশা রাখি।
ভাল থাকবেন।
রোকসানা খন্দকার রুকু
কারই বা কোথায় এত ভাববার সময়;
সবই শুধু কবির কলমে আর কবিতায়,,,,
শুভ কামনা রইল ভাইয়া।
ছাইরাছ হেলাল
লেখকের সম্বল তো এটুকুই, আছড়ে পড়া সময়ে।
ধন্যবাদ দিচ্ছি।
তৌহিদ
মেকি শহরে সবকিছুই মেকি। আমরা নিজেরাও এর বাইরে নই
শুভকামনা ভাই।
ছাইরাছ হেলাল
সব নিয়েই আমি/আমরা।
এই হাঁসফাঁসের সময়। আপনিও ভাল থাকবেন, ভাই।
খাদিজাতুল কুবরা
আসলে সবই নশ্বর।
শুধু দিন রাতের মতো আসা যাওয়া আর পালাবদল।
হৃদ্ধতা মূলত আজকাল হারিয়ে যাচ্ছে। যদি কেউ আশা করে তার জন্য আছে নির্জলা সরোবর।
জানিনা কতোটুকু বুঝতে পেরেছি। কিন্তু পড়েছি বেশ কয়েক বার।
শুধু এটুকু বলবো পড়তে ভালো লাগে। একটা আবেশ ছড়িয়ে পড়ে অনুভবে।
ছাইরাছ হেলাল
বোঝাবুঝির কিচ্ছু নেই।
স্রষ্টার কাছে নিখুঁত আত্মসমর্পণের নীরব ইচ্ছের প্রকাশ।
পড়ছেন দেখে আনন্দিত হচ্ছি।
আল্লাহ আপনাকে ভাল রাখবেন। ধন্যবাদ।
আরজু মুক্তা
শহরে গানে গানে। গ্রামে পাতায় পাতায় বসন্ত।
ছাইরাছ হেলাল
আপনি এত এত জানেন ক্যামনে?
গান যেমন আমাদের চাই, পাতাও তো চাই।
ভাল থাকুন।
আরজু মুক্তা
শহরে পাতা খুঁজতে হয়। আর গ্রামে চোখ মেলে তাকিয়ে রয়
ছাইরাছ হেলাল
ঠিকানা দিয়েন, খুঁজে দিলে আর ও চমৎকার হবে।
সুপর্ণা ফাল্গুনী
মনের বসন্ত খুঁজে ফিরি কিন্তু দেখি শুধু পোশাক আর রঙের বাহার মানুষের মুখোশ হিসেবে। কেউ কি ভালো আছে? শুধুই ভালো থাকার অভিনয়। তবুও অধরা, বিশুদ্ধ সরোবর খুঁজি বেঁচে থাকার আনন্দ নিতে। অবিরত শুভেচ্ছা ও শুভকামনা। শুভ সকাল
ছাইরাছ হেলাল
মুখোশের রাজ্যে সবই রঙ্গীন। তবুও আমরা স্বপ্ন দেখি নীলাকাশ আর সবুজ সমারোহের।
ভাল থাকবেন।
সাবিনা ইয়াসমিন
অলিখিত সরোবরে ডুবে যেতে হবে বৈকি, গন্তব্য যেহেতু একটাই!
আহা বসন্ত! আসে যায়,
যায় আসে
আশেপাশেই থাকে ভাণ ভণিতার চিহ্ন রেখে।
ছাইরাছ হেলাল
আসলে বসন্ত একটি সাময়িক ভান মাত্র, নেচে-কুদে পগার পার!!
সরোবর সরোবরেই অধরা থেকে যায়।
ভাল থাকবেন আপনি।