
রুক্ষ, রুঢ় দন্ত-হাসির ডাইনি বুড়ির বিদায়ে-আম্রমুকুলে বসন্তের পাগল করা সুবাস লেগেছে;
বসন্ত-বাতাসে বৃক্ষরাজির মাতাল নাচনে হৃদয়ে কাঁপন ধরেছে।
বাহারী ফুলের রঙে প্রকৃতির আবক্ষে রামধনু ডানা মেলেছে;প্রজাপতির ডানায় রঙের আসর বসেছে।
চারিদিকে বসন্তের মৌ মৌ গন্ধে মাতাল সমীরণ;
সরু মেঠোপথ বাঁধা পড়েছে হিজল গাছের তলদেশে।
বুনো ঘাসের ডগায় শিশিরের
প্রকৃতি বার্তা নিয়ে এসেছে বসন্তের আগমনের।
একি মুগ্ধতা , আবেশ মনে জন্ম দিয়েছে অনাকাঙ্খিত আকাঙ্খার বীজ!
কিসের বারতা মনের চৌকাঠে বারবার প্রতিধ্বনিত হচ্ছে?
তিন-প্রহরের যামিনীতে নিস্তব্ধ আঁধার নেমে আসে উপত্যকা বলয়ে;
মুক্তির উন্মাদনায় চর্ম-আবৃত গভীর খাদে টগবগ করছে লাল-নীল-হলুদ ঘোড় সওয়ারী।
সুশীল নাগরিকের ঠোঁটের কোণে কর্পোরেট অহংকার ছুঁয়ে যায়;
শরীরের দামী পারফিউম পাহারাদার সেজে নর্দমার বিদঘুটে সুবাস আটকে দেয়-
চোখের কার্নিশে সোনার পাহাড় ঝুলিয়ে রাখে অতি লোভে তাঁতি নষ্ট করে।
বসন্তের দূত বেনামে পোষ্য থাকে শহরের একমাত্র বার্তা-বাহকের নিলয়ে।
ছবি-গুগল
২৮টি মন্তব্য
পপি তালুকদার
বসন্ত মানে প্রেম। বসন্ত মানে সকল ভালো লাগার প্রকাশ।বসন্ত মানে হাজার রঙের খেলা।বসন্ত মানে অবিরাম রঙের উৎসবে মনের মাতামাতি। বসন্ত মানে মো মো সুবাস। বসন্ত মানে পাগলা হাওয়া। বসন্ত মানে মনে তাহার নিত্য বসবাস।
কবিতা পড়ে কিছু উক্তি মনে চলে এলো। মন কে কি দোষ দিবো বলেন?
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ আপনি দেখি বসন্তের পূর্ণ বর্ণনা দিয়ে দিলেন। কোনো দোষ নেই। শুধুই ভালোবাসা বাসি। অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
ছাইরাছ হেলাল
মূল্যবান যা-যা-কিছু জেনেছি-বুঝেছি
উচ্ছাসে আনন্দে…………………
এমন সুন্দর বসন্তের স্বপ্নকাব্যে মন্তব্য তো মন্তব্যে থাকতে চাইছে না,
একান্ত অনুভুতি হয়ে আড়-চোখে তাকাচ্ছে!
দেখি আউল-ফাউল কি দাঁড়ায়!!
রিয়েল আবদুল্লাহ
সুন্দর লিখেছেন। রয়েছে বসন্তের অপূর্ব আবহ।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। নিয়মিত পাশে পেলে খুশি হবো। ভালো থাকুন নিরাপদে থাকুন
সুপর্ণা ফাল্গুনী
আড়চোখে তাকাক্ আর সুজা তাকাক্ কোনো সমস্যা নেই। এরকিছু অংশ কয়েকবছর আগে লেখা। সেটাকেই সাজিয়ে গুছিয়ে পেশ করলাম। আপনার এমন মন্তব্যে লেখাটা ধন্য হলো। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। অবিরাম শুভ কামনা
রেজওয়ানা কবির
বসন্তে মন এলোমেলো হয়ে পাখির মত ডানা মেলতে চাইছে দিভাই আপনার লেখা পড়ে। শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
বসন্তের এমন ই গুণ পাখির মতো ডানা মেলে হারিয়ে যেতে মন চায়, তবে চলেন হারিয়ে যাই।্্ অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে
রোকসানা খন্দকার রুকু
বসন্তের বর্নণা সবাই সুন্দর করেই দিলেন। আমি অবোধ আর কি বলি! ভালোবাসা ও শুভকামনা দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
কি যে বলেন না আপু। 🙂🙂 । নিয়মিত অনুপ্রেরণায় রাখার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকুন নিরাপদে থাকুন অবিরত শুভেচ্ছা
তৌহিদ
সকল ক্লিষ্টতা কেটে গিয়ে বসন্তকাব্যে মুখরিত হোক জীবন প্রকৃতি। আবারো চমৎকার একটি কবিতা পড়লাম।
শুভকামনা দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তবে তাই হোক বসন্তের কাব্যে প্রকৃতি সেজে উঠুক আপন আলোয়। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা সতত
আরজু মুক্তা
এখন তো শহরের রাস্তা ঘাটে কৃষ্ণচূড়া হরহামেশা চোখে পরে।
শহরেই বরং পালিত হয় রঙ বেরঙ বসন্ত। আর গ্রামে গাছের শাখায় শাখায়।
সুপর্ণা ফাল্গুনী
রঙ-বেরঙের ফুল এখন শহরেই বেশি খুঁজে পাওয়া যায়। তাই বসন্ত এখন শহরকেন্দ্রিক। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুভ সকাল
খাদিজাতুল কুবরা
বসন্ত আসুক সকলের প্রাণে বসন্ত হয়ে হসন্ত বিনে।
দারুণ সুন্দর বাসন্তী কবিতা লিখেছেন দিদি ভাই।
একমাত্র বার্তাবাহক বসন্তের দূত ও জব্দ হোক কৃষ্ণচূড়ার রঙে পলাশের ঢঙে।
জীবন হোক চিরবসন্ত ময়।
শুভেচ্ছা রইল অফুরন্ত।
সুপর্ণা ফাল্গুনী
আপনার সুন্দর শুভকামনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা।
মোঃ রাশিদুল ইসলাম
অসাধারণ লেখা,পড়ে বিমোহিত হলাম।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন। ভালো থাকুন নিরাপদে থাকুন। শুভ সকাল
সাখাওয়াত হোসেন
বসন্তের ছোঁয়ায় প্রকৃতির নতুন রূপ, নতুন লীলা বাংলার মানুষের জীবনকে অনাবিল স্নিগ্ধ আনন্দে ভরিয়ে তোলে। বসন্ত বাঙালির জীবনে এনে দেয় নব নব রূপ ও রসের অপরূপ ছন্দ। শীতে ঝরে যাওয়া জীর্ণ প্রকৃতি নবকলেবর সেজে ওঠে। গাছপালাতে লাগে নতুন সবুজের ছোঁয়া। আর কোকিলের কুহুতান এই অনাবিল আনন্দে এক নতুন মাত্রা যোগ হয়। আপনার কবিতায় বসন্তের রঙ দারুণভাবে ফোটে উঠেছে। ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। খুব খুব ভালো লাগলো ভাইয়া পাশে থাকার জন্য। সতত শুভেচ্ছা ও শুভকামনা রইলো
বোরহানুল ইসলাম লিটন
’রঙের বাহারে কেড়ে বিবর্ণতার ঘোর
বসন্ত খুলে দেয় প্রকৃতির দোর’
নিখুঁত চিত্রণে বসন্ত আগমনের অনন্য বর্ণন।
অনেক অনেক মুগ্ধতায় শুভেচ্ছা ও শুভ কামনা নিরন্তর।
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার মন্তব্য দিয়ে সর্বদা মন ভরিয়ে দেন। কবিতা দিয়ে আমাদের অতি প্রিয় ব্লগার সুপায়ন দাদা মন্তব্য করতেন তার রূপ আপনার মাঝেও পাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। শুভ রাত্রি
সাবিনা ইয়াসমিন
কবিতার প্রথম দিকে প্রকৃতির চিরাচরিত বসন্তের প্রতিরুপ, আর শেষদিকে! যেন একই মুদ্রার দুইদিক একসাথে তুলে ধরা হয়েছে। ভালো লাগলো কবিতা। শীতকে ডাইনী বুড়ির উপমা দেয়া ঠিক হয়নি, আগামী শীতে সে কিন্তু আবারও আসবে 🙂
শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
🤣🤣🤣 শীত কিন্তু আমার প্রিয় ঋতু তবুও ওর হাড়কাঁপানো কামড়ে কাবু হতেই হয়। আগামী শীতের অপেক্ষা করছি অধীর আগ্রহে। সুন্দর মন্তব্যের জন্য অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। ভালোবাসা অবিরাম 🌹🌹। শুভ রাত্রি
মনিরুজ্জামান অনিক
বসন্ত আসে, কাননে কাননে ফুল ফুটে।
মনে মনে বেজে উঠে স্নিগ্ধ সৌরভ।
কে রাখে কার খবর!
কার মনে মৃয়মান বসন্ত গৌরব।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ ভাইয়া। লেখাটি পড়ার জন্য কৃতজ্ঞ। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
জিসান শা ইকরাম
বসন্ত অত্যন্ত মনোহর রুপে, অতুলনীয় সাজে এসে প্রকৃতিকে করে তোলে রঙিন, মোহনীয়।
শহুরে কর্পোরেট জীবন তছনছ করে দেয় সব কিছু৷
কবিতা সুন্দর হয়েছে।
সুপর্ণা ফাল্গুনী
জবাব দিতে দেরি হলো বলে দুঃখিত দাদা ভাই। অফুরন্ত ধন্যবাদ ও ভালোবাসা। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম। শুভ সকাল