
অভিমানী প্রিয়াকে বললাম ফোনে-
একটি কথা শোনো,
তোমার সাথে এখন থেকে-
নেই গো রাগ কোনো।
দেখা করো আমার সাথে-
অনেক কথাই আছে,
ভালোবাসবো অনেক তোমায়-
থাকবো সদা কাছে।
প্রিয়তমা বলে এসব পুরাতন কথা-
শুনছি বহুবার আগে,
তোমার মুখের মিষ্টি কথাও এখন-
তেতো তেতো লাগে।
কিন্তু আমি শহরে আছি-
বেশ কদিন থেকেই,
পরিচালক আমায় নায়িকা বানালো-
প্রথমবার দেখেই।
১২টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
খপ্পরে পড়েছে প্রিয় কবি।
সুন্দর কবিতায় মুগ্ধতা চিরন্তন।
শুভ কামনা জানবেন অবিরাম।
শামীনুল হক হীরা
really.. nice comment. many many thanks
পপি তালুকদার
প্রিয়তমার মন থেকে ভালোবাসা হারিয়ে গেছে?
আশা করি হারিয়ে যাওয়া ভালোবাসা আবার ফিরে আসবে।
শামীনুল হক হীরা
no no. nevar..
আসবে না।দরকারও নেই।।
আরজু মুক্তা
মান অভিমান শেষ হোক।
শামীনুল হক হীরা
শেষ না হলেই ভাল।।
ধন্যবাদ।।
রোকসানা খন্দকার রুকু
আহারে নায়িকা হয়ে গেল!!!হা হা হা।
শামীনুল হক হীরা
আমার কষ্ট আর আপনি হাসেন।।
ভাল!!
ধন্যবাদ
সুপর্ণা ফাল্গুনী
আহারে এই হলো ভালোবাসা, জীবন। বাস্তবতা বড় কঠিন রে ভাইয়া। তবুও ভালো কিছু হোক এই কামনা রইলো। ভালো থাকুন নিরাপদে থাকুন
শামীনুল হক হীরা
তাই তো কি আর হবে।।
অনেক ধন্যবাদ।।
mohin
Onek.. Sundar
শামীনুল হক হীরা
thanks