
দুঃখ আমায় খুব ভালোবাসে
তাইতো কখনো যদি ভুলি অবহেলে,
দ্বিগুনে সে ধরে বক্ষে জড়ায়ে
যায় নাকো তবু ক্ষণিকের তরে ফেলে।
কখনো থাকলে বসে নিরজনে
জাগে যদি তাতে হারানো দিনের স্মৃতি,
সাথী সেজে দুখ ধেয়ে আসে সাথে
শান্তনা দিতে হয়ে বিরহের গীতি।
আষাঢ়ে গগনে যেন দিবা নিশি
খুশি আলাপনে মেঘ একসাথে খেলে।
সুখ সুখ বলে যদি কেঁদে মন
ভাবনার বশে কল্পের দেশে ঘুরে,
আশা স্বপ্নের মায়া হয়ে দুখ
পশ্চাতে চলে ভেলা বন্ধনে উড়ে।
অন্তর শুনে সায়রের ডাক
যদি বা ক্ষরণ দ্বার ধরে কভু মেলে।
ছবি : সোনেলা গ্যালারী থেকে।
৮টি মন্তব্য
আরজু মুক্তা
দুঃখ আছে বলেই সুখ এতো ভালো লাগে।
বোরহানুল ইসলাম লিটন
মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
কৃতজ্ঞতায় ধন্যবাদ রইল নিরন্তর।
সুস্থ থাকুন ভালো থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
দুঃখ ই আমাদের সবার চির সাথী, না চাইলেও জড়িয়ে ধরে, পাশে পাশে ছায়ার মতো লেগে থাকে। দুঃখ না থাকলে সুখের অনুভুতি পাওয়া হতো না। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন
বোরহানুল ইসলাম লিটন
মন্তব্যে অতিশয় তুষ্ট হলাম।
আন্তরিক ধন্যবাদ রইল অন্তহীণ।
সুস্থ থাকুন ভালো থাকুন।
পপি তালুকদার
দুঃখ আর সুখ দু’জন ই পরস্পরের পরিপূরক।দুঃখ আছে বলে সুখ এত তৃপ্তিকর।
কবিতার জন্য প্রীতি ও শুভেচ্ছা রইল।
বোরহানুল ইসলাম লিটন
মন্তব্যে বিমোহিত হলাম।
আন্তরিক ধন্যবাদ রইল নিরন্তর।
সুস্থ থাকুন ভালো থাকুন।
ছাইরাছ হেলাল
সুন্দর দুঃখবাদী কবিতা।
স্বপ্নের মায়া ও আশা থাকে দুঃখ নিয়ে, বেশ বলেছেন কিন্তু।
বোরহানুল ইসলাম লিটন
মন্তব্যে পরিতুষ্ট হলাম।
আন্তরিক ধন্যবাদ রইল অফুরাণ।
সুস্থ থাকুন ভালো থাকুন।