তুমি আমার

বোরহানুল ইসলাম লিটন ৩ মার্চ ২০২১, বুধবার, ০৬:৫৭:২৩পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

ঘন তমসায় জাগা অভাগার মনে
বারিদের আড়ে উঠা এক ফালি চাঁদ,
বরষায় গৃহহারা অসহায়ী রণে
দুখিনীর খুঁজে পাওয়া গলা ডোবা বাঁধ।

দূর পানে ছুটে চলা চপল দু’পায়ে
ফিরে দেখা পথিকের আধো জাগা বেলা,
অকুল পাথারে চলা ডুবু ডুবু নায়ে
ব্যাকুলে নজরে পড়া নাতি দূরে ভেলা।

তুমি বিনে জীবনটা বড় আশাহীণ
হয়তো পাইনি বলে আপনার দেখা,
তবু দান কৃপা এসে যদি ভাবি দীন
মহিমায় হৃদে আঁকে অনুভবে রেখা।

তবুও হৃদয় কেন খুঁজে নীলাচল!
সকল আশা কি তবে বাসনার বল!!

ছবি : সেনেলা গ্যালারী থেকে।

১৭৭১জন ১৬০১জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ