
দাও গো প্রভু চরণ তলে, ঠাঁই!
তুমি আমার প্রাণের স্বামী
তুমিই মালেক সাঁই।
যতই করি ছল চাতুরী
দম্ভে কথায় জারি জুরি
তিন ভুবনে তুমি ছাড়া
আর কেহ মোর নাই।
না যদি পাই তোমার কৃপার দ্বার,
বৃথাই যাবে মানব জনম
সব খোয়ে মান সার।
আমি তোমার দাস গো প্রভু
পারবে কি তা সইতে তবু
জ্ঞান বিনে শেষ অন্ধে হলে
পথের মাঝেই হার!!
ছবি : সোনেলা গ্যালারী থেকে।
১৩টি মন্তব্য
পপি তালুকদার
প্রথম হইলাম। মহান সৃষ্টিকর্তা ছাড়া আমাদের কোনো মামুদ নাই।
ভালো লিখছেন।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্য পেয়ে গভীরভাবে কৃতজ্ঞ।
আন্তরিক ধন্যবাদ জানবেন অফুরাণ।
সুস্থ থাকুন ভালো থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
ঈশ্বর মঙ্গল করুন সবার। উনিই আমাদের শেষ ঠিকানা। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো
বোরহানুল ইসলাম লিটন
মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
কৃতজ্ঞতায় ধন্যবাদ রইল নিরন্তর।
সুস্থ থাকুন ভালো থাকুন।
ছাইরাছ হেলাল
আমরা একমাত্র তাঁর ই কাছে সমর্পিত হতে চাই, কায় মন বাক্যে।
বোরহানুল ইসলাম লিটন
মূল্যবান মন্তব্যে ভীষণ প্রীত হলাম।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল অন্তহীণ।
সুস্থ থাকুন ভালো থাকুন।
আরজু মুক্তা
আল্লাহ ভরসা। উনিই আশ্রয়স্থল
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে অতিশয় তুষ্ট হলাম।
কৃতজ্ঞতায় ধন্যবাদ রইল অপরিসীম।
সুস্থ থাকুন ভালো থাকুন।
সাবিনা ইয়াসমিন
জ্ঞানে-জনে-ধনে-মূর্খতায় বা সজ্ঞানে আমরা তারই সহায় চাই। আলহামদুলিল্লাহ, তিনি সদাই জাগ্রত থাকেন আমাদের জন্য।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
বোরহানুল ইসলাম লিটন
অনেক সুন্দর মন্তব্য দানে ভীষণ অনুপ্রাণিত করলেন।
কৃতজ্ঞতায় আন্তরিক ধন্যবাদ রইল নিরন্তর।
সুস্থ থাকুন ভালো থাকুন।
মোঃ মজিবর রহমান
তাঁর উপরই আসল ভরসা। সর্ব সাকুল্যে সেই মাথার উপর।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে অতিশয় প্রীত।
কৃতজ্ঞতায় ধন্যবাদ রইল অন্তহীণ।
সুস্থ থাকুন ভালো থাকুন।
আপনাকে বেশ অনেক দিন পরে পেলাম পাতায়
নিশ্চয় ভালো আছেন?
মোঃ মজিবর রহমান
আল্লাহ পাকের রহমতে ভালো আছি ভাই। আপনিও ভালো থাকুন।