
জীবনটা যদি হতো অতি সোজা
চলনের পথ বিনে,
কেউ কি কখনো স্বর্ণ বিকায়ে
তামা নিতো মোহে কিনে!
সয়ে সদা শত নাশকের ঘাত
প্রকৃতির অবহেলা,
শুধু কি তটিনী কুলু কুলু রবে
প্রবাহতে করে খেলা!
রাখতে সে মান চলনের মূল
গড়ে তুলে তার সবুজে দু’কূল
তবুও কি কেউ বসতি না পেলে
রাখত হৃদয়ে ঋণে!
জীবনটা যদি হতো অতি সোজা
চলনের পথ বিনে!
যদি বা না ভরে অবারিত মাঠ
সবুজ শস্য ক্ষেতে,
উঠতো কি সদা বাতাসের দোলে
প্রাণিকুল খোশে মেতে!
না ধরলে কভু সুমধুর ফল
ক’জনই বা যায় বৃক্ষের তল
তবু জেনে মন না হলে ব্যাকুল
কর্মের ফল বিনে,
কেউ কি কখনো স্বর্ণ বিকায়ে
তামা নিতো মোহে কিনে!
৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
সত্যিই অত সোজা হলে সোনা-ই কুড়িয়ে নিতো সবাই। কষ্ট বিনে সুখ নাহি দেয় ধরা। অসম্ভব সুন্দর একটা কবিতা। ভালো থাকুন সবসময় শুভ কামনা নিরন্তর
বোরহানুল ইসলাম লিটন
যথার্থ বলেছেন প্রিয় কবি।
কৃতজ্ঞতায় ধন্যবাদ অপরিসীম।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
আরজু মুক্তা
কষ্ট করেই জিততে হয়।
শুভকামনা
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ রইল নিরন্তর।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
ছাইরাছ হেলাল
কাজের মধ্যেই সাফল্য, ত্যাগের বিনিময়ে।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন অবিরাম।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
পপি তালুকদার
কর্ম বিহীন ফল লাভ করা যায়না। কর্ম ই ধর্ম।
তাই কর্ম হোক যর্থাথ।
শুভকামনা রইল।
বোরহানুল ইসলাম লিটন
মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
কৃতজ্ঞতায় আন্তরিক ধন্যবাদ রইল নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।