আমার জীবনে বিশেষ কোন দিবস নেই,
সত্যিকারের মানুষকে ভালবাসার জন্য
বা ভালবাসতে বিশেষ দিন লাগেনা,
আমার ভালবাসার মানুষ-
যখন চোখের সামনে থাকে
তখন মনে হয় প্রতিটা মূহুর্ত ভাল লাগার,
যখন আমার সাথে কথা বলে-
তখন মনে হয়,
প্রতিটা ক্ষণ আমার ভালবাসার।
ভালবাসা থাকবে প্রতিটি মূহুর্তে-
প্রকিটি সেকেন্ডে-মিনিটে-ঘন্টায়।
যে ভালবাসা হবে একান্তই আপনজনের-
ক্ষনিকের নয় সারা জীবনের দুটি হৃদয়ের।
আমার ভালবাসা তেমনি,
যাকে ভালবাসি মন থেকে,
হৃদয় থেকে,অন্তর থেকে।
নির্ভেজাল স্বর্গ হতে যে ভালবাসা এসেছে-
তার পরশেই আমি ভালবেসেছি,
যার জন্য কোন দিন নির্ধারণ করা লাগেনা,
আমার ভালবাসা এমনই ছিল,আছে,থাকবে।
আমার সব ভালবাসা শুধু ভালবাসার জন্যই,
যা কোন কিছুতে দেওয়া যায়না,
নিতে হয় শুধু অন্তরের ভালবাসা দিয়ে।

৮টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
ভালোবাসার বিনিময়ে ভালোবাসা
তবেই তো জাগবে ক্ষণে ক্ষণে আশা।
মুগ্ধতায় শুভেচ্ছা ও শুভ কামনা অন্তহীণ প্রিয় কবি।
শামীনুল হক হীরা
একদম।।মন্তব্যের জন্য ধন্যবাদ।।
আরজু মুক্তা
প্রতিটিদিন ভালোবাসাময় হোক
শামীনুল হক হীরা
ধন্যবাদ প্রিয়।।
সুপর্ণা ফাল্গুনী
ভালোবাসার মানুষ সাথে থাকলে প্রতিদিন, প্রতিমুহূর্ত ভালোবাসা জেগে রয়। চমৎকার লিখলেন। ভালোবাসা ও বসন্তের শুভেচ্ছা ও শুভকামনা রইলো
শামীনুল হক হীরা
তা ঠিক যাদের আছে তাদের জন্য।আমার নেই।আবেগ দিয়ে লিখেছি প্রিয়।ধন্যবাদ সতত।
পপি তালুকদার
এ যেন এক চরম সত্য কথা। ভালবাসার কোন দিন লাগেনা ক্ষন লাগেনা। ভালোবাসা প্রতি মুহূর্তের জন্য।
শামীনুল হক হীরা
একদম ঠিক প্রিয়।ভাল লাগল চমৎকার মন্তব্য পেয়ে।ভাল থাকবেন।