কেউ অনলাইনে নেই!
মাগো পুইয়ের মাচা পুরো খালি
তুমি চারা লাগাবে বলে,
আমি দুটো পুইয়ের চারা এনেছি
চারাগুলো আজ নুয়ে পড়ছে,
প্রখর রোদে।
মাগো তুমি কোথায়
তোমায় তো আমি সারাবেলা খুজলাম
তুমি তো কোথাও নেই,
মাগো তুমি কোথায়,
তোমায় না পেয়ে আমি বসে আছি,
হিজল অশ্বত্থ গাছের নিচে ভগ্ন হৃদয়ে
পাশ দিয়ে যায় হাজার হাজার নারী পারি দেয় রাস্তা,
শুধু তুমি নেই মা,
কোথায় তুমি
কোথায় আছো বল –
তুমি পুইয়ের চারা লাগাবে না
দেবে না মা গাছে জল।
তোমার কথা ভাবে আজ আমি
কাঁন্না করলাম, মা,
তুমি আমার কাছে নেই
তাই বা বারবার তোমাকে আজ আমার মনে পড়ছে
কোথায় তুমি, কেমন আছো।
দিম্মা বলে,
তুমি নাকি তারামন সেতারার মতো বিশেষ কাজ করেছে,
ওরা তো মা, বাড়ি ফিরেছে
তুমি কেন বাড়ি ফির না ?
তুমি কোথায় আছো
কখন আসবে, মা ।
তোমার সাদা শাড়ির লাল পাড়ের মতো
পুরো শাড়ি কেন লাল মা,
এরূপ তো ছিল না।
দিম্মা বলে
তুমি তো আর ফিরবে না
কেন মা,কেন?
তুমি নাকি আকাশের তারা হয়েছো,
তার কারণ, তুমি নাকি মুক্তিযুদ্ধের সাহায্য করতে
দিতে জল খাবার,
পাকদের হাতে নিষ্পেষিত হয়ে গেছে তুমি
দিম্মা বলেছে।
মাগো, তোমার পানের বাটির দিকে চোখ গেলে মনে হয়
তুমি বুঝি এখনি আসবে পানের জন্য,
তোমায় আশায় আজও পথ চেয়ে থাকি,
কখন আসবে,
কখন আসবে তুমি।
রচনাকালঃ
০৭/০৬/২০২০
১১টি মন্তব্য
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আমাদের মুক্তিসংগ্রামে মা-বোনদের অবদান, ত্যাগ, আত্মদান অপরিসীম। চমৎকার বলেছেন — “তুমি নাকি আকাশের তারা হয়েছো,
তার কারণ, তুমি নাকি মুক্তিযুদ্ধের সাহায্য করতে
দিতপ জল খাবার”,।
জাহাঙ্গীর আলম অপূর্ব
বহু ত্যাগ আর কষ্টের বিনিময়ে অর্জিত বাংলার স্বাধীনতা।
শুভকামনা রইল সতত
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
শুভেচ্ছা রইলো ।
মনির হোসেন মমি
মা ও মুক্তিযুদধ ।চমৎকার বন্দনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
আরজু মুক্তা
একজন একজন বীরাঙ্গনা আমার মা। এদের কাহিনী শুনলে আমি স্থির থাকতে পারিনা। ভালোথাকুন তারা হয়ে।
জাহাঙ্গীর আলম অপূর্ব
অপূর্ব মন্তব্য করেছেন প্রিয় পাঠক
শুভকামনা রইল সদা
ছাইরাছ হেলাল
অনেক অনেক ত্যাগের এ অর্জন আমাদের।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল নিত্য
সুপর্ণা ফাল্গুনী
বীরাঙ্গনাদের কষ্ট সহজেই অনুমেয় কিন্তু কিছু মানুষ তাদের স্বীকৃতি দিতে চায়না। পরিবার, সমাজ থেকে তারা বিতাড়িত হয়। সকল বীরাঙ্গনাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা রইল।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম ঠিক বলেছেন প্রিয় পাঠক
শুভকামনা রইল