
কোকিলের ঠোঁটে ধ্রুপদী সুর-ব্যঞ্জণ
বসন্তের আগমনী বার্তা;
তিন ফসলি জমিনে হরিদ্রার সমুদ্র-নাচন;
রঙ-বেরঙের ফুল কাননে চঞ্চরী, পুলস্ত্যদের অভিসার।
কিশোরীর কর্ণ-লতিকার একখন্ড ভিটায় সোনার ফসল হাসছে অবিরত;
পান্থ পরিযায়ীর নেশার উষ্ণতায় রাঙ্গানো কপোলের উন্মুক্ত ময়দান;
অধরের চুম্বকীয় সঙ্গমে সুনামির সর্বনাশা জলোচ্ছ্বাসে
বাঁধ ভাঙ্গে দেহের কঙ্কণ।
ললাটে শিমুল রাঙ্গা-ময়ুখমালী ছড়ায় প্রেমের পীড়ন-
পরিপাটি খোঁপার পাপড়ি এলোমেলো হয় শীতের পুরুষালী আদিমত্যে।
হৃদয়ের এক চিলতে উঠোন জুড়ে একফালি সুখ- কিচিরমিচির ঝঙ্কারে ভরিয়ে তুলে প্রতিটি ঊষা;
পরদেশী বাবুর পশমীয় কার্পেটে কিশোরীর কাজল ঘেরা নদীর চঞ্চলতা কামনার বর্ষণ উছলায় ।
ছবি-গুগল
রচনাকাল-২৯শে জানুয়ারী ২০২১
২৬টি মন্তব্য
ফয়জুল মহী
নৈপুণ্যময় ও নান্দনিকতার নির্যাসে এক নিপুণ নির্মাণ!
ভালো লাগা অশেষ।
সুপর্ণা ফাল্গুনী
প্রথমেই অভিনন্দন প্রথম মন্তব্য করার জন্য। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা। ভালো থাকবেন। শুভ সকাল
ছাইরাছ হেলাল
করোনাকালে বসন্ত এবার জুত মত মেলে দেখতে/দেখাতে পারছে না।
তবুও মুখপুড়ি-বসন্ত বলে কথা!!
সুপর্ণা ফাল্গুনী
হা হা হা। মুখপুড়ি-বসন্ত না এলে যে প্রকৃতির ফুলশয্যা দেখতে পাবো না। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম। শুভ সকাল
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাময় কবি দিদি অনেক শুভেচ্ছা রইল
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর। শুভ সকাল
জাহাঙ্গীর আলম অপূর্ব
অনবদ্য কাব্য শৈলী রচিল
শুভকামনা রইল সদা
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সবসময় শুভ কামনা নিরন্তর। শুভ সকাল
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আবেগময় প্রকাশ — হৃদয়ের এক চিলতে উঠোন জুড়ে একফালি সুখ- কিচিরমিচির ঝঙ্কারে ভরিয়ে তুলে প্রতিটি ঊষা;
পরদেশী বাবুর পশমীয় কার্পেটে কিশোরীর কাজল ঘেরা নদীর চঞ্চলতা কামনার বর্ষণ উছলায় ।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। পাশে থাকার জন্য কৃতজ্ঞ। ভালো থাকবেন সবসময় শুভ কামনা নিরন্তর। শুভ সকাল
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
শুভ কামনা রইলো দিদি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য ও শুভকামনা
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর আগমনী বার্তা দিলেন প্রিয় কবি।
চঞ্চলা বসন্তের মনোহরা চিত্রণে মুগ্ধ।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা অন্তহীণ।
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। নিরাপদে থাকুন সুস্থ থাকুন সতত। শুভ সকাল
তৌহিদ
কিশোরীর উচ্ছলতায় সকল জড়তা কেটে গিয়ে আসুক বসন্তের আগমনী বার্তা। আপনিও ভালো থাকুন দিদিভাই।
শুভকামনা জানবেন।
সুপর্ণা ফাল্গুনী
সব জড়তা কেটে গিয়ে আসছে বসন্তরাজ। আপনি ও ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা নিরন্তর। শুভ সকাল
রোকসানা খন্দকার রুকু
বসন্ত আগমন কবিতায় বেশ জমজমাট।
শুভ কামনা রইলো দিদিভাই॥🥰🥰
সুপর্ণা ফাল্গুনী
আপনার জন্য ও শুভকামনা রইলো 💓💓💓। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো। শুভ সকাল
রেজওয়ানা কবির
বসন্ত এসে গেছে লেখা পড়ে অবগত হলাম আপু।বসন্তে মন ছুয়ে যাক সকল মানুষের এই কামনা। শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। নিরাপদে থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর
আরজু মুক্তা
আপনার আর হেলাল ভাইয়ের কারণে এবার বসন্ত পাখা মেলবেই।
শুভকামনা
সুপর্ণা ফাল্গুনী
বসন্ত পাখা মেলেই আছে উড়বার অপেক্ষায় আছে। ধন্যবাদ আপু। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
জিসান শা ইকরাম
কিশোরীর বসন্তের সুর-ব্যঞ্জণ অত্যন্ত সুন্দর ভাবে উপস্থাপিত হয়েছে কবিতায়।
অনেক ভালো লেগেছে।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা ভাই। ভালো থাকুন সুস্থ থাকুন। অফুরন্ত শুভকামনা
নবকুমার দাস
বসন্ত এসে গেল । বসন্ত যেন এক দূত যে ঝরাপাতার রাত্রি শেষে নবীন কিশলয়ের গুনগুন গান শুনিয়ে যায় । কিশোর-কিশোরীদের শীতঘুম ভাঙিয়ে যায় । সুরব্যঞ্জনায় বসন্তবাহার চুইয়ে পড়ে । ভালো লাগলো দিদিভাই ।🌷👌
সুপর্ণা ফাল্গুনী
হ্যাঁ দাদা বসন্ত এসে গেছে। বসন্তের অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন সতত