
সব চলে যায় কালের পেটে
কেউ করে না রাজ,
মান খোয়ে জন করছে তবে
কিসের বড়াই আজ!
আজ যে আছে থাকবে না কাল
কিংবা পরের দিন,
সমন এলে পারবে কি কেউ
গুনতে দু’এক তিন!
ধন লোভে বেশ বাড়ছে তবু
শঠ ছলনের দর,
ক্যান যে এলো ধরার বুকে
রাখছে না সে বর।
বিজ্ঞ সেজে ভর দিনমান
করলে হেসে খেল,
থাকবে কি আর ফিরতি কালে
শান্তি সুখের দেল!
তাই বলি রোজ যতই গড়ো
দম্ভী শ্বাসের দ্বার,
মান বিনে কি যায় টিকানো
দুই জনমের সার!!
১৮টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ ছন্দময় কবি দা
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ রইল কবি দা।
ভালো থাকুন সবসময়।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আমরা প্রতিনিয়তই দম্ভ দেখাই, বড়াই করি কিন্তু দিন শেষের হিসেব করিনা কেউই , দারুণ প্রকাশ — তাই বলি রোজ যতই গড়ো
দম্ভী শ্বাসের দ্বার,
মান বিনে কি যায় টিকানো
দুই জনমের সার!!
বোরহানুল ইসলাম লিটন
মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ রইল অপরিসীম।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
পপি তালুকদার
সত্যি কিসের বড়াই কেউ ই থাকবেন। যখন সময় আসবে সব ফেলে ছলে যেতে হবে।দারুন ছন্দে সাজিয়েছেন।ভালো হয়েছে।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্য পেয়ে মুগ্ধ হলাম।
আন্তরিক ধন্যবাদ রইল নিরন্তর।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
ছাইরাছ হেলাল
মান না বাঁচলে দম্ভ দেখিয়ে আর কী বা লাভ।
বোরহানুল ইসলাম লিটন
মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ রইল সীমাহীণ।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
আরজু মুক্তা
বড়াই করে কি লাভ? তাদের সবাই অপছন্দ করে।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে বিমোহিত হলাম।
আন্তরিক ধন্যবাদ রইল অপরিসীম।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
তৌহিদ
ছবিটি কিন্তু অসাধারণ!
ক্ষণিকের এ পৃথিবীতে মানুষ অযথাই বড়াই করে। অথচ গন্তব্য সকলের সেই অমোঘ যাত্রাপথে এটা ভুলে যাই সকলেই।
শুভকামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ রইল নিরন্তর।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
জিসান শা ইকরাম
মিছেই আমরা বড়াই করি, সম্পদের পিছনে ছুটি।
যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের মৃত্যুর পরে কবর দেখলাম কয়েকদিন আগে।
মাত্র কয়েকদিন আগে মৃত্যু হয়েছে তাঁর। দাফন করার পরে তাঁর কবরের ওখানে কেউ গিয়েছে বলে মনে হয়না।
ভালো লিখেছেন ভাই।
শুভ কামনা।
বোরহানুল ইসলাম লিটন
মূল্যবান মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
নির্মম সত্য জেনেও আমরা কর্মকে অবহেলা করে চলি।
আত্মার টান না থাকলে মানব জনমই যেন বৃথা, শ্রেষ্ঠত্ব তো অনেক দূরের কথা।
কৃতজ্ঞতায় আন্তরিক ধন্যবাদ রইল নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
রোকসানা খন্দকার রুকু
তাই বলি রোজ যতই গড়ো
দম্ভী শ্বাসের দ্বার,
মান বিনে কি যায় টিকানো
দুই জনমের সার!!**** অনিবার্য সত্য। জেনেও আমরা না জানার, না বোঝার ভান করি। শুভ কামনা রইলো
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ জানবেন অবিরাম।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
বড়াই, দম্ভ, লোভ লালসা দূর হোক তাহলেই সুন্দর পৃথিবী আরো সুন্দর হবে , মানুষ শান্তিতে বসবাস করতে পারবে যতদিন বাঁচে। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ সকাল
বোরহানুল ইসলাম লিটন
মন্তব্যে মূল্যবান কথা বলেছেন প্রিয় কবি।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা অপরিসীম।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।