
তোমায় মন পাখি করে হৃদয় পিঞ্জিরায়
দিয়েছিলাম স্থান,
শকুন হয়ে হৃদয়টা ঠুকরে ঠুকরে খেলে
হল স্বপ্নের অবসান।
ধারালো ঠোঁটের আঘাতে রক্তাক্ত চোখ
লালচে ফোটায় ভেজা মুখ,
বিষাক্ত চাহনির তীব্র রশ্মির ঝলকানি
ক্ষতবিক্ষত আশা ভরা বুক।
নখের আঁচড়ে মনের চাঁদটাও ছিন্নভিন্ন
স্বপ্ন তারকারা পরিণত লাশে,
আশার মেঘগুলোও ডানার আঘাতে আহত
মন শকুন হয়ে উড়ছ আকাশে।
১০টি মন্তব্য
স্বপ্ন নীলা
বিষাক্ত চাহনির তীব্র রশ্মির ঝলকানি
ক্ষতবিক্ষত আশা ভরা বুক।” ——লাইন দুটি ভীষণ ভালো লেগেছে, পুরো কবিতায় এক ধরনের কষ্ট বিদ্রোহ হয়ে ধরা দিয়েছে, গদ্য ছন্দের কবিতাখানি আমার ভাল লেগেছে—- শুভকামনা রইল
শামীনুল হক হীরা
ধন্যবাদ অনন্ত।। সময়ের জন্য আসতে পারিনা।।
সুপর্ণা ফাল্গুনী
মন পাখি শকুন হয়ে ঠুকরে ঠুকরে খেল। সুঁই হয়ে ঢুকে ফাল হয়ে বেরলো আর কি। কষ্টের ছবিটা , বিদ্রোহের উত্তাপ টা ভালোভাবেই বোঝা গেল। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
শামীনুল হক হীরা
অনেক ধন্যবাদ।।
আরজু মুক্তা
শকুন হয়ে ঠুকরে খেলো। জীবনটা এমনি।
শুভকামনা
শামীনুল হক হীরা
অনেক অনেক ধন্যবাদ। মন্তব্য পেয়ে আনন্দিত হলাম।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর উপমায় বিরহের কবিতা।
গড়ার আশায় মন করলে দান
তবেই হয় সুন্দর প্রেমে সমৃদ্ধ জীবন।
আন্তরিকতায় শুভেচ্ছা ও শুভ কামনা অন্তহীণ প্রিয় কবি।
শামীনুল হক হীরা
ধন্যবাদ সহ ভালবাসা নিবেন।
আলমগীর সরকার লিটন
চমৎকার কবি দা
কামাল উদ্দিন
শকুন এখন দুর্লভ প্রাণী, বুঝা যায় আপনার প্রিয়াও বেশ দূর্লভ ছিলো 🙂
………..শুভ কামনা জানবেন কবি।