সর্পের দর্প

বোরহানুল ইসলাম লিটন ২২ জানুয়ারি ২০২১, শুক্রবার, ০৯:১৭:৪৫পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য

কিনতে এসে ভবের হাটে
স্বর্গ সুখের ধাপ,
মনের ভুলে কিনছি শেষে
মস্ত বড় সাপ।

ভাবনু পুষে পায় যদি সুখ
ভুলবে আপন রোষ,
হোক বা কারণ অকারণে
করবে না আর ফোঁস।

বৃথাই আমার স্বপ্ন আশা
স্বার্থে হয়ে বুঁদ,
রোজ বসে সে আসল ফেলে
কষতে হিসেব সুদ।

চিনলো না শেষ সখ্য স্বজন
আপনা কে বা পর,
মত্ত থেকে রং রোশনে
করলো মলিন দর।

সার না পেলে অন্তে আলো
শ্বাস যদি হয় লীন,
জ্বলবে কি আর কর্ম ভুবন
আত্মা হলে ভিন!!

৭০৮জন ৫৩৬জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ