
প্রাকৃতিক বৈচিত্র্য মেনে আমাদের দেশে বিভিন্ন ঋতুর আগমন ঘটে। সব ঋতুর মাঝেই আলাদা আলাদা বৈশিষ্ট্য দেখা যায়। মানুষের মন অনুযায়ী ঋতু গুলো নিজেদের সাজায় না, কিন্তু আমরা মানুষেরা খুব সহজেই ঋতু গুলোর সাথে খাপ খাইয়ে নিতে পারি। ঋতুর চাহিদানুযায়ী নিজেদের সাজাতেও পারি।
এখন শীতের মাঝামাঝি। স্বাভাবিক ভাবেই এখন প্রকৃতিতে শীত ঋতুর পদচারণা। কেউ সারা বছর অপেক্ষায় থাকে শীতের, কেউ বা শীতকে করে ঘৃণা, তাতে কি? এসবে শীতের কিছুই যায় আসে না। শীত আসবে যাবে শুধুমাত্র প্রকৃতির নিয়ম মেনে, আমাদের খেয়ালখুশি মতো নয়।
রং বেরংয়ের পোশাক, নানা রকম ফুল থেকে শুরু করে সবজি ক্ষেত, এমন কোথাও এক ইঞ্চি স্থান খুঁজে পাওয়া যাবে না যেখানে শীতের আধিপত্য নেই। হিম কুয়াশায় জড়িয়ে অথবা শীতমাখা রোদ্দুরে কড়কড়ে একটা অনুভূতি অন্য কোন ঋতুতে নেই।
শীত এসেছে মনাদের শহরেও। সূর্যদোয় হতে সূর্যাস্ত , সন্ধ্যা থেকে সারারাত শীত ওদের পাশেই থাকে। খুব ভোরে রাস্তার পাশে উনুন জ্বালিয়ে মনার মা ভাঁপা পিঠা বানায়, ওটা খেতে যেমন মজা তেমনি সন্ধ্যাবেলায় মনার বাবার হাতের চিতুই পিঠাও কম টেস্টি না, সাথে দশ রকমের ভর্তা ফ্রী! মনারা শীত উপভোগ করতে জানে, শীত এসে ওদের ছোট পরিবারের অভাব দূর করে দেয়, ওরা তাই শীতকে ভালোবাসে।
শীত এলে রাতুলের খুব রাগ হয়। দুইদিন পার না হতেই ওর মা শাওয়ার নেয়ার জন্য তাগাদা দেয়। শুধু কি তাই! যতক্ষণ না গা ঘষেমেজে চকচকে না হয় ততক্ষণ সামনেই দাঁড়িয়ে থাকে। রাতুলের অপছন্দের ঋতু শীত।
সিকদার সাহেবের শ্বাসকষ্ট বেড়ে যায় শীত এলেই। বয়স হয়েছে, একবার কাশতে শুরু করলে আর থামতে পারেন না। পরনের পোশাক নষ্ট হয়ে যায়। তার ওয়াইফ মারা যাওয়ার পর থেকে শীত তার জীবনে অভিশাপ হয়ে আসে। প্রতিবারই তার ইচ্ছা হয় আগামী শীত আসার আগেই পৃথিবী থেকে বিদায় নিতে।
আমি গোধূলী, স্বপ্নের সাথে আমার বসবাস। পুরো নাম স্বপ্ন গোধূলী, হুম, নামে একটু হেয়ালি আছে, আর আমিও কিছুটা খেয়ালী। প্রিয় ঋতু- শীত।
২২টি মন্তব্য
জিসান শা ইকরাম
স্বাগতম আপনাকে সোনেলার উঠোনে।
বিভিন্ন জনের কাছে শীতের আমেজ বিভিন্ন হয়। আমার ছোট ছেলেকে শীতকালে টেনে হিচড়ে গোসল করাতে নিতে হয়। আমারও শীতে শাওয়ার নিতে কস্ট হয়।
তবে সব কিছু নিয়ে শীতকালই আমার কাছে ভালো লাগে।
প্রথম পোস্টে শীতকে নিয়ে একান্ত অনুভুতি ভালো হয়েছে।
নিয়মিত লিখুন, অন্যদের লেখা পড়ে মন্তব্য দিন। সবার সাথে একটি সুন্দর ব্লগিয় বন্ধুত্ব তৈরি করুন।
নীতিমালা অবশ্যই পড়ে নিবেন। প্রথম পাতার নীচে নীতিমালা আছে।
ফিচার ছবি হিসেবে দেয়া নিজের তোলা না হলে কোন উৎস থেকে নিয়েছেন, তা পোস্টের শেষে লিখে দিবেন।
শুভ কামনা,
শুভ ব্লগিং।
স্বপ্ন গোধূলি
আপনার কমেন্টে অনুপ্রেরণা পেলাম। চেষ্টা করবো সবার সাথে অনুরুপ বন্ধুত্ব তৈরী করার।
ছবিটা গুগল থেকে নিয়েছি। এটাকি পোস্টে লিখতে হবে?
ধন্যবাদ।
জিসান শা ইকরাম
হ্যা পোস্টের নীচে লিখতে হবে।
এভাবে লিখুন : ছবি গুগল থেকে নেয়া।
অন্যকারো ছবি হলে তার নাম দিতে হয়।
স্বপ্ন গোধূলি
দিতে পারছি না। পরেরবার থেকে একবারে লিখব।
বন্যা লিপি
গোধূলী স্বপ্ন, সোনেলায় স্বাগতম আপনাকে। আপনার প্রথম লেখায় প্রকৃতির শীত ঋতু নিয়ে সমাজের উঁচু, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেনীর দৃষ্টি ভঙ্গি তুলে ধরেছেন খুবই নমনীয় ভাবে। অর্থাৎ আপনার লেখনী বলে দিচ্ছে আপনার লেখার হাতের যশ সম্পর্কে। সহ ব্লগার হিসিবে আপনাকে স্বাগতম। আশা করছি আমরা আপনাকে আমাদের লেখাতেও আপনার সুচিন্তিত মতামত পাবো। নিয়মিত লিখুন, আমাদের উঠোনে আমাদের সাথেই থাকুন। শুভ কামনা নিরন্তর।
স্বপ্ন গোধূলি
আপনার এমন আন্তরিক স্বাগতবার্তা আমাকে আপ্লুত করেছে। পোস্ট দেয়ের পর থেকে খুব ভয়ে ছিলাম। হয়তো আমার লেখাটা মানসম্পন্ন হয়নি ভেবে। আপনাকে অনেক ধন্যবাদ দিচ্ছি সুহৃদ। আপনাদের লেখা গুলো পড়ে মতামত সুগঠিত কমেন্ট দিতে চেষ্টা করবো। অনুগ্রহ করে ভুলত্রুটি গুলো মার্জনা করবেন।
আবারো ধন্যবাদ দিচ্ছি।
মনির হোসেন মমি
শীত নিয়ে যখন সোনেলায় স্বাগতম তখন গরম গরম লেখা পড়েও উষ্ণ পেতে ইচ্ছে করছে ।স্বাগতম সোনেলা ব্লগে। সত্যিই তাই কারো ভাল লাগা না লাগা নিয়ে শীতের আগমন ঘটে না।প্রকৃতির নিয়মেই শীত আসে। ভাল লগল লেখাটা।
স্বপ্ন গোধূলি
অশেষ ধন্যবাদ আপনাকে। আপনাদের সহযোগিতা পেলে লিখতে পারবো ইনশাআল্লাহ।
বোরহানুল ইসলাম লিটন
ঋতু বৈচিত্র বাংলাদেশের ঐতিহ্য।
ষড় ঋতুই মনোহরা।
খুব ভালো লেগেছে শীতের চিত্রায়ণ।
মুগ্ধতায় শুভেচ্ছা রেখে গেলাম একরাশ।
স্বপ্ন গোধূলি
আপনার পড়েও বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ দিচ্ছি।
প্রদীপ চক্রবর্তী
শীতকাল নিয়ে যথার্থ লিখেছেন।
আর এ শীতকালে জড়িয়ে আছে হাজারও স্মৃতি।
.
সোনেলায় আপনাকে স্বাগতম।
স্বপ্ন গোধূলি
বেশ সুন্দর করে বলেছেন আপনি।
ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা আপনাকেও।
তৌহিদ
সোনেলার উঠোনে স্বাগতম আপনাকে। আমরা জন্মগতভাবেই আসলে সব ঋতুতেই অভ্যস্ত হয়ে পড়ি যা প্রকৃতিই শিখিয়ে দেয়। তবে বয়সের সাথে কিছু অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায় বটে। শিশু কিংবা বয়োবৃদ্ধ সমস্যা হয়ই আসলে এই শীতে। ব্যক্তিগত পছন্দ অপছন্দেরও বিষয় আছে।
নিয়মিত আপনার লেখা পাবো আশাকরি। ব্লগে আপনার সাবলিল বিচরনে প্রীত হলাম। শুভকামনা জানবেন।
স্বপ্ন গোধূলি
আপনার আন্তরিক স্বাগত বার্তায় মুগ্ধ হয়েছি। কতটা পারবো জানা নেই তবে লিখতে চেষ্টা করবো। আশা করছি আপনাদের সহযোগিতা পাবো। অশেষ ধন্যবাদ দিচ্ছি।
সাবিনা ইয়াসমিন
নিজের পছন্দের ঋতুতেই সোনেলায় এলেন!
সোনেলায় আপনাকে স্বাগতম। নিয়মিত লিখুন, আপনিও হয়ে উঠুন আমাদের একজন সোনেলা।
শুভ কামনা নিরন্তর 🌹🌹
স্বপ্ন গোধূলি
অভ্যর্থনার জন্য অনেক ধন্যবাদ। চেষ্টা থাকবে সবার লেখা পড়ার।
রোকসানা খন্দকার রুকু
আপনার মন্তব্যে মনেই হয়নি আপনি নতুন। কেন যেন পুরোনো গন্ধ পাচ্ছিলাম। হয়ত কোন একসময় তুমুল আড্ডাদেয়া সেই বন্ধুটি।
হাত পাকা বলাই যায়। লিখতে থাকুন আমরা ধন্য হই পড়ে পড়ে।
শুভ কামনা ও স্বাগতম।🌹🌹
স্বপ্ন গোধূলি
আমি এখানে নতুন তবে লেখালেখিতে নয়। আপনাদের এই প্লাটফর্ম আমার ভালো লেগেছে তাই এখানে আসা।
পাশে থাকুন, আমিও সাথে থাকতে চাই।
সুপর্ণা ফাল্গুনী
প্রথমেই স্বাগতম আপনাকে আমাদের প্রিয় আঙ্গিনায়। একটু দেরী হয়ে গেল শুভেচ্ছা ও শুভকামনা জানাতে আশা করি রাগ করবেন না। শীত একেকজনের কাছে একেক রূপে, আকারে ধরা দেয় তাই একে বরণ করার ধরন ও আলাদা হবে সেটাই স্বাভাবিক। আমার প্রিয় ঋতু শীত ও বসন্ত। চমৎকার শীতের আমেজে হিমশীতল লেখা উপহার পেলাম।
অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন সতত
স্বপ্ন গোধূলি
রাগ করিনি, আমি রাগী মানুষ না। স্বাগত দেরিতে পেয়েছি তবে মনে এমন আন্তরিক আহবান মনে থাকবে সব সময়। অশেষ ধন্যবাদ আপনাকে।
স্বপ্ন নীলা
ব্লগে স্বাগতম। শীত আসলে শীতের খাবার ভালই লাগে কিন্তু প্রচন্ড শীত কষ্ট করা সত্যি কষ্টের। আর তাছাড়া শীতে দরিদ্রদের সবচেয়ে বেশি কষ্ট হয় —-শুভকামনা রইল
আরজু মুক্তা
শীত মানেই টাটকা