
ঘটনাবহুল ২০২০ সাল শেষ হয়ে শুরু হলো ইংরেজি নতুন বছর ২০২১ সাল। বিশ্বব্যাপী করোনার কারনে নতুন বছরকে বরণ করার সেই আনন্দঘন পরিবেশ এবছর নেই। তবুও থেমে থাকেনি আমাদের উচ্ছ্বাস। স্বল্পপরিসরে হলেও আমরা নিজেদের মতো করে আনন্দ উৎসব করছি। শুভ ইংরেজী নববর্ষ ২০২১ খৃষ্টাব্দ। সোনেলার পাঠক, শুভাকাঙ্খী, ব্লগার, ব্লগ টিম এর সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।
২০২০ এ কেমন ছিল আমাদের প্রিয় ব্লগ সোনেলা? আসুন ফিরে দেখি সোনেলার ২০২০ সালকে।
* বাংলা ব্লগ সাইটের ক্রান্তি লগ্নে দীর্ঘ আট বছর পেরিয়ে সবার ভালোবাসা নিয়ে সফলতার সাথে সোনেলা নয় বছরে পদার্পন করেছে ২০২০ এ। সোনেলার উঠোন ব্লগারদের পদচারণায় মুখরিত ছিল বিগত আট বছর। বাংলা ব্লগ সাইট সমূহের মধ্যে সোনেলা ব্লগ একটি অত্যন্ত চলমান ব্লগ, দিন দিন এর পাঠক এবং ব্লগারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
* ছোট পরিসরে হলেও ২০২০ এর ফেব্রুয়ারিতে অত্যন্ত আন্তরিক ভাবে আনন্দঘন পরিবেশে সোনেলা মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
* মিলনমেলায় ব্লগ কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টায় ব্লগার এবং ব্লগটিম সদস্যদের সবাইকে সম্মাননা স্মারক ক্রেস্ট দিয়ে সম্মান জানানো হয়েছিলো যা অত্যন্ত সুখকর একটি বার্তা নিয়ে এসেছে আমাদের জন্য।
* ২০২০ সালের একুশে বইমেলায় আমাদের অনেক ব্লগারের বই প্রকাশিত হয়েছিলো যা লেখকদের সাথে সাথে সোনেলাকেও গর্বিত করেছে।
* সোনেলার পুরাতন ভার্সন বাদ দিয়ে নতুন ভার্সন উন্মোচন করা হয়েছে ২০২০ সালের ৩ মার্চ।
* বর্তমানে সোনেলার বিভিন্ন ফিচার সমূহ আধুনিকায়ন এবং সহজ করা হয়েছে। দেশের যে কোনো ব্লগের তুলনায় সোনেলা ব্লগ মোবাইল বান্ধব বলে বিবেচিত।
* সোনেলার পেইজ লোড সিস্টেম অত্যন্ত দ্রুতগতির করা হয়েছে। ব্লগের সিকিউরিটি সিস্টেম উন্নত করা হয়েছে। বিশ্বব্যাপী সোনেলা ব্লগ বর্তমানে একটি সিকিউরড সাইট হিসেবে বিবেচিত।
* সোনেলার জন্মমাস উপলক্ষে ব্লগারগন সোনেলাকে নিয়ে তাদের একান্ত অনুভুতি ব্যক্ত করে প্রচুর পোস্ট দিয়েছেন। এ উপলক্ষে ব্লগারগন তাদের ফেসবুক কভার ফটো হিসেবে সোনেলার ব্যানার ব্যবহার করেছেন বহুদিন।
* ২০২০ এ সোনেলার ব্লগারদের স্বপ্ন নিয়ে ধারাবাহিক লেখা আহবান করা হয়। আমরা আনন্দের সাথে লক্ষ্য করেছি প্রায় প্রত্যেক ব্লগার এতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন এবং নিজেদের লেখা দিয়ে সোনেলাকে সমৃদ্ধ করেছেন।
* নিয়মিত বিভাগগুলো ছাড়াও ব্লগে নতুন কিছু বিভাগ সংযুক্ত করা হয়েছিলো। যার মধ্যে সবচেয়ে বেশি পোস্ট এসেছে শুভেচ্ছা এবং একান্ত অনুভূতি বিভাগে। সোনেলার ব্লগারগন বিভিন্ন সময়ে একান্ত অনুভূতিতে লেখায় এবং শুভেচ্ছায় এক অপরকে শুভেচ্ছা জানিয়েছেন অজস্র শুভ কামনায়।
পর্যালোচনা করলে দেখা যায় যে, ২০২০ এ ব্লগে পোস্টের সংখ্যা কিছুটা হ্রাস পেলেও নতুন পুরাতন ব্লগারদের পদচারণায় সোনেলা মুখরিত ছিলো পুরো বছর। যা আপনারা নিজেরাই যাচাই করলে দেখতে পারবেন।
* একটি ব্লগের মূল প্রাণ ব্লগের ব্লগারগন। বিশেষ করে নিয়মিত একটিভ ব্লগারগন পোস্ট, মন্তব্য, মন্তব্যের জবাব দানের মাধ্যমে ব্লগকে সচল রাখেন। সোনেলাকে সচল রেখেছেন সবসময় কিছু একটিভ ব্লগার। পুরাতন এবং অভিজ্ঞ ব্লগারগন তাদের মেধা এবং মনন দিয়ে ব্লগকে সচল রেখেছেন। শক্ত হাতে সোনেলার হাল ধরে সোনেলাকে সঠিক গন্তব্যে নিয়ে গিয়েছেন। সোনেলা ব্লগ টিম তাদের এই অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছে।
২০২০ এ বেশ কিছু নতুন একটিভ ব্লগার সোনেলায় এসেছেন। এদের পদচাণায় মুখরিত ছিল সোনেলার উঠোন। নতুনদের মধ্যে বেশ কিছু ব্লগার আছেন, যারা বুঝতেই দেননি যে তারা নতুন। পোস্ট এবং মন্তব্যে তাদের পদচারণা দেখে আমরা সকলেই তাদের সহজেই চিনে নিতে পারি। সোনেলা তাদের অবদানকেও কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে সবসময়।
সোনেলা ব্লগ টিমের পক্ষ হতে নতুন একটিভ ব্লগারদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা।
* যারা বিভিন্ন কারণে বা কর্মব্যস্ততায় বহুদিন ব্লগ থেকে দূরে ছিলেন, সেসব সম্মানিত ব্লগারগনেরাও এ বছর ফিরেছেন সোনেলায়। তাদের নিত্যনতুন লেখা দিয়ে সোনেলাকে সমৃদ্ধ করেছেন।
* আপনারা জেনে আনন্দিত হবেন যে বিশ্বের ৫৪ টি দেশে সোনেলার পাঠক এবং ব্লগারগন বিস্তৃত আছেন। সোনেলার দৈনিক পাঠক সংখ্যা বর্তমানে আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি।
২০২১ সাল বয়ে আনুক সবার জীবনে সুখ আর সমৃদ্ধি। সোনেলা আরো সমৃদ্ধ হোক এই প্রত্যাশা লালন করি বুকের মাঝে।
সোনেলা ব্লগের পাঠক, শুভাকাঙ্ক্ষী, ব্লগার, ব্লগ টিম এর সবাইকে জানাচ্ছি নব বর্ষের শুভেচ্ছা।
শুভ ব্লগিং।
৩৩টি মন্তব্য
বন্যা লিপি
ঘুর্ণায়মান পৃথিবী ৩৬৫ দিনে ঘুরে আসে এক চক্কর। বদলায় ক্যালেন্ডারের সাল। প্রতি বছরই আমরা একে অপরকে শুভ কামনা জানাই। প্রার্থনা করি যেন সবটা দিন বছর যেন মঙ্গলময় কাটে। ২০২০ ও তেমনি শুভ কামনায় ভর করে এসে চলেও গেলো পরিক্রমার হিসেবে। ২০১৯ এর শেষের দিকেই তো পুরো বিশ্ব দখল করার মত অতিমারি বালা প্রেরিত হলো করোনার রুপে Covid-19! পুরো ২০২০ জুরে এখনো বর্তমান। আরো কতদিন থাকবে তার নিশ্চয়তা নেই, একমাত্র স্বয়ং মহান বিধাতা ছাড়া কেউই কারোই জানার জো নেই। প্রাপ্তি- অপ্রাপ্তি মিলিয়ে বলতে পারি আলহামদুলিল্লাহ্ এখনো আত্মীয় অনাত্মীয় স্বজন পরিজন নিয়ে এখনো পর্যন্ত ভালো আছি।
সোনেলার সকল প্রাপ্তি অপ্রাপ্তি,, মিলনমেলা, লেখকদের বই প্রকাশ, কিছু ব্লগারদের সাথে পরিচিত হওয়া, কাছ থেকে সাক্ষাত হওয়া, নতুন ব্লগারদের এন্ট্রি, সবটা সাফল্য তুলে ধরে বছরের শুরু করলেন চমৎকার এক পোষ্ট দিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবসময়ের জন্য শুভ কামনা।
তৌহিদ
করোনার কারনে অনেককিছু ওলটপালট হলেও আমরা সকলে মিলে একসাথে এগিয়েছি এটা পরম পাওয়া। ইনশাআল্লাহ এ বছর সবকিছু স্বাভাবিক হবে, প্রত্যেকে ব্লগে চলার গতিকে আরো বেগবান করবেন এটাই প্রত্যাশা।
নতুন বছরের শুভেচ্ছা জানবেন আপু।
ফয়জুল মহী
নতুন বছর হোক মানবের জন্য সুস্থ ও সুন্দর ।
হোক মৌলিক অধিকার নিশ্চিত ।
শুভেচ্ছা ও ভালোবাসা ।
তৌহিদ
এই প্রত্যাশা সকলের। আপনিও ভালো থাকুন ভাই। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।
রোকসানা খন্দকার রুকু
সবমিলিয়ে অসাধারণ একটি পোস্ট। অনেক বিষয় জানা গেল।
সকল জরা ব্যাধি কাটিয়ে নতুন বছর শুরু হোক নতুন করে এই কামনা। শুভ কামনা ও শুভ নববর্ষ🌹🌹
তৌহিদ
আমরা সকলে মিলে নিজেদের পদচারণায় সোনেলাকে আরো এগিয়ে নিয়ে যাব এটাই প্রত্যাশা। সোনেলায় আপনিসহ আরো কয়েকজনের নিয়মিত বিচরণ মুগ্ধ করার মত। এভাবেই পাশে থাকুন আপু।
ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা রইলো।
রেজওয়ানা কবির
নতুন বছরে সবাইকে শুভেচ্ছা।এই বছরে আল্লাহর কাছে একটাই চাওয়া সবাই যেন এই করোনার হাত থেকে খুব তাড়াতাড়ি মুক্ত হই,যে যার জায়গায় ভালো থাকি, সুস্থ থাকি। ধন্যবাদ ভাইয়া,এত সুন্দর পোস্ট দেয়ার জন্য নতুন, পুরাতন সব ব্লগারদের জন্য শুভেচ্ছা আর ভালোবাসা।
তৌহিদ
আমরা করোনামুক্ত পৃথিবী চাই। আবারও সবকিছু স্বাভাবিক হয়ে উঠুক এটাই প্রার্থনা। ভালো থাকুন আপনিও।
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা সোনেলার সকল ব্লগার, শুভানুধ্যায়ীদের প্রতি। আপনার জন্য ও অসীম শুভকামনা ও শুভেচ্ছা রইল ভাইয়া। জানিনা নতুন বছর কেমন করে কাটবে এই মহামারীকে সঙ্গে নিয়ে। গত বছরের ক্ষতি পূরণ হতে সময় লাগবে তবুও ভালো কাটুক, ভালো থাকুক সবাই এই প্রত্যাশা রইলো।
শুভ নববর্ষ ২০২১।
তৌহিদ
নতুন বছর সবার জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ শান্তি। আপনিও ভালো থাকুন দি ভাই।
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।
আরজু মুক্তা
হ্যাপি নিউ ইয়ার।
ভালো কাটুক সারা বছর।
শুভ ব্লগিং
তৌহিদ
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আপু। শুভকামনা জানবেন।
শামীনুল হক হীরা
সত্যি অভিনন্দন রইল।।।
তৌহিদ
ধন্যবাদ আপনাকেও। ভালো থাকুন ভাই।
নাজমুল আহসান
সোনেলার সাথে সংশ্লিষ্ট সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। ব্লগের এবং ব্লগারদের দীর্ঘায়ু কামনা করছি।
তৌহিদ
আপনাকেও অনেক শুভেচ্ছা ভাই। ভালো কাটুক সারাবেলা। দোয়া রাখবেন।
বোরহানুল ইসলাম লিটন
মূল্যবান পোষ্ট এর মাধ্যমে অনেক কিছু অবগত হলাম।
উত্তোরত্তর সোনেলার উন্নতি হোক
সেই সাথে সংশ্লিষ্টদের ও ব্লগারদের দীর্ঘায়ু কামনা করছি।
সকলের জন্য রইল ইংরেজী নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা।
বছরের প্রতিটি দিন আনন্দ ও খুশিতে ভরে উঠুক।
তৌহিদ
আপনাকেও অভিনন্দন ও শুভেচ্ছা ভাই। সোনেলার সাথে থাকুন। নিয়মিত ব্লগে বিচরণ করুন এটাই প্রত্যাশা।
শুভকামনা জানবেন।
জিসান শা ইকরাম
এক নজরে সোনেলার ২০২০ সনকে দেখলাম।
সুন্দর বিশ্লেষণ মূলক পোস্ট।
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা,
শুভ কামনা।
তৌহিদ
ধন্যবাদ ভাই, আপনার দিক নির্দেশনায় এগিয়ে যেতে চাই আমরা সকলেই।
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।
মোঃ মজিবর রহমান
প্রাণের সোনেলা আত্বার সোনেলা বিরজমান
নতুন পুরাতন আনন্দে চিত্তে বিরজমান
সবাই সোনেলার একটি ঘরে লিখে চলমান
মিলে মিশে থাকি সবাই একত্রে সোনেলার মান।
তৌহিদ
নতুন বছরে সকলে একসাথে হাতে হাত মিলিয়ে সোনেলায় বিচরণ করবো এই হোক প্রত্যাশা। শুভেচ্ছা জানবেন ভাই।
মোঃ মজিবর রহমান
সবাই সবার এই হোক পথ চলা।
প্রদীপ চক্রবর্তী
সোনেলায় প্রবেশ করার পর জানতে পারলাম যে সোনেলা ব্লগ অনেক বড় একটা প্লাটফর্ম।
সেখানে রয়েছেন রথীমহারথীগণ।
যাঁরা প্রতিনিয়ত লিখে যাচ্ছেন উচ্চমানের লেখা।
আর সে ব্লগে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করি।
হয়তো কাজের ব্যস্ততায় প্রতিনিয়ত থাকতে পারিনা।
কিন্তু এ সোনেলা ব্লগ ও ব্লগারগণের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিকতা চিরকাল থাকবে।
.
খুবি ভালো উপস্থাপন করলেন, দাদা।
শুভ হোক প্রতিটি দিন।
সকলে ভালো থাকুক।
সৃজনশীলতায় থাকুক।
তৌহিদ
সোনেলায় আপনার বিচরণ মুগ্ধ করে আমাদের। সাময়িক ব্যস্ততা কাটিয়ে নিয়মিত ব্লগমুখো হবো সকলেই এটাই প্রত্যাশা। সোনেলার মত প্লাটফরমকে আমাদের সুব্যবহার করতে হবে দাদা। ব্লগ কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
ভালো থাকুন আপনিও।
ছাইরাছ হেলাল
সবাইকে শুভেচ্ছা নূতন বছরের, অস্থির সময় পেরিয়ে আমরা সবাই
সোনেলার সাথে থাকব এ আমার একান্ত কামনা।
আপনাকেও ধন্যবাদ সময়ানুগ সুন্দর উপস্থাপনার জন্য।
তৌহিদ
ভালো সময় ফিরে আসবেই, এটাই প্রত্যাশা। আপনিও ভালো থাকুন ভাই।
নতুন বছরের শুভেচ্ছা রইলো।
খাদিজাতুল কুবরা
পুরো সোনেলার আদ্যোপান্ত পড়ে ভালো লাগলো। সবার জন্য এতো সুন্দর শুভেচ্ছা পোস্ট লেখার জন্য ধন্যবাদ ভাইয়া।
আপনাকে এবং সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি।
ইনশাআল্লাহ সোনেলা এগিয়ে চলুক নতুন উদ্যমে।
তৌহিদ
সোনেলায় আপনার বিচরণ মুগ্ধ করে আমাদের। এভাবেই পাশে থাকুন সবসময়।
শুভেচ্ছা রইলো আপু।
আলমগীর সরকার লিটন
চমৎকার লেখেছেন শুভ নববর্ষের অনেক শুভচ্ছা রইল তৌহিদ দা
তৌহিদ
ধন্যবাদ ভাই, নিয়মিত আপনার বিচরণ চাই ব্লগে। শুভেচ্ছা আপনাকেও।
সাবিনা ইয়াসমিন
সোনেলার বাৎসরিক পরিক্রমা পড়ে ভালোলাগায় আপ্লূত হলাম। এটাই আমাদের সোনেলা!
সোনেলা সংশ্লিষ্ট সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানাই। শুভ হোক ২০২১ 🌹🌹
তৌহিদ
আপনাকেও ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা আপু। সোনেলা এগিয়ে চলুক আমাদের সকলের উৎকর্ষতায়য় এটাই কাম্য।
শুভকামনা আপনার জন্যেও।