ফেরিওয়ালা ফেরিওয়ালা
একটু ফিরে চাও
সোনাতলির পথটি বেয়ে
কোথায় চলে যাও।
গায়ের পথটা ভারি বাঁকা
দেখে চল তবে
আজ নিলাম না তবে কিছু
আসবে আবার কবে।
আবার আসবে যখন তুমি
আনবে কানের দুল
লাল ফিতায় রাখব বেঁধে
আমার দীঘল চুল।
মিষ্টিমুখের দুষ্ট কথায়
ভুলবে তোমার মন
মূল্য হিসেবে দেব এই না
আমার জীবন।
তোমার মুখের মিষ্টি হাসি
সোনার মতোন দামি
তার জন্য তোমার সাথে
জুটি বাঁধলাম আমি।
সুখে দুখে থাকব পাশে
ওগো ফেরিওয়ালা
যত আছে আমার মনের কথা
বলব মিটিয়ে মনের জ্বালা।
রচনাকালঃ
২১/১২/২০২০
১৬০৮জন
১৪৬৮জন
১১টি মন্তব্য
ফয়জুল মহী
ভালো লাগলো ।
অসাধারণ ।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ
শুভকামনা রইল সতত প্রিয় পাঠক
শুভকামনা
মোঃ মজিবর রহমান
দারুন মনন একটি ছড়া কবিতা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল প্রিয় পাঠক
শুভকামনা
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর প্রেমে মাখা কবিতা।
বেশ মনছোঁয়া নিবেদন।
মুগ্ধতা ও ভালোলাগা একরাশ।
জাহাঙ্গীর আলম অপূর্ব
ধন্যবাদ প্রিয় পাঠক
ভালো লাগল আপনার মন্তব্য খানি
শুভকামনা রইল
আরজু মুক্তা
এরকম ছন্দের সুরে সুরে বলা কবিতাই ভালো লাগে।
শুভকামনা সবসময়
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য করেছেন প্রিয় পাঠক
শুভকামনা রইল প্রিয়
সুপর্ণা ফাল্গুনী
ছন্দের তালে হারিয়ে গেলাম। অন্যরকম একটি বিষয়। ফেরিওয়ালা নিয়ে দারুন প্রেমের কবিতা। নিরাপদে থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
জাহাঙ্গীর আলম অপূর্ব
বেশ সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ প্রিয় পাঠক
শুভকামনা রইল