ফেরিওয়ালা

জাহাঙ্গীর আলম অপূর্ব ২৪ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার, ০২:৫৮:২৮অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য

ফেরিওয়ালা ফেরিওয়ালা

একটু ফিরে চাও
সোনাতলির পথটি বেয়ে
কোথায় চলে যাও।
গায়ের পথটা ভারি বাঁকা
দেখে চল তবে
আজ নিলাম না তবে কিছু
আসবে আবার কবে।
আবার আসবে যখন  তুমি
আনবে কানের দুল
লাল ফিতায় রাখব বেঁধে
আমার দীঘল চুল।
মিষ্টিমুখের দুষ্ট কথায়
ভুলবে তোমার মন
মূল্য হিসেবে দেব এই না
আমার জীবন।
তোমার মুখের মিষ্টি হাসি
সোনার মতোন দামি
তার জন্য  তোমার সাথে
জুটি বাঁধলাম আমি।
সুখে দুখে থাকব পাশে
ওগো ফেরিওয়ালা
যত আছে আমার মনের কথা
বলব মিটিয়ে মনের জ্বালা।
রচনাকালঃ
২১/১২/২০২০
১৬০৮জন ১৪৬৮জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ