বেখাপ্পা

মোঃ মজিবর রহমান ৫ ডিসেম্বর ২০২০, শনিবার, ১০:৫২:৫৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২১ মন্তব্য

ওরে মওলা খাতাকলমে হইছি স্বাধীন
আসলেই আমরা অতিব পরাধীন
না পাইছি বলার স্বাধিনতা
খুয়াইছি নৈতিক শৃঙ্খলতা।

এরই নাম কি স্বাধীনতা
এরই নামকি নীতিবাদিতা
মান যায় যাককে
জান আছে বেঁচে!

নরাধমে শিক্ষিত আজ কুশিক্ষিত
অল্পকিছুজন নাস্তানাবুদ কুশিক্ষায় অত্যাচারিত
নীতিবানে সাজছে নীতিহীনে বেজায় মত্ত
গরীব আজ ভাসছে শুন্য খটখটে নায় অন্ন।

নায় নায় মান নায় কুশিক্ষিতদের
আস্থায় জ্বল জ্বলে ভিতরে মরছে জ্বলে
খায় বা না খায় গরীব বেশ আছে রাস্তাঘাটে
ফুটপাত জায়গা দখলে লাথিগুত্তা খেয়ে।

রাজার নীতি রাজনীতি ভিক্ষুকের ঝুলিতে
মানুষ মারার কারিগর তারাই আজ সহজে
অর্থেবিত্তে আছে উজ্জলি মরে আবার গুলিতে
বিশ্ববেহায়া রাজনীতি খুইছে অসহায় সন্তানেরে।

নেতানেত্রী সবাই ব্যস্ত ধর মার খাও
কেসে ফেলো লুটে নাও অসহায়ের অন্ন
গ্রাম্য সালিসে মজা লুটে ভন্ড প্রতারক
অসহায় আরও অসহায় ওদের খপ্পরে।

আল্লার মার দুনিয়ার বাহির
মরছে সালারা করোনায় খপ্পরে
অর্থ জ্বলবি মরার পরেও জ্বলবি
কুকাজের শাস্তিও হুক্কাটানে পাবি।

দুনিয়ার সুখ উজ্জ্বলি
দুনিয়ায় ব্যস্ত মত্ত বেশি
দুনিয়া খুব ছোট্ট, না বেশি
বুজবি যখন উপায়হীন তখন।

৭০৮জন ৫৭০জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ