
কুয়াশা-হাঁটা-পথে বরাবর/সারাক্ষণ নিজেকেই খুঁজি,
খসে পড়া সময়ের পরতে পরতে জমে আছে কত শত মেঘ,
ঝিলিক বৃষ্টি, কারণে অ-কারণে বয়ে যাওয়া বসন্ত-ঘ্রাণ-বাতাস;
সান্ধ্য ডুবু-ডুবু সূর্যে, রাখালের ফিরে যাওয়ার পদ/পথ চিহ্ন,
যা এখন-ও স্পষ্টতার রেখায় আঁকা,
বোবা স্মৃতিরা লেপ্টে আছে স্বর্গ-নরকের সৌন্দর্য/বেদনায়,
সেখানেও আছে/থাকে বসন্তের শঙ্খধ্বনি;
এ্যাত্তোটুকু শিশু জীবনে বয়ঃপ্রাপ্ততা হতে হতে
কবে কখন হাঁটা শিখে ঝাঁপ দেব আগুনে-জলে!!
চিরকালীন মহিমা-কীর্তন
সু-নির্বাচিত শব্দে শব্দে সুরে সুরে,কালের বাতাসে ভেসে ভেসে।
ছবি নেট থেকে।
২৮টি মন্তব্য
খাদিজাতুল কুবরা
কালের বাতাসে ভেসে যাওয়াই একমাত্র গন্তব্য। আমরা কি আর করতে পারি।
আমাদের সঙ্গী শুধু কিছু স্মৃতি।
অল্পতেই অনেক তাৎপর্য পূর্ণ কবিতা পড়লাম তৃপ্তি ভরে।
ছাইরাছ হেলাল
স্মৃতি সম্বল করেই আমারা বাঁচি, বেঁচে থাকি।
অনেক ধন্যবাদ।
আলমগীর সরকার লিটন
বেশ অনুপ্রাণিত কবি দা
ছাইরাছ হেলাল
ধন্যবাদ আপনাকে।
কামাল উদ্দিন
গোধূলি বেলায় গরু নিয়ে রাখালের হেটে যাওয়ার ছবিটা চমৎকার।
ছাইরাছ হেলাল
আপনার দেখার চোখ আছে, তা বেশ জানি, বুঝতেও পারি।
ভাল থাকবেন।
কামাল উদ্দিন
বিশেষ করে প্রকৃতি বা প্রকৃতির ছবির 🙂
ছাইরাছ হেলাল
অবশ্যই, সে আপনার ছবি তোলা দেখে ঠিক বুঝতে পারা যায়।
শামীম চৌধুরী
কালের বাতাসে ভেসে গন্তব্যে পৌছাটাই সফলতা।
ছাইরাছ হেলাল
আল্লাহ আমাদের সহায় হবেন।
ধন্যবাদ।
সুপায়ন বড়ুয়া
রাখালের হেঁটে যাওয়া
নির্বাচিত শব্দে শব্দে সুরে সুরে,
কালের বাতাসে ভেসে ভেসে।
যেমন দেখি মহারাজ লিখে যান
তাই হেসে হেসে।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
আপনাকেও শুভ কামনা, কিন্তু লেখা পাচ্ছিনে আপনার ।
ভাল থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
সময়ের পরতে পরতে কত শত মেঘের আনাগোনা থাকবে তবুও সেখানে বৃষ্টির ঝিলিক , বসন্ত ঘ্রাণ ও থাকবে এরই নাম জীবন । কালের বাতাসে ভেসে ভেসে হাঁটি হাঁটি পা করে আগুনে, জলে ঝাঁপ দিবে বুঝে , না বুঝে। এভাবেই রাখালের পথচলা শেষ হয়ে যায়। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা
ছাইরাছ হেলাল
সময়ের রাখাল আমাদের পৌঁছে দেবে কাঙ্খিত বন্দরে।
ধন্যবাদ আপনাকে।
প্রদীপ চক্রবর্তী
ফেরারি রাখাল গোষ্ঠগৃহে ফিরে গোধূলি বেলায়।
ছবির সাথে খুবি ভালো লেখনী।
ভালো লাগলো,দাদা।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য অনেক ধন্যবাদ।
ফিরে আমাদের যেতেই হয়, বেলা শেষে।
ভাল থাকবেন।
রোকসানা খন্দকার রুকু
আমরা বারবার স্মৃতিকেই খুঁজে ফিরি।
শুভ কামনা রইলো ভাইয়া॥
ছাইরাছ হেলাল
স্মৃতি সম্বল করেই আমরা বেঁচে থাকার স্বপ্ন বুনি।
ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
কতশত শব্দে হাবুডুবু খেয়ে ডুবে আছেন, ডুবিয়ে দিচ্ছেন তাতে হচ্ছে না? এখন আবার ভাসতে/ ভাসাতে চাচ্ছেন!
স্মৃতিরাই একমাত্র মহার্ঘ্য বস্তু যার সাথে কোনো বাদানুবাদ চলে না। স্বর্গ-সুখ, মর্ত্যের চাওয়া নিয়েই প্রকট রুপে প্রবল অন্বেষণে আমরা তাতে নিমগ্ন হয়ে থাকি, থাকতে চাই। আনন্দ, বেদনা মিশ্রণে ফিরে ফিরে আসা স্মৃতিদের চেখে নিই অম্লমধুর স্বাদে।
এই গানটা প্রথম শুনলাম, ধন্যবাদ বাংলা গানের জন্য।
শুভ কামনা 🌹🌹
ছাইরাছ হেলাল
নাহ্, ডোবানো/ভাসানোর সক্ষমতা মোটেই নেই, তবে দেখছি আর দেখছি!!
স্মৃতি-ই এক মাত্র জ্বল-জ্বলে সত্য যা আমরা নেড়ে চেড়ে দেখতে পারি, দেখিও।
গানটি হঠাৎ শুনে ভাল লাগল, তাই সবাইকে জানালাম।
ভাল থাকবেন ।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হৃদয় হার্দিক প্রকাশ পেয়েছে প্রিয় কবি
শুভকামনা রইল সতত
ছাইরাছ হেলাল
ধন্যবাদ, পড়ার জন্য।
ভাল থাকবেন।
আরজু মুক্তা
খুঁজে খুঁজে পথ চলি। শূন্যতা থেকে অপার সমুদ্রে।
ছাইরাছ হেলাল
আপনাকে তো সমুদ্রজীবি বলে ভাবতে হচ্ছে। নীল-জলের সাতারু!!
ভাল থাকুন।
হালিম নজরুল
সময়ের এই পরম্পরা চলতেই থাকবে
ছাইরাছ হেলাল
সময়কে এড়িয়া যাওয়ার সাধ্য আমাদের কারো-ই নেই।
ভাল থাকবেন, কবি।
জিসান শা ইকরাম
স্মৃতি আমাদের নাড়িয়ে দেয় সময় অসময়।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
স্মৃতিতেই আমরা বাঁচি। শিক্ষা না নিয়েই।
ধন্যবাদ।