গত বৃহস্পতিবার চিকিৎসকের স্মরণাপন্ন হলাম।

সমস্যা খাবারের ঘ্রাণ না পাওয়া।

02 তিন দিন জ্বর ও কাশিতে ভুগার পর হঠাৎ মনে হলো কোন ঘ্রাণ পাচ্ছি না।

চিকিৎসকের স্মরণাপন্ন হলাম।

তিনি প্রয়োজনীয় ঔষধ দিলেন।

তবুও সন্দেহ তীব্র হওয়ায় করোন পরীক্ষার অনুরোধ করলাম।

তিনি প্রেসক্রাইব করলেন।

গতকাল হাসপাতালে গিয়ে নমুনা দিয়ে আসলাম।

আর আজ, 24 ঘণ্টার ব্যবধানে করোনা পজেটিভ রিপোর্ট আসলো।

সকল সহব্লগারদের কাছে দু’য়া চাই।

মহান আল্লাহ যেন দ্রুত সুস্থতা দান করেন।

সকলে ভাল থাকুন। সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।

১০০০জন ৯১৬জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ