
আশ-কথা পাশ-কথায়, বাঁকা-নয়ন খাড়া-কানে
কত কী লিখি-ফিখি, ফেলে রাখি, উল্টে পাল্টে দেখি, দেখি-ও-না,
কখনও সখনও হারিয়ে ফেলি, হারিয়ে যায়-ও, ভুলে-টুলে-ও যাই।
অগোচরে একান্ত নীরবে পড়ে থাকা, ভুল করে ফুল!! হারানো মানিক!!
ভাল করে বিনোদ বেনী বাধিয়া দে…………
পুরোন আঁকের মাঝে, অধরা, একান্ত গভীর জীবন্ত অনাবাদী কিছু
পেয়ে গেছি, পেয়ে-ও যাই, এমন-ও কিছু-না।
শিউলি কুড়ানো ঝিরঝিরে ফিনফিনে শিশির-ভোরের খুশির রেখায়
না-প্রশ্ন-করা-দিনে, আনমনে ভুলে থাকার অনাবশ্যকতা লুকোনো যায়-না,
ঝাঁ ঝাঁ রোদ্দুরে-ও না।
ছবি নেটের।
২০টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
আনমনে ভুলে গেলে সমস্যা নেই । যা আছে, যা হবে তাই লিখবেন আমরা তাই পড়ে ধন্য ধন ধন্য বলবো। শীতে কি ভুলে যাওয়া ব্যমো আছে নাকি? তাহলে তো শীত না আসাই ভালো , শেষে আমাদের ই ভুলে গেলেন। সেতো আরো সর্বনাশ, বানাম ভুল মানা যায় কিন্তু ভুলে গেলে তো সাড়ে সর্বনাশ। শুভ সকাল
ছাইরাছ হেলাল
পড়ায় মন নেই !!
লেখাটি কিন্তু ‘অনাবশ্যকতা’ শব্দটি লিখেছি। কাজেই ভুলে যাচ্ছি না, সেটি নিশ্চিত।
ভাল থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
তবুও তো পরিচিত অপরিচিত আর অপরিচিত পরিচিত হয়ে উঠে আনমনে ভুলে থাকার অনাবশ্যকতায়। ভুল বললাম ? শুভ কামনা রইলো। পড়ায় মন নেই এটা ভুল কারণ আপনি, বন্যা আপু আপনাদের লেখা মনোযোগ দিয়েই পড়তে হয় এবং পড়িও নিজের জ্ঞান টাকে বাড়ানোর জন্য।😇😇
ছাইরাছ হেলাল
আপনি ভুল বলতে পারেন্না !!
অবশ্য অন্যের কথা জানিনা, এ লেখায় জ্ঞান বরং কমে যাওয়ার সমূহ সম্ভবনা আছে কিন্তু।
আলমগীর সরকার লিটন
সত্যই মাঝে মাঝে এরকম হয় কি আর কবি দা
ছাইরাছ হেলাল
নিয়ত কত কিছুই তো হচ্ছে।
ধন্যবাদ।
প্রদীপ চক্রবর্তী
না-প্রশ্ন-করা-দিনে, আনমনে ভুলে থাকার অনাবশ্যকতা লুকোনো যায়-না,
ঝাঁ ঝাঁ রোদ্দুরে-ও না।
মনে হয় কখনো না!
ছাইরাছ হেলাল
অবশ্যই কখনো না,
মন দিয়ে পড়ার জন্য ধন্যবাদ।
শামীম চৌধুরী
বাস্তব সম্যত বাক্যগুলি ফুটে উঠলো আপনার কবিতায়।
অ সা ধা র ন।
ছাইরাছ হেলাল
আমি তো চেষ্টা করে যাচ্ছি, মতামত পাঠকের।
ভাল থাকবেন।
পপি তালুকদার
হারিয়ে ফেলি, হারিয়ে যাই- ও,ভুলে টুলে -ও যাই। আর এভাবে চলে যায় জীবনের সহস্র সময়..গতিময় পথে মাঝে মাঝে গতিহীন হয়ে যায় সব।ভুলে থেকেও ভুলে থাকা যায় না।। কথা গুলো কাব্যমালা ভালো লাগলো।
ছাইরাছ হেলাল
কিছু কিছু টিকে যায় সময় উৎরে,
অনেকঅনেক দিন পর আপনাকে দেখছি!!
ভাল থাকুন।
আরজু মুক্তা
টাইটেল ” আনমনে ভুলে থাকা “। এটা নিয়েই বলি। এ্যাবসট্রাক্ট জিনিস গুলো এমনি ধরবেন না, ছুঁবেন না, তারপরেও মনের অলিগলি ঘুরবে। এগুলো হৃদয় দিয়ে অনুভব করতে হয়। আপনার দ্বিরুক্তি শব্দের ব্যবহার মানিয়ে গেছে অনুগল্পে। এভাবে মনের অনুভূতিতে না চাইলেও পরিচিতরা অপরিচিত হয়ে ঘোরে।
শুভকামনা বরাবরি।
ছাইরাছ হেলাল
আপনাদের দেখাদেখি সাহস করে লিখেই ফেললাম, নেগেটিভ টুইস্টে পজেটিভ করেছি।
আপনি ধরে ফেলেছেন।
ভাল থাকবেন।
রোকসানা খন্দকার রুকু
অনুগল্প দারুন হয়েছে। আমি প্রথম ভেবেছিলাম কবিতা॥
আনমনা সবাই হতে পারে না।
শুভ কামনা রইলো ভাইয়া।
ছাইরাছ হেলাল
চাইলেও সবাই সব করতে পারে না। আনমনা ও সবার হওয়া হয় না।
পড়ার জন্য ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
লিখতে হলে খাড়া কান লাগে নাকি?
কত কিছু অজানা থাকে চেনাজানার বাহিরে!
ছাইরাছ হেলাল
কুটুস করে আসা নোটিফিকেশন শুনতে খাড়া-কান তো লাগেই!!
ঠিক ঠিক, কত কিছু জানছি দিনে-দিনে।
ধন্যবাদ দিলাম।
তৌহিদ
এরমানে হলো যেকোন পরিস্থিতিতেও কখনো তাকে ভোলা এককথায় অসম্ভব!
এভাবেও অনুগল্প হয়!! আপনার কাছে আরও কতকিছু যে শেখার আছে! সাহস দিলে ট্রাই কত্তাম আর কি!
শুভকামনা ভাইজান।
ছাইরাছ হেলাল
কিছু বিষয় আমরা চাইলেও ভুলটা পারি না,
এ লেখা থেকে শেখার কিছু নেই, আপনি নিযে গুণে ট্রাই চালিয়ে যান।
ভাল থাকবেন আপনি।