পড়ে যাওয়া ধরা –ছোঁয়া

ছাইরাছ হেলাল ১২ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার, ০৩:০৮:৫১অপরাহ্ন একান্ত অনুভূতি ১৫ মন্তব্য

 

টানটান খুশিতে, নিয়ম ভেঙ্গে দ্বিধাহীন বিলাসী তছনছে নিমিষে স্থবির,
ঘুম-শূন্য নিদ্রায় স্তরে স্তরে তিলে তিলে গড়ে তোলা, সন্তরণ প্রিয় মাছেদের নদী;

একঘেয়েমির স্বাদহীন প্রলুব্ধ হিংসার ক্লান্ত স্রোতে ডুবিয়ে ডোবানোর
প্রমোদ অহংকার বিলুপ্ত হবেই, মহাকালের চৌহদ্দিতে;
স্বেচ্ছা ধ্বংসের বাহু-পাশ সইতে বইতে হবে নিশ্চিন্তে, আজকালকার বিলুপ্তিতে,
এ কোন শাস্ত্র-কথা নয়,
নয় আঙ্গুলের ফাঁক-গলে চুইয়ে পড়া ধরা –ছোঁয়া,
বিক্রমের সীমারেখায় শূন্যতার দু’হাতে শুধুই ঠিকানা বিহীন ঝড়ো বাতাস;

শীত-পরখ না-করে সিঁথান ভরে ঘুমিয়ে যেতে যেতে
ভেসে যাওয়া সুনীল আকাশে নীলিমার আহ্লাদী বিষয়াদি গোচরে আনি,
আপাত বিরল শীত-সীমান্তে দোল পূর্ণিমার চাঁদে।

চন্দনা পাখির দূর-ডাক!! তাও ভেসে আসে।

ছবি নেট থেকে।

৭২৯জন ৬১৩জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ