কেউ খুশিতে নাচছে বেজায়
কেউ দুঃখে কাঁদে
জো বাইডেন জিতেছে, আর
ট্রাম পরাজয় ফাঁদে।
কেউ মাখে রঙ,কেউবা গাধার
গলায় পরায় মালা
কাদায় হাতি পড়ল বলে
অঙ্গে কারো জ্বালা।
জয়-পরাজয় হোক না যারই
লাভ হবে এক চুল ?
তবে কেন এই দেশেতে
এমন হুলুস্থুল!
ওদের টাকায় খাচ্ছিদাচ্ছি?
ওদের টাকায় বাঁচি ?
তবে কেন সকাল বিকাল
ওদের কথায় নাচি!!!
পরের বিত্তে সুখ চিত্তে !
পরচর্চায় ঘুম!
তার চে’ ভালবাসো মানুষ
দেশটাকে দাও চুম।
২২টি মন্তব্য
ফয়জুল মহী
বাহ্! অসাধারণ শৈল্পিক প্রকাশ l মোহিত
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
মোঃ মজিবর রহমান
বাস্তবতায় ঠিক। পরের চালের অপেক্ষায় থাকি! ওহ! তাকিয়ে রই পাবার আশায়!
তাই নাচি খেয়ে না খেয়ে।
মোড়লের পিছনে যেতেই হয়। ইন্ডিয়া, চীন , পাকিস্তান ও রাশিয়া মিলে রোহিংগা আমাদের ঘরে তুলে দিল। চীন ও ইয়ান্ডিয়া বন্ধু!! ক্ষমতা না থাকলে কেউ পক্ষে থাকেনা।
বড় কর্তারা চায় অস্ত্র কেন যুদ্ধ কর। কিন্তু তা না প্রেরে তুলে দিল আপদ এখন ঠেলা সামলা। তাই আশায় বুক বাধি যদি বাইডেন কিছু করে?
হালিম নজরুল
শুভকামনা রইল ভাই।
ছাইরাছ হেলাল
পরকে করেছি আপন
আপনাকে পর,
পরের সুখে/দুঃখে নাচি /কাঁদি
পরে পরেই সব কিছু সুখ-চর্চাযা রাখি।
হালিম নজরুল
ধন্যবাদ প্রিয় কবি।
সুপর্ণা ফাল্গুনী
আমেরিকার নির্বাচন নিয়ে লাফালাফি করার কারণ তো অনেক। যদিও জানি নিজের টা নিজের ই করে খেতে হবে তবুও তাই নিয়ে করি আস্ফালন । দেখা যাক বাইডেন কি করে সারাবিশ্বের জন্য! অভিবাসন আইন টাই আগে চাইবে ঠিক করতে। চমৎকার ছড়ায় ধন্যবাদ আপনাকে। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
হালিম নজরুল
জো বাইডেন ও আপনার জন্য শুভকামনা রইল।
আলমগীর সরকার লিটন
হু চমৎকার এক ছড়া পাঠ করলাম কবি দা
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
প্রদীপ চক্রবর্তী
খুবি সুন্দর লাগলো পরচর্চা,দাদা।
হালিম নজরুল
প্রেরণা বাড়ল। ধন্যবাদ ভাই।
মনির হোসেন মমি
জয়-পরাজয় হোক না যারই
লাভ হবে এক চুল ?
তবে কেন এই দেশেতে
এমন হুলুস্থুল!
এখানে কিছুই বলার নেই কবি।আমাগো চরিত্রটাই এমন।চমৎকার ছন্দ কবিতা।
হালিম নজরুল
ভালবাসা অফুরান ভাই।
জিসান শা ইকরাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন আলোচনা শীঘ্র হয়নি,
মনে হচ্ছে আমেরিকার নির্বাচনে আমাদের অনেক কিছু আসে যাবে।
আমরা আসলে চায়ের দোকানে অলস সময়ে আড্ডা প্রিয় জাতি,
এতেই আমরা সুখ পাই।
শুভ কামনা ভাই।
হালিম নজরুল
শুভকামনা ও ভালবাসা রইল ভাই।
তৌহিদ
আমেরিকার নির্বাচনে শুধু আমাদের নয় পুরো বিশ্ব রাজনীতিতে অনেক কিছুই যায় আসে। তবে আমরা অপ্রয়জনে যে ঢাক পিটিয়েছি সেটির প্রয়োজন ছিলোনা, নিছক মজা করার জন্যই করেছি। ব্যক্তিটি ট্রাম্প না হয়ে অন্য কেউ হলে এমনটা হতোনা।
গতবারের নির্বাচনে বারাক ওবামা ছিলেন তার ট্রলও হয়নি কিন্তু! গুগোল সার্চ করলে দেখবেন প্রায় সব দেশেই এমনটা মজা করা হয়েছে।
চমৎকার ছড়া পড়লাম ভাই। শুভকামনা রইলো।
হালিম নজরুল
সবার মঙ্গল হোক সেই প্রত্যাশা রইল।
আরজু মুক্তা
চমৎকার ছড়া। এতো সুন্দর করে কেমনে লিখেন।
হালিম নজরুল
এত সুন্দর কমেন্ট পেলে ভাল লেখার চেষ্টা করাই যায়।
সাবিনা ইয়াসমিন
ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মজাই অন্যরকম হয়। যার যার সুখ তার তার, কি দরকার পরচর্চার!
হালিম নজরুল
ধন্যবাদ ও শুভকামনা রইল।