
এ নয় কোন আবেগ উদ্বেলন,
নয় কোন ব্যাকুল বিস্ময়-অনুরণন,
কুটিল দৈত্যদের পাশা-খেলার শুধুই নীরব সাক্ষী;
খুব-ই তুচ্ছ-তাচ্ছিল্যের মত ছোটখাটো গুচ্ছ গুচ্ছ আঘাতগুলো
অবলীলায় আমাকে ছুঁয়ে যায়, হজম আঘাতে;
ঘুম ভাঙ্গা মধ্য/শেষ রাত্রিতে এঁকে-বেঁকে চলা বিষ-ফণাগুলো
বিস্তারে আসে; ঘিরে রাখে/ ঘিরে ধরে।
এ যেন তৈরি করে রাখা আংশিক রঙ্গিন চলচ্চিত্র/চালচিত্র!
বিফল জোয়ার টান তীব্র হয়-না, দ্রুত ভাটা এসে যায়!
শীত-কুয়াশায় এই শূন্যতার বিছানায় চুপে/স্ব-উল্লাসে শুয়ে-বসে;
বেলা-অবেলার নির্জন/কোলাহল মন্দিরে পূজা হয়-না, পূজা বসে-না;
নিষ্ফল -বীভৎস বাতাসে হাল চাষের মত।
স্যাঁতসেঁতের অসাড় মূর্ছায় যত্নে পাট করে রাখা শৌখিন মেজাজ
দুর্বিষহ বারোয়ারি তথৈবচঃ প্রলাপের মত গলির মোড়েই ঠায় দাঁড়িয়ে থাকে,
ধেয়ে আসা নিঝুম অন্ধকারের ভিড়ে;
যখন সব পেয়েছির অবাধ-অবোধ বাতাস মুদ্রাদোষের মত গিলে খাচ্ছে,
নক্ষত্র তখন ও জেগে থাকে দূর আকাশে, আকাশ প্রদীপ জ্বেলে;
এই নামি নামি শীতে, নবান্নের কৃষক কুটিরে।
ছবি নেটের।
১৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
দৈত্যদের কুটিল পাশা খেলায় অভ্যস্থতা আছে আমাদের,
তৈরী করে নিতে হয় এটি স্বাভাবিক ঘটনা হিসেবেই।
নক্ষত্রেরা জেগে থাকবেই।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
সোনায় মোড়ানো কৃষক কুটির বেঁচে থাকে হাজার বছর।
ভাল থাকবেন।
তৌহিদ
জীবনে কিছু আঘাত হজম করতে হয়, নক্ষত্ররা নিজের আলোতে চিরকাল উজ্জলই থাকে।
শুভকামনা ভাই।
ছাইরাছ হেলাল
একদম ঠিক বলেছেন, কিছু প্রতিকূলতা হজম করেই কৃষকের নবান্ন আসে।
ভাল থাকবেন ভাই।
সুপর্ণা ফাল্গুনী
লিষ্ফল আর প্রতীপ দুটো একটু দেখবেন ভাইয়া। আকাশের সাথে প্রতীপ মিলছে না।
ঘাত-প্রতিঘাতের জীবন সহ্য করেই কৃষক বেঁচে আছে, দৈত্যরা যত ই আস্ফালিত হোক নক্ষত্ররা ঠিক আলোর মিছিল জ্বালিয়ে দেয় । চমৎকার কবিতা। তবে নবান্নের ঘ্রাণ নাকে এসে লাগলো । কৃষক ভালো থাকুক, সুস্থ থাকুক
ছাইরাছ হেলাল
এত পরে পড়লে মিলবে কী করে!! ভুল ছিল !! এবার ঠিক করে দিলাম।
কৃষকের জীবন এই নবান্ন ঘ্রাণে বাঁধা।
ভাল থাকুন লিখে লিখে।
কামাল উদ্দিন
দৈত্যদের নির্মম পাশা খেলায় সাহস হারায়না আমাদের কৃষক। এবার চার/পাঁচ দফায় বন্যা হয়েছে তাও নবান্নের জন্য আবার তারা জমিতে ঝাপিয়ে পড়েছে………শুভ সকাল।
ছাইরাছ হেলাল
সে তো দেখতে /বুঝতে পারছি, আপনাকে দেখেও।
শতেক ব্যস্ততায় আপনি সোনেলার সাথে। দৈত্যরা দূরে গিয়ে মরুক!!
আপনি কম ব্যস্ততা বিয়ে ভাল থাকবেন তা কামনা করি-ই।
কামাল উদ্দিন
চেষ্টা করছি কম ব্যস্ত থাকতে বড় ভাই। কয়েক দিন যাবৎ ল্যাপটপের বাগড়ায় অন লাইন থেকে হারিয়ে যেতে বসেছিলাম প্রায়।
ছাইরাছ হেলাল
আপনি চাইলেও হারিয়ে জিতে দিচ্ছে কে !!
যন্ত্রপাতি আপডেট করুন/রাখুন।
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনার মধুরতা অনেক কবি দা
ছাইরাছ হেলাল
পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।
আরজু মুক্তা
কৃষক শত প্রতিকূল অবস্থা মোকাবিলা করে আমাদের ভালো রাখছেন। অথচ দামের বেলা তাদের ভাগ্যে একেবারেই নাই বললেই চলে।
কৃষক পরিবার এই নবান্নের অপেক্ষায় থাকে কখন নতুন ধান উঠবে। পিঠাপুলির মৌ মৌ গন্ধে উঠান ভরে উঠবে।
ভালো থাকুক, সব কৃষককুল।
ছাইরাছ হেলাল
আসলে কৃষক সুখ দুঃখে কাউকেই সাথে পায় না, প্রান্তিকদের অবস্থা বেশি করুন।
তবুও আমরা তাঁদের সাথে অপেক্ষায় থাকি পিঠাপুলি মৌ মৌ ঘ্রাণের।
ভাল থাকুন, অবিরাম। সোনেলার সাথে থেকে।
রোকসানা খন্দকার রুকু
হাহাকার, স্বান্তনা একমাত্র সঙ্গী। বখরার বেলায় ফাঁকা। যাই ধান কাটি গিয়ে।
শুভ কামনা রইলো ভাইয়া॥
ছাইরাছ হেলাল
কাটুন ধান, তবে আটি কিন্তু সাবধানে বাঁধবেন !!
ভাল থাকবেন এই শীতে।
রোকসানা খন্দকার রুকু
হা হা হা । পরামর্শের জন্য ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
আপনাকে ধন্যবাদ দিচ্ছি।