
তোমার বুকের উঠোন জুড়ে খেলা করে কত শত রঙ-বেরঙের শব্দ-মালা;
হাজার হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্রতিনিয়ত অজস্র উত্তরের সমাহার নিয়ে।
সুখ-দুঃখ, আনন্দ বেদনার মিছিল সঙ্গ হয় ভোরের আলোয়,
ঝড়-ঝঞ্ঝাট, মেঘ-বৃষ্টি, কাঠফাঁটা রোদ নয়তো শৈত্যপ্রবাহ;
তবুও হাজির জানাতে ‘সুপ্রভাত’ হাজারো প্রতিবেদন সঙ্গে।
সহস্র বিজ্ঞাপনের ভীড়ে ভেসে উঠে নিত্যকার চাওয়া পাওয়ার পণ্যসম্ভার।
কত শত বর্ণমালা নানান ভাষায় রাঙিয়ে তোলে সংবাদ দাতা ;
অজস্র শিরোনামে পাঠকের জ্ঞানের পিপাসা পূর্ণ করো আপন মহিমায়।
সাদা-কালো, রঙ্গীন ছবিতে কত কথা যাও যে বলে এক নিমিষেই।
প্রতিবেদক আলো-আঁধারির অলিতে গলিতে সদাই করে আসা-যাওয়া;
উদন্তের খোঁজে দিবানিশি ছুটে বেড়ায় আপন-পর সব ভুলে।
সাহিত্য, অর্থনীতি, রাজনীতি, ফিচার, বিনোদন, রঙ্গমঞ্চ সবই পাই;
সেই সাথে খুন, রাহাজানি, ধর্ষণ, ব্যভিচার, অন্যায়-অত্যাচার তা-ও জানতে পাই ।
তবুও তোমাকে না পেলে দিনটাই হয়ে যায় বিবর্ণ, বিষণ্ণ, ছন্নছাড়া।
২৪টি মন্তব্য
ফয়জুল মহী
চমৎকার লিখেছেন প্রিয়। শুভ কামনা
সুপর্ণা ফাল্গুনী
প্রথম মন্তব্য করার জন্য অভিনন্দন ও শুভকামনা। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা অহর্নিশি
রোকসানা খন্দকার রুকু
পত্রিকা নিয়ে সুন্দর কবিতা। আমি যদিও পত্রিকা নেই না কিন্তু মামাকে দেখি বারান্দায় বসে অপেক্ষা করতে। পাওয়ার সাথেই একদম গিলে গিলে খায়॥
শুভ কামনা দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
আমাদের বাসায় ছোটবেলা থেকেই পত্রিকা রাখে তাই এটার সাথে আত্না মিশে আছে। যেদিন না পাই সেদিন টাই কেমন যেন পানসে লাগে। ধন্যবাদ আপু। ভালো থাকুন সুস্থ থাকুন
ছাইরাছ হেলাল
বিষয়ান্তরে গিয়ে লেখাগুলো আমার কাছে বেশি পক্ষপাত পাচ্ছে, ‘কঠিন’ লেখাগুলো থেকে !!
সব কিছুর পরেও সকালের সংবাদ পত্র আমাদের চাই-ই। কত শত মানুষ জড়িত এই ক’টি পৃষ্ঠার সাথে।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি অন্যরকম ভাবে ভাবতেই ভালোবাসি। একঘেয়েমি কাটাতে চেষ্টা করি। সবসময় পারিনা তবুও মনে থাকে। আপনার অনুপ্রেরণা সবসময়ই আমাকে আনন্দ দেয়, আপ্লুত করে। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
উর্বশী
বাহ! দারুন বিষয়টি নিয়ে লিখেছেন।নাশতার ফাঁকে হলেও সকালে এই কাজটি কম বেশী সবাই করে থাকেন। সংবাদপত্র পড়া,সময়ের অভাবে চোখ বুলানো,এটি জীবনের একটি অংশ হিসেবেই দেখি। সুন্দর লিখেছেন আপু।
শুভ কামনা অহর্নিশ ।
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর মন্তব্যের জন্য একরাশ শুভেচ্ছা ও ধন্যবাদ আপু। সত্যিই পত্রিকা ছাড়া সকালটা ভাবতেই পারিনা। ভালো থাকবেন সবসময় শুভ কামনা অফুরন্ত
সুপায়ন বড়ুয়া
পত্রিকা নিয়ে লিখেছন যতার্থ দিদি
মন খারাপের হাজারো শব্দ প্যারা।
তবুও তোমাকে না পেলে দিনটাই
হয়ে যায় বিবর্ণ, বিষণ্ণ, ছন্নছাড়া।
ভাল লাগলো। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা। দাদা যত ই মন খারাপ হোক তবুও তা জানতে, পড়তে হয়। অনলাইনে যেসব খবর পাই তা দিয়ে মনের খোরাক মিলে না কারণ বেশীরভাগ খবরের কোন ভিত্তি নেই, যা ঘটে তার মনগড়া কাহিনী লিখে দেয় কারণ ওদের কোনো বেজমেন্ট নেই, কৈফিয়ত দেয়া লাগেনা।
সাবিনা ইয়াসমিন
দৈনিক সংবাদ পত্রিকা ছাড়া অনেকের দৈনন্দিন দিন যেন শুরু হতে চায় না। অনলাইন পত্রিকা এখন সবার হাতে হাতে, তবুও কাগুজে পাতার আমেজ আমাদের মাঝে জড়িয়ে আছে/ থাকে।
সুন্দর কবিতা।
শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
অনলাইনে যেসব খবর পাই তা দিয়ে মনের খোরাক মিলে না কারণ বেশীরভাগ খবরের কোন ভিত্তি নেই, যা ঘটে তার মনগড়া কাহিনী লিখে দেয় কারণ ওদের কোনো বেজমেন্ট নেই, কৈফিয়ত দেয়া লাগেনা। তাই আজীবন অফলাইন পত্রিকায় ভরসা পাই।এসব পত্রিকায় একসাথে সব বিভাগ পেয়ে যাই যদিও এসব দৈনিক পত্রিকা অনলাইনে ও আছে তবু ও হার্ডকপিতেই শান্তি পাই। ভালোবাসা অবিরাম 🌹🌹
তৌহিদ
সংবাদপত্র নিয়ে এত অসাধারণ লেখা হতে পারে ছন্দে পদ্যে তা এই লেখা না পড়লে বিশ্বাসই হতো না। আপনি লেখক হিসেবে অসাধারণ আপু।
ভালো থাকুন সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া আপনাদের অনুপ্রেরণা সবসময়ই আবেগ আপ্লুত করে দেয়। ভালো লেগেছে জেনে খুব খুব খুশি হলাম। সুন্দর মন্তব্যের জন্য একরাশ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা
জিসান শা ইকরাম
অনলাইন নিউজ পোর্টালে সকালের আগেই সমস্ত খবর জানা হয়ে যায়। তবুও কাগজের দৈনিক পত্রিকায় চোখ না বুলালে দিন যেন আরম্ভ হয়না।
কবিতা ভালো হয়েছে ছোটদি।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা ভাই। কবিতা ভালো হয়েছে শুনে খুব ভালো লাগলো। আপনার জন্য ও শুভকামনা ও একরাশ শুভেচ্ছা জানিয়ে গেলাম। শুভ সকাল
আরজু মুক্তা
পত্রিকা নিয়ে আপনার কবিতা ভালো লাগলো।
অসাধারণ। সকালে পত্রিকা না পড়লে মনে হয় কি জানি গ্যাপ থেকে গেলো!!
শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু । পাশে থেকে অনুপ্রাণিত করার জন্য কৃতজ্ঞ। সকালে পত্রিকা না পড়লে আমার ও ভালো লাগেনা। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ সকাল
প্রদীপ চক্রবর্তী
অনবদ্য একটা কবিতা পড়লাম।
মুগ্ধ হয়ে দিদি।
কত শত বর্ণমালা নানান ভাষায় রাঙিয়ে তোলে সংবাদ দাতা। যেখানে ভাষা ও শব্দের বাহার নামে।
জ্ঞানের আলোকশিখা প্রজ্বলিত হয়।
সুপর্ণা ফাল্গুনী
আপনাদের অনুপ্রেরণা ও ভালোবাসায় মুগ্ধতা ছড়িয়ে পড়ে হৃদয় আঙ্গিনায়। অফুরন্ত ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম। শুভ সকাল
আলমগীর সরকার লিটন
সুন্দর ভাবনাময় কবি দিদি
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
রেহানা বীথি
ইদানিং সংবাদপত্র হাতে নিলেই চোখে পড়ে নানা দুঃসংবাদ। তবুও সংবাদপত্র আমাদের নিত্যসঙ্গী, একদিন চোখ না বোলালে মনে হয় কি যেন মিস করলাম!
চমৎকার লিখেছেন আপু।
সুপর্ণা ফাল্গুনী
ঠিক বলেছেন আপু। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো।