মায়াবিনী আশ্বিনী মধুমাখা দিনে,
আমি যেন খাবি খাই অচিন এক ঋণে।
কোজাগরী চাঁদ রাতে, ফুল বনে বনে,
তবু কোন্ অভাবেতে কাঁদি সারাক্ষণে !
নদীটার নীল জলে মাছ করে খেলা,
পাখিদের গানে কিছু আছে অবহেলা?
মেঘেদের নায়ে চড়ে পরীদের দল,
আকার ইঙ্গিতে যেন করে শত ছল।
মাঝেমাঝে রিমঝিম বৃষ্টির ফাঁকে,
জোনাকীরা সন্ধ্যায় নানা ছবি আঁকে।
সুবাসিত গন্ধের শিউলির ফুলে,
অপরূপ ভালবাসা আছে ঠিক ঝুলে।
তৃপ্তির সব আছে, তবু কিছু নেই !
হৃদয়টা কেন আজ হারিয়েছে খেই?
নেই পাশে মা,তাই সব পাওয়া দিনে
আমি যেন নির্বাক কাঁদি মহাঋণে।
এত সুখে আমি মাগো, তুমি বহুদূরে!
তাই বুঝি দুখ’গুলো আসে ঘুরে ঘুরে?
২২টি মন্তব্য
মনির হোসেন মমি
জগতে মায়ের চেয়ে আপণ আর কেহ নয়। জীবনের সকল তৃপ্তি মায়ের আচলে।জগতের সবার মায়েরা ভাল এই কামনা। হৃদয়স্পর্শী কাব্য।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
সুপায়ন বড়ুয়া
“এত সুখে আমি মাগো, তুমি বহুদূরে!
তাই বুঝি দুখ’গুলো আসে ঘুরে ঘুরে?”
সকল মায়েরা পাশে থাকে
থাকুক যত দুরে।
ভাল থাকবেন ভাইজান। শুভ কামনা।
হালিম নজরুল
আপনার জন্য শুভকামনা রইল দাদা
সুপর্ণা ফাল্গুনী
হাজার সুখেও মায়ের অভাব দুঃখ দিবেই। এ মহাঋণ শোধ হবার নয়। চমৎকার লিখেছেন ভাইয়া। নবমীর শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন
হালিম নজরুল
শুভ বিজয়া। ফ্লেক্সি করে লক্ষীপুজোর নাড়ু পাঠাইয়েন।
সুপর্ণা ফাল্গুনী
ফ্লেক্সি করে আগে পাঠান কিছু তারপর আমিও পাঠাবো কারন নাড়ু যে ফ্লেক্সি করে পাঠানো যায় আগে জানা ছিল না। 😋😋 । বিজয়া দশমীর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
শান্ত চৌধুরী
এত সুখে আমি মাগো, তুমি বহুদূরে!
তাই বুঝি দুখ’গুলো আসে ঘুরে ঘুরে?
শুভ কামনা সতত
হালিম নজরুল
ধন্যবাদ ও শুভকামনা ভাই।
সঞ্জয় মালাকার
নেই পাশে মা,তাই সব পাওয়া দিনে
আমি যেন নির্বাক কাঁদি মহাঋণে।
এত সুখে আমি মাগো, তুমি বহুদূরে!
তাই বুঝি দুখ’গুলো আসে ঘুরে ঘুরে?
অসাধারণ লেখা, দাদা আপনাকে শারদীয় শুভেচ্ছা।
হালিম নজরুল
শারদীয় শুভেচ্ছা দাদা। শুভ বিজয়া।
সঞ্জয় মালাকার
দাদা,আপনাকেও শুভ বিজয়ার শুভেচ্ছা ।
রোকসানা খন্দকার রুকু
মা তো মাই। তার অভাব আর জায়গা কেউ নিতেও পারেনা পুরনও করতে পারে না।
শুভ কামনা রইলো ভাইয়া।
হালিম নজরুল
অন্তহীন শুভেচ্ছা ও শুভকামনা রইল।
ছাইরাছ হেলাল
পরীদের শত ছল শুধু কবিরাই বুঝতে পারে,
তাই দুঃখগুলো ফিরে ফিরে আসে।
হালিম নজরুল
দুঃখ আসে আসুক, আপনাদের মতো গুণী মানুষেরা পাশে থাকলেই হবে।
শামীম চৌধুরী
মনোমুগ্ধকর ছন্দে গাঁথা কবিতাটা।
দারুন ভাই।
হালিম নজরুল
আপনার ভাল লাগলে, আমার মন ভাল হয়ে যায়।
আরজু মুক্তা
মায়েরা সারাজীবন থাকে না। কথা উপদেশ এগুলো থাকে। ভালো থাকুক সব মায়েরা
হালিম নজরুল
ধন্যবাদ আপু।
উর্বশী
মা শব্দটি ছোট,কিন্তু এর পরিধি অনেক বড়।
তাই মায়ের ঋন যেমন শোধ করা যায়না,তেমনি মায়েরা চিরকাল থাকেন না। বরাবরের মত ভালই লিখেছেন ব্যস্তপাখি।
ভাল থাকুন,শুভ কামনা সব সময়।
হালিম নজরুল
একরাশ শুভেচ্ছা