
আজ ভীষন ইচ্ছে করছে হেমন্তের এই শেষ বেলায়,
তোমার কাছ থেকে একগোছা ফুল পেতে।
যেমন মিশিয়ে আনতে কয়েকটা রজনীগন্ধা, গোলাপ সাদা হলুদ আর একটা লাল।
লালটা গুঁজে দিয়ে খোপায়- এই তোমার বয়স কি বাড়ছে না?
বাকিগুলো সুভাস ছড়াত মাতাল রাতে।
আজ ভীষন ইচ্ছে করছে তোমাকে ছুঁয়ে দিতে আর একটু ছোঁয়া পেতে,
কপালের সেই চুমুটা, মনে আছে তোমার?
তোমার মত কি কেউ পারে?
জানব কেমন করে, তোমার কাছ থেকে পাবার পর মন এতটাই ভরে গিয়েছিল;
আর কারও কাছ থেকে পাবার বাসনাও জাগেনি।
ইচ্ছে করছে সেই তীব্র আলিঙ্গন পেতে যেটাতে আদৌ পাপ ছিল না।
ছিল বহু সময় পরে দেখা হবার প্রশান্তি, প্রশ্রয়, আশ্বাস।
লুকিয়ে পড়তাম তোমার লোমশ বুকে কাঁকড়ার মতন।
সে যেন হাড় কাঁপানো শীতের তীব্রতা,
খুব জোরে জাপটে ধরে লুকিয়ে পড়া অনাদি অনন্তকাল, একশীত থেকে অন্যশীতে।
হেমন্তের এই আকাশ ভরা সাদা-কালো মেঘ সরিয়ে ;
আসবে তুমি একটু ফিরিয়ে দিতে, নিতে?
২৫টি মন্তব্য
ফয়জুল মহী
বাহ্ দারুণ চিত্র উপস্থাপন করলেন , মুগ্ধ হলাম শুভ কামনা ভালোবাসা রইলো
রোকসানা খন্দকার রুকু
প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শুভ কামনা রইলো ভাইয়া॥
হালিম নজরুল
দারুন আবেগ।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
রোমান্টিকতায় ভরা
আবেগ দিয়ে গড়া
এমন করে লিখতে পারা
সবার নজর কাড়া।
আপুর জন্য শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু
মন ভরা ছড়া,
কে পারে আমাদের ভাইয়া ছাড়া।
হা হা হা হা। শুভ কামনা রইলো ভাইয়া।
রেজওয়ানা কবির
ইশ! বইন এত রোমান্টিক কবিতা কেমনে লিখতে পারো? শুধু আবেগ কাজ করে। কপালের চুমুটা চুম্বুকের মত তাই বার বার পেতে মন চায় ❤️শুভকামনা।
রোকসানা খন্দকার রুকু
পাথর ঘসাঘসি চলছে বলে ইকটু ইকটু আসছে।
শুভ কামনা রইলো আপুনি।
সুপর্ণা ফাল্গুনী
ইচ্ছে ডানায় আবেগ গুলো এলোমেলো করে দেয় মনটাকে , প্রিয়জনের আদরে , ভালোবাসায় সিক্ত হয়ে ডুবে যেতে সাধ হয় । চমৎকার আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে সুনিপুণ লেখনীতে। মহা নবমীর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
রোকসানা খন্দকার রুকু
দিদি আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
শুভ কামনা রইলো॥
সঞ্জয় মালাকার
রোমান্টিকতায় ভরা
ছন্দে ছন্দে ড়ার,
চমৎকার লেখা।
আপনাকে শুভ নবমীর শুভেচ্ছা।
সঞ্জয় মালাকার
ছন্দে ছন্দে গড়া!
রোকসানা খন্দকার রুকু
আপনাকেও শুভেচ্ছা। ভালো থাকবেন।
ছাইরাছ হেলাল
খুব ই আবেগময়তার ছড়াছড়ি হেমন্তকে কাছে টেনে।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ভাইয়া।
শুভ কামনা রইলো।
রেহানা বীথি
আবেগময় ভালোবাসার সুন্দর প্রকাশ।
ভীষণ ভালো লাগলো আপু।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ আপুনি। শুভ কামনা।
শামীম চৌধুরী
আমার কাছে হেমন্ত ঋতুরাজ।
দারুন হয়েছে আপু।
রোকসানা খন্দকার রুকু
শুভ কামনা রইলো ভাইয়া।
ভালো থাকবেন।
আরজু মুক্তা
হেমন্তের মতো আবেগী আর লাজুক কবিতা
রোকসানা খন্দকার রুকু
হা হা হা হা। তাই না।
শুভ কামনা রইলো আপুনি।
উর্বশী
হেমন্ত, আবেগ,লাজুকতা,ভাবনার গভীরতা সব মিলে একটি উপখ্যান তার ছড়াছড়ি । দারুন অনুভূতির সুন্দর প্রকাশ।
ভাল থাকুন শুভ কামনা সব সময়।
রোকসানা খন্দকার রুকু
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু। শুভ কামনা রইলো। শুভ সকাল।
তৌহিদ
এমন আবেগী লেখা পড়ে ইচ্ছেডানায় ভর করতে ইচ্ছে করবে সব পাঠকেরও। চমৎকার লিখেছেন আপু।
শুভকামনা সবসময়।
রোকসানা খন্দকার রুকু
ইচ্ছে ডানায় ভর করে ফেলুন ভাইয়া।
শুভ কামনা। শুভ সকাল।