অসময়ের দুষ্ট-বৃষ্টি

ছাইরাছ হেলাল ২২ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ০৯:০৮:৫৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৯ মন্তব্য

 

ভোর-রাত থেকেই, থেকে থেকে না, থেমে থেমেও না,
দীর্ঘ-দেহের চওড়া বৃষ্টি বেশ জাঁক করেই বসেছে,
ধীর-লয়ে, উন্মত্ত বৃত্তে, হারামিপনা মত।

যদি একটু বিষণ্ণতা মেখে দেয়া যায়, দুর্বৃত্তের দুষ্ট-দুষ্ট খেলা।
হামাগুড়ি দিয়ে লেপ্টে ধরার বায়না!! ভিন পরিচয়ে! বিঁধবে বলে;
তলে তলে উচ্চকিত ঠোঁট-বিড়বিড়ে দিবাস্বপ্নের নাদান বৃষ্টির
কত কিছুই-না না-জানা! ছুঁড়ে ফেলা গভীর অমসৃণতা;

বান-ডাকা স্রোতের ঢেউয়ের মত কথা-বলা কথা-লেখা
কুল ভাসিয়ে গোছান ব্যস্ততার আঁকা-রূপ সে জানে না, দেখেনি।

নদীর ঠিকানা নদী-ই জানে,
ঋজু অনুসরণে গভীর সসত-ভালোবাসার স্বপ্ন উচ্চারণে।

ধিক,
শকুন ওড়ার মত ঝুলে থাকা এ হতভাগা দিকভ্রান্ত বৃষ্টি,
আস্তাকুড় যার নিয়তি।

ছবি নেটের।

৫৪৭জন ৪২৪জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ