অনেকদিন থেকেই একটা মাইয়ার উপ্পরে ক্রাশ,না ব্রাশ কী জানি একটা কয় না এইডাও আমি খাইছি। কিন্তু আমি যে হেরে বহুত ভালা পাই এইডাও কইতাম শরম পাই। আবার শুনছি হেও নাকি একবার খোয়াবে দেখছে- আমারে সাদি-মাদি করছে। এহন যেহেতু আমার কইতে শরম করে, তাই ভাবতাছি এভাবেই ঝুইল্লা থাকুক। আমি কিচ্ছুই কইতাম না। সাহস পাই না তো, শরম করে।
.
খালি মাঝে মাঝে হের প্রোফাইলে গিয়া হেরে একটু দেইখ্যা আইয়াম। হাসিডাও বহুত সুন্দর দেখছি। ভালা লাগছে। চুলডি তো আরো বেশি সুন্দর। প্রপোজ নাকি আপোষ কয় না এইতাও হেরে এহন করতাম না। নসিবে থাকলে থাকবো, না হলে আর আরকি!
ছোট ভাইয়ের ক্রাশ দেইখ্যা এতো মজা লাগে ক্যারে?? ছোড ভাই সাহস করে সামনে এগিয়ে যান আমরা বড় বইনরা সাথেই আছি। রাখে আল্লাহ মারে কে- যা হবার হবে। শুভ কামনা রইলো একরাশ। ভালো থাকুন সুস্থ থাকুন
আপনার কথা শুনে চ্যাপলিনের একটি দৃশ্যের কথা মনে হল-চ্যাপলিন একটি মেয়েকে খুব ভাল বাসত মেয়েটিও কিন্তু ভালবাসার কেউ কাউকে মুখ ফুটে বলতে পারছেনা।নীরবে চোখাচোখি মুখবয় চিহ্ণে চলে ভালবাসার অধিকার।একদিন হঠাৎ সেই মেয়েটি চ্যাপলিনের সামনে দিয়ে বৌ সেজেঁ অন্য এক ছেলের হাত ধরে চলে যাচ্ছে চ্যাপলিন নীরব দরশক হয়ে শুধু তার চলে যাওয়ায় চেয়ে রইল।
ঘটটনা বললাম এই কারনে যে আপনার লেখায় প্রেমিক ভালবাসার ক্ষেত্রে বিনয়ী হলেও ভীতু নিজের মনের কথা বলতে সাহস পায় না কিন্তু ভালবাসার অর্থই হল সময়ের কাজ সময়ে করা যখনি বুঝতে পারা যাবে যে সেও আমাকে পছন্দ করে ভালবাসে তখনি মুখ ফুটে বলে ফেলা-নতুবা ঐ চ্যাপলিনের মত হঠাৎ একদিন —–
দারুণ! দারুণ! দারুণ!
একচোট হাসালেন মশাই, কলম চলুক দুর্বার গতিতে।
আমি ভাই সিরিয়াস মানুষ সহজে হাসতে পারিনা।
খুব বেশি সাহস লাগবেনা এই একটুখানি সঞ্চয় তো করতে হবে ক্রাশ বলে কথা।
প্রপোজের পরবর্তী স্টোরি লিখুন শীগ্রই।
আপুদের শুভেচ্ছা থাকলো সাথে।
২০টি মন্তব্য
আরজু মুক্তা
আগে হাসি।
ভাইরে প্রেম করতে সাহস লাগে। না হলে হেড ফোনে গান শুনে দুঃখ শুধু বাড়বেই।
এটা মনে হয় কবিতা হবে না। একান্ত অনুভূতি হবে।
নাজমুল হুদা
হা হা হা, সাহস বেশিও ভালা না।
আপু এখন সহজ করে লিখলেও কবিতা হয় না, কঠিন করে লিখলেও কেউ বুঝে না। তখন আর কী করতাম?
একান্ত অনুভূতি না, রম্য দিতাছি সম্পাদনা করে।
সুরাইয়া পারভীন
আগেই অনেক হেসেছিল ভাইয়া
সাহস করে বলেই দিন মনের কথা
নয়তো আপনার ক্রাশ অন্যের বাঁশ হয়ে যাবে😁😁
নাজমুল হুদা
হা হা হা, মাঝে মাঝে আপুদের একটু হাসাতে হয়। 😆
বন্যা লিপি
তর সাহস না থাকলে আমাড্ডে ক, আর মাইয়াডার আইডি লিংক দিস ইনবক্সে, আমি বড়আপু হইয়া এক্কারে সোজাসুজি প্রস্তাব দিমু। ‘আমার ছোট্ট ভাইরে পছন্দ হইলে কও, অহনি নাইলে খাও বাঁশ’😊😊😊 হয় সাহসী হ নয় শরম ছাড়।
নাজমুল হুদা
হা হা হা, সাহসের কোচিংয়ে করে তারপর আইডি লিংক দিয়াম নে। আমার শরম করতাছে 😆
নাজমুল হুদা
#কোচিং
সুপর্ণা ফাল্গুনী
ছোট ভাইয়ের ক্রাশ দেইখ্যা এতো মজা লাগে ক্যারে?? ছোড ভাই সাহস করে সামনে এগিয়ে যান আমরা বড় বইনরা সাথেই আছি। রাখে আল্লাহ মারে কে- যা হবার হবে। শুভ কামনা রইলো একরাশ। ভালো থাকুন সুস্থ থাকুন
নাজমুল হুদা
হা হা হা, মাঝে মাঝে আপুদেরকে হাসাতে হয়।
আরো হাসির পোস্ট হবে সামনে 😆
মনির হোসেন মমি
ঐ ভাবে ঝুইল্লা থাকুক….সময়ের অপেক্ষায়।
নাজমুল হুদা
এভাবেই ঝুলে থাকুক। আমিও কিছু কইতাম না।
মনির হোসেন মমি
আপনার কথা শুনে চ্যাপলিনের একটি দৃশ্যের কথা মনে হল-চ্যাপলিন একটি মেয়েকে খুব ভাল বাসত মেয়েটিও কিন্তু ভালবাসার কেউ কাউকে মুখ ফুটে বলতে পারছেনা।নীরবে চোখাচোখি মুখবয় চিহ্ণে চলে ভালবাসার অধিকার।একদিন হঠাৎ সেই মেয়েটি চ্যাপলিনের সামনে দিয়ে বৌ সেজেঁ অন্য এক ছেলের হাত ধরে চলে যাচ্ছে চ্যাপলিন নীরব দরশক হয়ে শুধু তার চলে যাওয়ায় চেয়ে রইল।
ঘটটনা বললাম এই কারনে যে আপনার লেখায় প্রেমিক ভালবাসার ক্ষেত্রে বিনয়ী হলেও ভীতু নিজের মনের কথা বলতে সাহস পায় না কিন্তু ভালবাসার অর্থই হল সময়ের কাজ সময়ে করা যখনি বুঝতে পারা যাবে যে সেও আমাকে পছন্দ করে ভালবাসে তখনি মুখ ফুটে বলে ফেলা-নতুবা ঐ চ্যাপলিনের মত হঠাৎ একদিন —–
খাদিজাতুল কুবরা
দারুণ! দারুণ! দারুণ!
একচোট হাসালেন মশাই, কলম চলুক দুর্বার গতিতে।
আমি ভাই সিরিয়াস মানুষ সহজে হাসতে পারিনা।
খুব বেশি সাহস লাগবেনা এই একটুখানি সঞ্চয় তো করতে হবে ক্রাশ বলে কথা।
প্রপোজের পরবর্তী স্টোরি লিখুন শীগ্রই।
আপুদের শুভেচ্ছা থাকলো সাথে।
নাজমুল হুদা
হা হা হা, আপুদেরকে তাহলে আজকে সহজেই হাসাতে পারছি। বেশি বেশি হাসতে হবে আমার মতো করে।
মোঃ মজিবর রহমান
আঞ্চলিক ভাষা শুনেছ কিন্তু আঞ্চলিক প্রেম তাও আপনার ক্ষেত্রেই ঘটুক।
গানটা আমার প্রিয়।
ছাইরাছ হেলাল
ভালোবাসা ভালোলাগা এক না যখন বুঝেই ফেলেছেন
তখন আর ঝুলে ঝুলে কী আর হতে পারে!!
আলমগীর সরকার লিটন
অঞ্চলিক প্রেম চমৎকার লাগল কবি দা
রোকসানা খন্দকার রুকু
শুনেছি সরম পাওয়া ছেলেদের কপালে সাহসী ডাইনি টাইপ মেয়ে প্রেমে পড়ে। আশেপাশেই থাকুন। বলে ফেলবে।
শুভ কামনা।
তৌহিদ
আমি কিছু বলবোনা, শুধু হাসবো! ☺☺
নাজমুল হুদা
হা হা হা, হাসার জন্যই দিছি 😆