
একদিন ফিরে যাবো আমার পূর্বপুরুষের দেশে আমার অপেক্ষায় অপেক্ষমাণ স্বজনের কাছে
এ আমার বহু যুগের লালিত সাধ
আমার আত্নজের কাছে বুক চিতিয়ে বলা স্বপ্ন
এ আমার পরবাস জীবনে ধু ধু মরুভূমিতে
দিগভ্রান্তের ন্যায় হেঁটে চলা মানুষের এক চিলতে জলাধার খুঁজে পাবার প্রশান্তি
কিংবা বলতে পারো,
তৃষ্ণাকাতর বুকে দু’ফোঁটা জল ঢেলে দেবার প্রাণান্তকর প্রচেষ্টা
অথচ আমি আজ গোটা জীবন থেকেই পালাতে চাই
যে জীবন স্বাভাবিক গতিতে চলমান নয়
যে জীবন ভয়ংকর, বীভৎস
আমি তা থেকে মুক্তি চাই
খুঁজে পেতে চাই এ ফাঁদ থেকে মুক্তির উপায়
নারীর সম্ভ্রমহানি, পাশবিক নির্যাতন যে শব্দেই গাঁথি না কেনো
সমাজে অচ্ছুৎ, অপরাধী সে–ই
যে রাতের আঁধারে ইজ্জত বাঁচাতে চিৎকার করে বলে, “হেরে বাই রে, হেরে আব্বা রে, হেরে আল্লাহ্ রে, তোগো আল্লার দোহাই লাগে, অ্যারে ছাড়ি দে…”
এমন আদিম হিংস্রতা, নিগ্রহ আজকাল বড় বেশি অহরহ আমি কি ফিরে যাবো আমার পূর্বপুরুষের দেশে? নির্মমতার ভূখণ্ডে?
জীবন্মৃত হয়ে বেঁচে থাকার মানচিত্রাংশে?
একে একে চারপাশের সকল লণ্ঠন নিভে যাওয়ার দেশে ?
আমি সত্যই আজ জীবন থেকে পালাতে চাই।
( প্রিয় সোনেলা ব্লগে ৮তম বর্ষে পদার্পন উপলক্ষ্যে এ কবিতা)
১২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আপনি সুস্থ হয়েছেন ধরে নিয়েই সোনেলার হয়ে শুভেচ্ছা আপনাকে।
অষ্টম বর্ষে পদার্পনের।
আমারা আমাদের স্বপ্ন ছুঁতে চাই, যে স্বপ্ন আমাদের আজন্ম লালিত।
কিন্তু কোথায় কেমন যেন এলোমেলো সব কিছু।
তবুও স্বপ্ন বুনি, স্বপ্ন গাঁথি।
রিমি রুম্মান
আমরা সপরিবারে সুস্হ হয়েছি। ভালো আছি আলহামদুলিল্লাহ্। কেমন করে এতোগুলো বছর পেরিয়ে গেলো সোনেলা পরিবারে!
আলমগীর সরকার লিটন
অসাধারণ বাস্তবতার প্রতিফলন কবি আপু
রিমি রুম্মান
অনেক ধন্যবাদ আপনাকে।
খাদিজাতুল কুবরা
হ্যাঁ আপু আপনার সাথে সহমত পোষণ করছি আমিও পালাতে চাই।
সত্যি বড় কঠিন সময় পার করছি আমরা নাকি আরও অতল অন্ধকারে তলিয়ে যাচ্ছি বুঝতে পারছি না।
জাহেলিয়াত কায়দায় নৃশংসতা বেড়েই চলেছে।
অনেক সুন্দর লেখনীতে চরম বাস্তবতা তুলে ধরেছেন।
ধন্যবাদ আপু ।
ফয়জুল মহী
অনন্য ভাবে অনুপম লেখা I
মোঃ মজিবর রহমান
পালাতে চাইলেই পালানো যায়না,
ইচ্ছে করলেই ইচ্ছে পুরণ হয়না,
চাওয়া মাত্রই পাওয়া যায়না,
পাইলেই ইচ্ছে সব পুর্ণ হয়না।
সুপর্ণা ফাল্গুনী
সুস্থ হয়েছেন জেনে খুব ভাল লাগলো আপু। সত্যিই আমাদের দেশটা এখন অন্ধকারে ছেয়ে গেছে। ধর্ষণ, অরাজকতা, নোংরামি তে প্রতিনিয়ত ডুবে মরছে। তবুও স্বপ্ন দেখি সুন্দর বাংলাদেশ এর। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
সুরাইয়া পারভীন
যে দেশের মানুষ নামের নরপশু গুলো নৃশংস আচরণ করে নিরীহ মা বোনের উপর সে দেশে ফিরতে চাইবে না মন এটাই চিরন্তন সত্য। সর্বশেষে মাথা উঁচু করে থাকতে না পারার দায় থেকে মুক্তি পেতে জীবন থেকেই পালাতে হবে বৈকি
তৌহিদ
আপনি সহ পরিবারের সকলে সুস্থ আছেন জেনে ভালো লাগছে আপু। সোনেলা ব্লগে আপনার বিচরণ ৮ বছর চলছে! এটি জেনে আমি নিজেই অনুপ্রাণিত হলাম, সাহস পেলাম সামনে এগিয়ে যাবার।
জীবন থেকে পালাতে চাইলেই কি তা করা যায়! দেশ, মাটি, পরিবার, আমরা, সোনেলার টানে কোথাও যেতে দিচ্ছিনা কিন্তু!
অভিনন্দন ও শুভ কামনা অবশ্যই।
রোকসানা খন্দকার রুকু
শুভ কামনা রইলো আপু। সবাই সুস্থ আছেন জেনে ভালো লাগলো। কবিতাও দারুন হয়েছে।
শুভ সকাল।
মনির হোসেন মমি
আটটি বছর কম কথা নয়।এক সাথে একই আঙ্গিণায় আপনার সহ ব্লগার হতে পেরে আমিও গর্বিত। অভিনন্দন এবং শুভ কামনা রইল। প্রবাস জীবন যত বিত্তবৈভবের আনন্দের হহউক মাতৃভুমির জন্য প্রবাাসীদের মন সব সময় কাদে এটা আমিও ভুক্তভোগী।কিন্তু বর্তমানে দেশ সামাজিক প্রেেক্ষাপটের যযে ভয়ংকর রূপ তাতেে পালিয়ে থাকা ছাড়া উপায় নেই।আপনি ভাল আছেেন সুস্থ আছেন জেনে খুবই ভাল লাগছে।পরিবারের সবার প্রতি রইল শুভ কামনা।