
“শুধু পাঠক নয় পরিপূর্ণ পাঠক হবার প্রত্যাশা রাখি। আর সে প্রত্যাশা প্রাপ্তিতে পরিণত করতেই বইকে করেছি সঙ্গী।”
উপরের কথাগুলো যার প্রোফাইলে ঝকঝক করছে তিনি হচ্ছেন সোনেলার অন্যতম ব্লগার সুরাইয়া পারভীন। যিনি সবসময় নিজের সুনিপুণ শব্দশৈলী দিয়ে সোনেলার পাঠকের মন জয় করে নিয়েছেন।
তিনি লিখতে ভালোবাসেন, নিত্যনৈমিত্তিক যাপিত জীবনের কথাগুলোকে পাঠকদের জন্য মন উজার করে লিখতে পারদর্শী। তার লেখা গল্প, কবিতা, চিঠি কিংবা একান্ত অনুভূতিতে পাঠক খুঁজে পান নির্মল প্রেমানুভূতি।
তিনি অন্যান্য ব্লগারদের লেখা পড়তেও ভালোবাসেন। একজন পাঠক হিসেবে তার মন্তব্যে অন্য লেখকেরা খুঁজে পান উৎসাহ ও অনুপ্রেরণা। একবছর আগে অনুভব লেখাটি দিয়ে সোনেলায় তাঁর আগমন হয়েছিলো যেখানে লেখার শুরুতেই তিনি বলেছিলেন –
“সেটুকুই সঞ্চয় আমার
যেটুকু তুমি স্বহস্তে করে গেছো দান
এ সঞ্চয়টুকু নিয়েই আমি
জীয়ে রেখেছি আমার প্রাণ।”
এমন অনুভাবী লেখা যিনি পাঠকদের জন্য লিখতে পারেন একজন লেখক হিসেবে তিনি যে অনন্য একজন সেটা বলাই বাহুল্য। সোনেলায় ব্লগার সুরাইয়া পারভীন একবছর অতিক্রম করলেন।
সোনেলায় তার একবছর পূর্তিতে নিজের লেখা সোনেলায় আমার একবছর পোষ্টটির মাধ্যমে তিনি আমাদের জানিয়ে দিলেন তার এই পথচলা অদম্য। থেমে থাকার পাত্রী নন তিনি। সোনেলায় তার কলম আমৃত্যু চলবেই। তার এই আত্মবিশ্বাস আমাদের মুগ্ধ করে।
সোনেলা ব্লগে মাত্র একবছরেই তিনি পোষ্ট লিখেছেন ২২১ টি। তিনি মন্তব্য করেছেন ৪৭০৯ টি এবং মন্তব্য পেয়েছেন ৫২৭৪ টি। সোনেলার একজন নিয়মিত ব্লগার হিসেবে ব্লগে প্রতিদিনই তার বিচরণ আমাদের সকলের মনে ভালোলাগার জন্ম দেয়। সোনেলা ব্লগে বিচরণের ক্ষেত্রে তিনি সকলের জন্য অনন্য দৃষ্টান্ত।
সোনেলায় এত অল্প সময়ে ২২১ টি পোষ্ট দিয়ে এক বছর পূর্তির মাইলফলক স্পর্শ করার অর্থ হচ্ছে ব্লগার সুরাইয়া পারভীন সাহিত্য ভালোবাসেন এবং সোনেলার একজন নিবেদিত প্রাণ লেখক তিনি। অন্যদের পোষ্টে তার করা মন্তব্য সংখ্যা এবং প্রাপ্য মন্তব্যের সংখ্যা দেখলে তা সহজেই অনুমেয়।
সুরাইয়া পারভীন আপু, আপনার আত্মবিশ্বাসকে পাথেয় করে সামনে এগিয়ে চলুন। সোনেলায় আপনার বিচরণ দীর্ঘতর হোক এটাই কাম্য।
ভালো থাকুন সবসময়।
৩৩টি মন্তব্য
ইঞ্জা
সুরাইয়া পারভীন আপুকে বর্ষপূর্তিতে অভিনন্দন।
আপনাকেও ধন্যবাদ ভাই সুন্দর পোস্টির জন্য।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ইঞ্জা
শুভকামনা আপু
তৌহিদ
আপনাকেও শুভেচ্ছা রইলো ভাই।
ইঞ্জা
শুভকামনা ভাই
রেহানা বীথি
অনেক ভালোবাসা সুরাইয়া আপুকে। তার এই বিচরণ অব্যাহত থাকুক সোনেলায়।ভালো থাকুন, সুন্দর নির্মল থাকুন আজীবন। আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
সুরাইয়া পারভীন
সোনেলায় আমার বিচরণ ভূমি। এখানে বিচরণ করে আমি শান্তি পাই। যতোদিন আমি থাকি সোনেলার সাথেই থাকবো ইনশাআল্লাহ
কৃতজ্ঞতা সহ অনেক অনেক ভালোবাসা জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
তৌহিদ
ধন্যবাদ আপু। আপনাকে ব্লগে মিস করি।
ফয়জুল মহী
আন্তরিক অভিনন্দন । একরাশ শুভেচ্ছা ও ভালোবাসা । সুখময় ও সুখ্যাতি হোক সাহিত্যে।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা অশেষ ভাইয়া
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
তৌহিদ
ধন্যবাদ মহী ভাই।
সুপর্ণা ফাল্গুনী
অভিনন্দন ও শুভেচ্ছা একবছর পূর্তিতে। ওনার চমৎকার লেখনী আর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। তার সাহিত্য চর্চা বেঁচে থাকুক আমাদের মাঝে , সোনেলাতে তার পথ চলা সুদীর্ঘ হোক। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো। তৌহিদ ভাই আপনাকে ও ধন্যবাদ সবসময় আপনি ব্লগারদের জন্য শুভেচ্ছা পোস্ট উপহার দেবার জন্য। আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা সহ অনেক অনেক ধন্যবাদ জানবেন দিদিভাই। আপনারা আমার লেখা পড়েন বলেই সাহস পাই লেখার। আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় ❤️❤️
তৌহিদ
আর কিছুদিন পরে আপনারও এক বছর পূর্ণ হবে কিন্তু! অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখলাম।
ছাইরাছ হেলাল
শুভেচ্ছা ও শুভেচ্ছা, এমন গুণী লিখিয়েকে, পাঠক হতে পেরে অনেক অনেক আনন্দিত।
আপনাকেও ধন্যবাদ সুন্দর করে তাঁকে উপস্থাপনের জন্য।
সুরাইয়া পারভীন
গুণী টুণী কিচ্ছু না টুকটাক লিখি আর সেটা আপনারা ভালোবেসে পড়ে উৎসাহিত করেন আমাকে। আর আমিও কেমন যা ইচ্ছে তাই লিখে যাই।
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় 💜💜
তৌহিদ
ধনবাদ ভাই, শুভকামনা সবসময়।
সুরাইয়া পারভীন
এই সব আন্তরিকতার, ভালোবাসার বিনিময় মূল্য হয় না যা আপনারা সোনেলাবাসীরা আমাকে দিয়েছেন। আপনাদের এমন উৎসাহ পেয়েই লিখা-লেখিতে অনুপ্রাণিত হই। আমি যা লিখি তাই আপনারা মন দিয়ে পড়েন দেখে সত্যিই অবাক হয় আবার নতুন কিছু লেখার সাহস পাই। আপনাদের জন্যই সুরাইয়া পারভীন ব্লগার হয়ে উঠেছে। আপনাদের জন্যই ব্লগার সুরাইয়া পারভীনকে সবাই চিনে। আপনাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না, পারবো না শোধ করতে।
চমৎকার শুভেচ্ছা পোস্টের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় 💙💙
তৌহিদ
আপনি আপনার নিজের যোগ্যতায় সোনেলায় আপনার অবস্থান তৈরী করে নিয়েছেন আপু। আপনার পথচলা দীর্ঘ হোক এটাই কাম্য।
শুভকামনা রইলো।
আলমগীর সরকার লিটন
অনেক অনেক শুভ কামনা জানাই
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
তৌহিদ
আপনাকেও ধন্যবাদ ভাই।
রোকসানা খন্দকার রুকু
অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন সুরাইয়া আপনার জন্য। এমন অসাধারণ লেখনী আর পাঠক মন্তব্যে মুগ্ধ করতে থাকুন।
তৌহিদ ভাই কেও ধন্যবাদ॥
সুরাইয়া পারভীন
দোয়া করবেন আপু
কৃতজ্ঞতা অশেষ। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
তৌহিদ
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো। আপনার লেখা পাঠক খুব সুন্দরভাবেই গ্রহণ করেছে। যেতে হবে বহুদূর।
সোনেলায় আমরা সকলেই পাশে আছি অবশ্যই।
সুপায়ন বড়ুয়া
ধন্য ধন্য মোরা ধন্য
পারভীন আপুর জন্য।
এক বৎসরে ২২১ পোষ্ট
অনন্য লেখার জন্য।
শুভ হোক আপুর পথ চলা।
ধন্যবাদ আপনাকে সুন্দর তুলে ধরার জন্য।
সুরাইয়া পারভীন
চমৎকার ছন্দের জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা
কৃতজ্ঞতা অশেষ। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
তৌহিদ
চমৎকার মন্তব্যে প্রীত হলাম ভাই। শুভকামনা জানবেন।
জিসান শা ইকরাম
ব্লগার সুরাইয়া পারভীন এর এক বছর পূর্তিতে তাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
তিনি অতি অল্প সময়েই সোনেলায় তার নিজের একটি শক্ত অবস্থান তৈরি করেছেন।
সোনেলার অন্যতম সেরা ব্লগার তিনি।
সুরাইয়া পারভীন
এর এই স্থান তৈরি করতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন আপনি ভাইয়া। সবসময় কৃতজ্ঞ থাকবো আপনাদের আর সোনেলার প্রতি। অনেক অনেক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
তৌহিদ
জ্বী ভাইজান, সুরাইয়া আপু আমাদের গর্ব অবশ্যই। এভাবেই তিনি এগিয়ে চলুন সোনেলার সাথে এটাই চাই।
ভালো থাকুন ভাই।
জিসান শা ইকরাম
তৌহিদ ভাই,
আপনাকেও ধন্যবাদ সহ ব্লগারদের নিয়ে নিয়মিত এমন ধরনের শুভেচ্ছা পোষ্ট দেয়ার জন্য।
শুভ কামনা।
তৌহিদ
তাদের উৎসাহ দেয়া আমাদের কর্তব্য বলে মনে করি ভাই।
শুভকামনা জানবেন।