
আমি অন্ধকারের নিঃশব্দ গোপন ভান্ডারে প্রবেশ করতে চাই। জানতে চাই ঠিক কোন কারনে নির্লিপ্ততা গ্রাস করেছে শ্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টিকে। প্রকাশের অপেক্ষমাণ আলোর সাথে মিতালি করে আলোকিত করে যেতে চাই তিমিররাত্রির প্রতিটি ক্ষণ।
আমি কাজরি গীতোৎসবে সুর মিলিয়ে গাইতে চাই মিলনের গান। বোধহীনতাকে খুঁচিয়ে রক্তাক্ত করে নোনাস্বাদে আঁকতে চাই জীবনে গল্পগাঁথা। পূবের হাওয়ায় সিক্ত তরু পল্লবের দোলনে দুলে দুলে স্থিমিত অস্থিমজ্জাকে জাগ্রত করতে চাই।
আমি অপ্রকাশ ও নিস্তব্ধতার মধ্যে রুপ-বাণীর মূর্ছনা সঙ্গীত শুনতে চাই। দ্বিচারণ ও দ্বিচারিণীর ব্যবচ্ছেদ করে খ্যাতি আর গর্বের আবর্জনাকে ছুঁড়ে ফেলে দিতে চাই আস্তাকুড়ের অতলে। আমি নির্ভার হয়ে হাসতে চাই।
যে ধ্বংসে বিনাশ নয়, তার নব সৃষ্টিকে দেখতে চাই। পুরাতনকে গলিয়ে কষ্টিপাথরের ছোঁয়ায় প্রস্ফুটিত আম্রমুকুলের ঘ্রাণে মোহিত হতে চাই। সীমার বন্ধন ভেঙে অফুরন্ত প্রেমোপাখ্যানের সুধা পান করে হতে চাই বিবাগী।
আমি বিকারগ্রস্থ মনুষ্যত্বের বিবেকের খোলা জানালা হতে চাই। জননীকুলের ঢালবেশে খোলা তরবারি হাতে সমরের সেনাপতি হয়ে সম্মুখে লড়তে চাই। আমি চিরসুন্দর ও নিত্য-আনন্দের সেবক হতে চাই। ধরাধামে হিল্লোলিত পুস্পকুঞ্জের মালী হয়ে উপভোগ করতে চাই হাজারবেলীর মোহময় রুপ।
[ছবি- নেট থেকে নেয়া]
২৪টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আমাদের এই অসম্ভব সুন্দর চাওয়াগুলো পাওয়ায় যেন রূপান্তরিত হয়
এ কামনা আমাদের সবার হোক।
তৌহিদ
ধন্যবাদ ভাই, শুভকামনা আপনার জন্যেও।
মনির হোসেন মমি
এ সব চাওয়া আমরাও চাই।আমিও চাইব সুস্থ নির্ভেজাল নির্লুভ হিংসা বিদ্বেষহীন পুরো নিরাপত্তায় একটি জীবন। খুব ভাল হয়েছে-এ যেন আমারি মনের কথা।
তৌহিদ
ধন্যবাদ ভাই, সুন্দর বলেছেন। সহমত পোষণ করছি।
রেজওয়ানা কবির
আমরা প্রত্যেকে সুস্থ সুন্দর, নির্ভেজাল, সর্বোপরি নিরাপত্তার পরিবেশ চাই, যেখানে শান্তিতে প্রানভরে নিঃশ্বাস নিতে পারি।
তৌহিদ
এই চাওয়া আমাদের সকলের। ভালো থাকুন আপু।
মোঃ খুরশীদ আলম
আপনার সব চাওয়া পূরণ হোক। তবে শুধু চাইলে হবে না সেটা যেন পূরণ হয় তার জন্য নিজেকেই কাজ করতে হবে সবচেয়ে বেশি।
তৌহিদ
ধন্যবাদ, ভালো থাকুন ভাই।
সুপায়ন বড়ুয়া
“আমি চিরসুন্দর ও নিত্য-আনন্দের সেবক হতে চাই। ধরাধামে হিল্লোলিত পুস্পকুঞ্জের মালী হয়ে উপভোগ করতে চাই হাজারবেলীর মোহময় রুপ। “
কাব্যিক ঢঙে বিবেকের জানালায়
ইচ্ছা টুকু পূরণ হোক সারাবেলায়।
ভাল লিখলেন শুভ কামনায়।
ভাল থাকবেন।
তৌহিদ
মন ভীষণ খারাপ বর্তমান পরিস্থিতিতে দাদা। আপনি ভালো থাকুন এটাই প্রার্থণা।
প্রদীপ চক্রবর্তী
বিবেকের জানালা জুড়ে কত স্বপ্নময়ী ভাবনা।
কত চাওয়া পাওয়া।
তবুও আমাদের ধরাধামে হিল্লোলিত পুস্পকুঞ্জের মালী হয়ে উপভোগ করতে হয় হাজারবেলীর মোহময় রুপ।
.
বেশ দারুণ ভাবনা, দাদা।
তৌহিদ
বেশ বলেছ। ভালো থেকো দাদা।
বন্যা লিপি
সার্বজনীনতায় আমরা সবাই একই কন্ঠে কন্ঠ মেলাতে চাই….. “আমি বিকারগ্রস্থ মনুষ্যত্বের বিবেকের খোলা জানালা হতে চাই। জননীকুলের ঢালবেশে খোলা তরবারি হাতে সমরের সেনাপতি হয়ে সম্মুখে লড়তে চাই। আমি চিরসুন্দর ও নিত্য-আনন্দের সেবক হতে চাই। ” আপামর সাধারন থেকে সাধারনের সব মানুষত্ব জেগে উঠুক আগামীর সুন্দর পৃথিবী গড়ে তুলতে। সময়োচিত অসাধারন লেখা।
তৌহিদ
ধন্যবাদ আপু। শুভকামনা আপনার জন্যেও।
সুপর্ণা ফাল্গুনী
আপনার সুন্দর চাওয়া গুলো আজ আমাদের সবার। অসম্ভব ভালো লাগলো আপনার প্রতিটি চাওয়া। বিবেকের জানালা খুলে দিতে হবে , মানবতা, প্রেম জাগ্রত করতে হবে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
তৌহিদ
মানবপ্রেমিকের বড্ড অভাব। পশুদের হিংস্রতা বেড়েই চলেছে।
ভালো থাকুন আপু।
রোকসানা খন্দকার রুকু
যে ধ্বংসে বিনাশ নয়, তার নব সৃষ্টিকে দেখতে চাই। পুরাতনকে গলিয়ে কষ্টিপাথরের ছোঁয়ায় প্রস্ফুটিত আম্রমুকুলের ঘ্রাণে মোহিত হতে চাই। সীমার বন্ধন ভেঙে অফুরন্ত প্রেমোপাখ্যানের সুধা পান করে হতে চাই বিবাগী।****
প্রত্যেকটি লাইন আমাদের মনের চাওয়া। আপনার অসাধারণ অভিব্যক্তি তে পূরণ হোক এমনই কামনা।
শুভ কামনা রইলো ভাইয়া।
তৌহিদ
মনোবাসনা পূর্ণ হোক এটাই চাই। শুভকামনা সবসময়।
আরজু মুক্তা
চাওয়া গুলো পূরণ হোক। প্রকৃতির মাঝে এভাবে খুঁজে ফেরা মানে নিজেকে খোঁজা।
শুভকামনা
তৌহিদ
ধন্যবাদ, ভালো থাকুন আপু।
শামীম চৌধুরী
তোমার লেখায় দারুন অনুভুতি ফুঁটে উঠেছে। এক কথায় দারুন।
তৌহিদ
ধন্যবাদ ভাইয়া। আপনিও ভালো থাকুন সবসময়।
সুরাইয়া পারভীন
চমৎকার এই সব চাওয়া গুলো পাওয়ায় পরিণত হোক এটাই প্রত্যাশা আমাদের। একটা সুন্দর সুশীল সমাজ সংস্কার, সুন্দর দেশ তথা সুন্দর পৃথিবী হোক আমাদের
চমৎকার লিখেছেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
তৌহিদ
সুন্দর হোক নরপশুদের মন মানসিকতা এটাই চাই। আপনিও ভালো থাকুন আপু।