
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
যার স্থান বাংলায় সবার উপরে
পরাধীন বাংলায় স্বাধীন সূর্য উদিত করে
মিশে আছে বাঙালির প্রতিটি নিঃশ্বাসে
প্রতিটি বাঙ্গালির অন্তরে,
যে মিশে আছে বাংলার ঐতিহ্যে ইতিহাসে
বাঙালির সত্ত্বায় আজীবন থাকবে
রবে গৌরবে-বিশ্বাসে-অহংকারে।
তাঁকেই খুঁজি যে পরিষ্কার মানুষ পরিষ্কার মন
নিয়ে লাখো লাখো জনতাকে প্রশ্ন করে-
“ভাইয়েরা আমার তোমাদের
আমার উপর বিশ্বাস আছে”?
এ প্রশ্নের জবাবে আপামর জনতার
“হ্যাঁ” উত্তরই প্রমাণ করে বাঙালি
রেখেছিল তাঁকে কত কাছে।
যে সেই বিশ্বাসী মহাস্বজন তাঁকেই খুঁজি।
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
৫টি মন্তব্য
মনির হোসেন মমি
পোষ্ট প্রকাশের ২৪ ঘন্টা একটু খেয়াল করে পোষ্ট দিলে নীতিমালা লঙ্গন হয় না।
এমন মহৎ মানুষ খুজে পাওয়া কষ্টকর।বিন্ম্র শ্রদ্ধা।
রেহানা বীথি
তিনি মিশে আছেন এদেশের প্রতিটি ধূলিকণায়। বিনম্র শ্রদ্ধা তাঁর প্রতি।
সুন্দর লিখলেন।
আরজু মুক্তা
বিনম্র শ্রদ্ধা
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর লেখেছেন বিনম্র শ্রদ্ধা জানাই কবি দা
শামীম চৌধুরী
বিনম্র শ্রদ্ধা।