আজ যে শিশুটি ভূমিষ্ঠ হলো সে পৃথিবীর আলো দেখা শুরু করলো। এটাই প্রকৃতির ধারা। জন্মের পর শিশুটিকে পরিচর্যা করে গড়ে তুলেন বাবা ও মা। বসুন্ধরায় কতই না ঘাত-প্রতিঘাত সহ্য করে সেই শিশুটি একদিন আলো ছড়ায়। আর সেই আলোয় আলোকিত হয় পরিবারের সকল সদস্য। সব পরিশ্রম স্বার্থক হয় বাবা-মা’র। ইহাই চিরন্তন সত্য।
কে সোনেলার জন্মদাতাঃ
================
আমাদের সকলের প্রাণপ্রিয় মানুষ হচ্ছেন জিসান ভাই। তাঁর জন্ম হয়েছিলো বলেই সোনেলাকে জন্ম দিয়েছেন। একজন বাবার ভুমিকায় থেকে নিরলস ভাবে সোনেলাকে তিলে তিলে বড় করেছেন। তাঁরই হাত ধরে ৮টি বছর পার করেছে সোনেলা।
আজ ৯ম বছরে পা রাখলো।
সোনেলা এখন শিশু নয়। এখন যৌবনে পদার্পন করেছে। তার যৌবনের রূপে আকৃষ্ট হয়ে অনেক প্রতিভাবান লেখক কবি সাহিত্যিকরা ভিড় জমিয়েছেন। বাংলা ভাষায় একটি সফল বাংলা ব্লগ হয়ে সোনেলা দৌঁড়ে বেড়াচ্ছে গোটা বিশ্ব। সোনেলা এখন বিশাল শিল্প প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠানেই তৈরী হচ্ছে লেখক কবি ও সাহিত্যিক। অনেকেই ফিরে পেয়েছেন তাদের হারিয়ে যাওয়া প্রতিভা। আর তাদেরেই প্রতিভা বিকশিত হচ্ছে বাংলা ভাষাভাষি মানুষের কাছে। এর চেয়ে বড় প্রাপ্তি আমাদের আর কি থাকতে পারে।
সোনেলার জন্মদাতা জিসান ভাই একজন মহা কারিগরের ভূমিকায় সোনেলাকে নিয়ে যাচ্ছেন দূরে বহুদূরে। আর তাঁর দুই হাতকে শক্তিশালী করছে সোনেলার ভাই-বোনেরা।
চলুন, একজন সফল কারিগর জিসান ভাইকে আমরা সবাই জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।
অভিনন্দন জিসান ভাই।
কৃতজ্ঞতাঃ
=======
আমি সোনেলার কাছে কৃতজ্ঞ। সোনেলায় আসতে পেরে ধন্য। সোনেলা আমাকে যে ভাবে সকলের কাছে একজন পাখি বিশারদ ও গবেষক হিসাবে তুলে ধরেছে তাতে আমি ঋনী। আজ সোনেলায় না জড়ালে আমার পরিশ্রম ও কাজের সফলতা যেমন কেউ জানতে পারতেন না, তেমনই আমি সোনেলা উঠোনের কাউকে চিনতাম না। যাদের সঙ্গে আমার পরিচয় ঘটেছে তারা সবাই আমার উর্ধ্বে। আমার কাছে সম্মানীয় ও আস্থাভাজন। আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের সমর্থন ও সহযোগিতার জন্য। সঙ্গে সঙ্গে সোনেলার ভালোবাসায় সিক্ত হয়ে রইলাম।
শুভেচ্ছা ও অভিনন্দন
==============
৯ম বছরে সোনেলা পদার্পন করায় আমার অন্তরের অন্তঃস্থল থেকে সোনেলার এই দিনে রইলো এক ঝুঁড়ি লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন।
অভিনন্দন জানাই সোনেলার সকল কবি,লেখক,সাহিত্যিক ও পাঠক বন্ধুদের।
অভিনন্দন জানাই আমার কাজিন এম ইঞ্জা ভাইকে। যার হাত ধরে আমি আজ সোনেলার জন্মদিনে শুভেচ্ছা বার্তা জানাতে পারলাম।
সোনেলা এখন বিশাল শিল্প প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠানেই তৈরী হচ্ছে লেখক কবি ও সাহিত্যিক। অনেকেই ফিরে পেয়েছেন তাদের হারিয়ে যাওয়া প্রতিভা।
বলেছেন যতার্থ ভাইজান।
শুভ ব্লগিং। সোনেলার জন্মদিন।
আমি আর ছাইরাছ হেলাল লেখার জন্য এই সাইটটি প্রতিষ্ঠা করেছিলাম। পরবর্তিতে লেখকদের আবদার, অনুরোধে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলাম। শুরুর ইতিহাস এখানে দেখুন।
সোনেলা প্রতিষ্ঠা করেছি আমরা ঠিকই, তবে একে লালন পালন করে বর্তমানের অবস্থানে এনেছেন আপনারা ভাই। আমরা কেবল আপনাদের সাথে ছিলাম। সবার ভালোবাসায় সোনেলা এগিয়ে যাচ্ছে সামনের দিকে, আস্থাবান এক ব্লগ সাইট হিসেবে। সবার আন্তরিকতায় সোনেলা নিজেই ধন্য ভাই।
আপনার মত পাখি বিশেষজ্ঞ সমস্ত বাংলা ব্লগ সাইট সমুহে আর নেই। সেক্ষেত্রে আপনি অবশ্যই সোনেলার একটি সম্পদ। যে পাখি গুলোর নাম এবং তার সম্পর্কে বিস্তারিত লিখেছেন, সে পাখির নাম লিখে গুগলে সার্চ দিলে আপনার পোষ্ট তথা সোনেলার নামও চলে আসে।
সোনেলার প্রতি কতটা ভালোবাসা থাকলে এমন পোষ্ট দেয়া যায়, জন্মদিন উপলক্ষে ছবি বানান যায়, তা আমি বুঝি ভাই। অনেক অনেক কৃতজ্ঞতা আমাকে এমন ভাবে সন্মানিত করার জন্য।
সোনেলার জন্মদিনে আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা।
শুভ কামনা রাশি রাশি।
আমি গভীর ভাবে দুঃখিত যে সোনেলার জন্মের ইতিহাসটা জানতাম না বলে। আপনার দেয়া ইতিহাস পড়ে এখন সোনেলা সম্পর্কে সম্যক জ্ঞান নিলাম। সামনে এই ভুল আর হবে না।
আপনার মন্তব্য পেয়ে আমি আপ্লুত।
জিসান ভাইয়া, ছাইরাছ হেলাল ভাইয়ার স্বপ্ন সোনেলা। আমরা এই ব্লগের অংশ হতে পেরেছি, নিজেকে এখানে প্রকাশ করতে পারছি, সত্যিই এ আমাদের সৌভাগ্য। এখানে সবাই সমকক্ষ ভাইয়া, কেউ কারও ঊর্ধ্বে নই আমরা। আমাদের মধ্যে যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে, আগামীতে তা যেন আরও বেগবান হয়। এই শুভক্ষণে সবার জন্য আন্তরিক শুভেচ্ছা।
জিসান দাদা ভাই আর হেলাল ভাইয়ের সম্মিলিত প্রচেষ্টার আঙিনায় আজ কত শত কবি, লেখক, সাহিত্যিক বিচরণ করছে অবলীলায় আপনার চেয়ে ও আপন হয়ে। সোনেলা আজ নবম বছরে পা দিলো এটা অনেক বড় প্রাপ্তি- এর অংশীদার হতে পেরে আমরা ও গর্বিত। জয়তু সোনেলা জয়তু সোনেলার ব্লগারগণ।
সোনেলা এখন বিশাল শিল্প প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠানেই তৈরী হচ্ছে লেখক কবি ও সাহিত্যিক। অনেকেই ফিরে পেয়েছেন তাদের হারিয়ে যাওয়া প্রতিভা।
দারুন বলেছেন ভ@ইজান। সোনেলার আজ স্বগর্বে, দারুন প্রতাপের সহিত বাংলাওভাষাকে বিশ্ব দরবারে নতুন করে বৃস্তিত করে যাচ্ছে। অসখ্য ধন্যবাদ সুন্দর পোষ্টের জন্য।
সোনেলা আপনাকে পেয়ে গর্বিত, আপনি আমাদের পাখি ভাই।
এত এত পাখি আমরা কৈ পাইতাম। আসলে এটি কারো একক বা দুজনের কৃতিত্ব নয়, আপনি /আপনারাই
সোনেলার প্রাণ, সবার আন্তরিকতায় আমরা সবাই সোনেলা। এগিয়ে যাবে/নেবেন সবাই মিলে এ আমাদে সবার কাম্য।
আপনি ভাল থেকে আমাদের হয়েই থাকবেন, এ শুধু কথার কথা নয়, হৃদয়ের নিরিখেই বলছি। শুভেচ্ছা একরাশ।
ছবিটি কিন্তু অন্তরের প্রতীক হয়েই কথা বলছে।
ভাইজান
আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে আমি সোনেলার ইতিহাসটা জানতাম না। জিসান ভাইয়ের দেয়া লিঙ্ক পেয়ে সম্যক জ্ঞান নিলাম। আমার যে ধারনা ভুল ছিল সেটা আজ ভেঙ্গে দিলেন জিসান ভাই। আপনার ও জিসান ভাইয়ের সংগ্রাম আজ মুক্তির স্বাদ পেয়েছে।
এমন ভুল আর হবে না।
আপনাকে অভিনন্দন ও শুভকামনা।
এখানে ভাইজান সবাই গুনী ও প্রতিভাবান। গুনীজন ছাড়া কেউ এই বাগানে ফুল ফুটাতে পারবে না। সবচেয়ে বড় কথা তুমি বলে দিয়েছো যে, সকলে মিলে একসাথে এগিয়ে যাবো এটাই কামনা।
তোমাকে অভিনন্দন ও শুভেচ্ছা।
সবার জন্য রইলো শুভ কামনা
সবাই ভাল থাকুন।
দোয়া রইলো সোনেলার জন্য।
দোয়া রইলো সকল ব্লগারের জন্য।
আপনাদের দোয়ায় আমাকে রাখবেন- ইনশাআল্লাহ
অনেক অনেক দোয়া শুভেচ্ছা ও শুভকামনা রইলো দাদাভাই
২৯টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
সোনেলা এখন বিশাল শিল্প প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠানেই তৈরী হচ্ছে লেখক কবি ও সাহিত্যিক। অনেকেই ফিরে পেয়েছেন তাদের হারিয়ে যাওয়া প্রতিভা।
বলেছেন যতার্থ ভাইজান।
শুভ ব্লগিং। সোনেলার জন্মদিন।
শামীম চৌধুরী
জন্মদিনে অভিনন্দন ও শুভকামনা।
ফয়জুল মহী
বাহ্ চমৎকার
অফুরান ভালোবাসা
শামীম চৌধুরী
সবাইকে অভিনন্দন ও শুভকামনা।
রেজওয়ানা কবির
আপনাকেও অভিনন্দন ভাইয়া।শুভকামনা।
শামীম চৌধুরী
আপনাকেও অভিনন্দন ও শুভকামনা।
জিসান শা ইকরাম
আমি আর ছাইরাছ হেলাল লেখার জন্য এই সাইটটি প্রতিষ্ঠা করেছিলাম। পরবর্তিতে লেখকদের আবদার, অনুরোধে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলাম। শুরুর ইতিহাস এখানে দেখুন।
সোনেলা প্রতিষ্ঠা করেছি আমরা ঠিকই, তবে একে লালন পালন করে বর্তমানের অবস্থানে এনেছেন আপনারা ভাই। আমরা কেবল আপনাদের সাথে ছিলাম। সবার ভালোবাসায় সোনেলা এগিয়ে যাচ্ছে সামনের দিকে, আস্থাবান এক ব্লগ সাইট হিসেবে। সবার আন্তরিকতায় সোনেলা নিজেই ধন্য ভাই।
আপনার মত পাখি বিশেষজ্ঞ সমস্ত বাংলা ব্লগ সাইট সমুহে আর নেই। সেক্ষেত্রে আপনি অবশ্যই সোনেলার একটি সম্পদ। যে পাখি গুলোর নাম এবং তার সম্পর্কে বিস্তারিত লিখেছেন, সে পাখির নাম লিখে গুগলে সার্চ দিলে আপনার পোষ্ট তথা সোনেলার নামও চলে আসে।
সোনেলার প্রতি কতটা ভালোবাসা থাকলে এমন পোষ্ট দেয়া যায়, জন্মদিন উপলক্ষে ছবি বানান যায়, তা আমি বুঝি ভাই। অনেক অনেক কৃতজ্ঞতা আমাকে এমন ভাবে সন্মানিত করার জন্য।
সোনেলার জন্মদিনে আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা।
শুভ কামনা রাশি রাশি।
শামীম চৌধুরী
আমি গভীর ভাবে দুঃখিত যে সোনেলার জন্মের ইতিহাসটা জানতাম না বলে। আপনার দেয়া ইতিহাস পড়ে এখন সোনেলা সম্পর্কে সম্যক জ্ঞান নিলাম। সামনে এই ভুল আর হবে না।
আপনার মন্তব্য পেয়ে আমি আপ্লুত।
আপনাকে অভিনন্দন ও শুভকামনা।
রেহানা বীথি
জিসান ভাইয়া, ছাইরাছ হেলাল ভাইয়ার স্বপ্ন সোনেলা। আমরা এই ব্লগের অংশ হতে পেরেছি, নিজেকে এখানে প্রকাশ করতে পারছি, সত্যিই এ আমাদের সৌভাগ্য। এখানে সবাই সমকক্ষ ভাইয়া, কেউ কারও ঊর্ধ্বে নই আমরা। আমাদের মধ্যে যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে, আগামীতে তা যেন আরও বেগবান হয়। এই শুভক্ষণে সবার জন্য আন্তরিক শুভেচ্ছা।
শামীম চৌধুরী
জ্বী আপু
আমি ইতিহাসটা এই মাত্র জানলাম। এমন ভুল আর হবে না। আমি দুঃখিত।
আপনাকে অভিনন্দন ও শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
জিসান দাদা ভাই আর হেলাল ভাইয়ের সম্মিলিত প্রচেষ্টার আঙিনায় আজ কত শত কবি, লেখক, সাহিত্যিক বিচরণ করছে অবলীলায় আপনার চেয়ে ও আপন হয়ে। সোনেলা আজ নবম বছরে পা দিলো এটা অনেক বড় প্রাপ্তি- এর অংশীদার হতে পেরে আমরা ও গর্বিত। জয়তু সোনেলা জয়তু সোনেলার ব্লগারগণ।
শামীম চৌধুরী
দিদি ভাই,
আমি সোনেলার জন্মের ইতিহাসটা জানতাম না। তাই দুঃখিত।
আপনাকে অভিনন্দন ও শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া এতে দুঃখিত হবার কিছু নেই। না জানলে দোষ না তবে জেনে যারা ভুল করে তাদের দুঃখিত হওয়া উচিত। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
মোঃ মজিবর রহমান
সোনেলা এখন বিশাল শিল্প প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠানেই তৈরী হচ্ছে লেখক কবি ও সাহিত্যিক। অনেকেই ফিরে পেয়েছেন তাদের হারিয়ে যাওয়া প্রতিভা।
দারুন বলেছেন ভ@ইজান। সোনেলার আজ স্বগর্বে, দারুন প্রতাপের সহিত বাংলাওভাষাকে বিশ্ব দরবারে নতুন করে বৃস্তিত করে যাচ্ছে। অসখ্য ধন্যবাদ সুন্দর পোষ্টের জন্য।
শামীম চৌধুরী
আপনাকে অভিনন্দন ও শুভকামনা।
মোঃ মজিবর রহমান
আপনার লেখায় মগ্ধ ভাই।
ছাইরাছ হেলাল
সোনেলা আপনাকে পেয়ে গর্বিত, আপনি আমাদের পাখি ভাই।
এত এত পাখি আমরা কৈ পাইতাম। আসলে এটি কারো একক বা দুজনের কৃতিত্ব নয়, আপনি /আপনারাই
সোনেলার প্রাণ, সবার আন্তরিকতায় আমরা সবাই সোনেলা। এগিয়ে যাবে/নেবেন সবাই মিলে এ আমাদে সবার কাম্য।
আপনি ভাল থেকে আমাদের হয়েই থাকবেন, এ শুধু কথার কথা নয়, হৃদয়ের নিরিখেই বলছি। শুভেচ্ছা একরাশ।
ছবিটি কিন্তু অন্তরের প্রতীক হয়েই কথা বলছে।
শামীম চৌধুরী
ভাইজান
আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে আমি সোনেলার ইতিহাসটা জানতাম না। জিসান ভাইয়ের দেয়া লিঙ্ক পেয়ে সম্যক জ্ঞান নিলাম। আমার যে ধারনা ভুল ছিল সেটা আজ ভেঙ্গে দিলেন জিসান ভাই। আপনার ও জিসান ভাইয়ের সংগ্রাম আজ মুক্তির স্বাদ পেয়েছে।
এমন ভুল আর হবে না।
আপনাকে অভিনন্দন ও শুভকামনা।
ছাইরাছ হেলাল
ধুর !! কী না কী কন !!
আপনি তো আর এক ভাই লাগেন এখন.
শামীম চৌধুরী
কৃতার্থ ভাইজান।
আলমগীর সরকার লিটন
সোনেলার জন্য সুন্দর লেখেছেন অনেক অনেক শুভেচ্ছা জানাই
শামীম চৌধুরী
আপনাকে অভিনন্দন ও শুভকামনা।
আরজু মুক্তা
সবাইকে প্রাণঢালা অভিনন্দন।
সোনেলা আরও এগিয়ে যাক
শামীম চৌধুরী
আপনাকে অভিনন্দন ও শুভকামনা।
তৌহিদ
সোনেলায় আপনার মতন একজন গুনী ব্যক্তিকে পেয়ে আমি নিজেও গর্বিত। সোনেলার প্রতি আপনার ভালোবাসা সত্যি প্রশংসার যোগ্য। সকলে মিলে একসাথে এগিয়ে যাবো এটাই কামনা। সোনেলার জন্মদিনের শুভেচ্ছা আপনাকেও।
ভালো থাকুন ভাই।
শামীম চৌধুরী
এখানে ভাইজান সবাই গুনী ও প্রতিভাবান। গুনীজন ছাড়া কেউ এই বাগানে ফুল ফুটাতে পারবে না। সবচেয়ে বড় কথা তুমি বলে দিয়েছো যে, সকলে মিলে একসাথে এগিয়ে যাবো এটাই কামনা।
তোমাকে অভিনন্দন ও শুভেচ্ছা।
রোকসানা খন্দকার রুকু
সবাইকে অভিনন্দন ও শুভকামনা।
আমরা সবাই সোনেলার সাথে অনেকদুর যেতে চাই।
শামীম চৌধুরী
আপনাকেও অভিনন্দন ও শুভেচ্ছা।
সুরাইয়া পারভীন
সবার জন্য রইলো শুভ কামনা
সবাই ভাল থাকুন।
দোয়া রইলো সোনেলার জন্য।
দোয়া রইলো সকল ব্লগারের জন্য।
আপনাদের দোয়ায় আমাকে রাখবেন- ইনশাআল্লাহ
অনেক অনেক দোয়া শুভেচ্ছা ও শুভকামনা রইলো দাদাভাই